অসময়ে আমাদের আগমন…

লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ২৯ আগস্ট, ২০১৪, ১১:২১:৫১ সকাল

ভয়ংকর এই শতাব্দী,

অসময়ে আমাদের আগমন!

খুনিরা হেঁটে চলে বীরের বেশে

আমাদেরই সামনে…

ধারালো-সাঁন দেয়া অস্ত্রে

তাজা রক্তের নোনতা স্বাদ!

শ্বপদের হলাহল হাসি

ঐ কম্পিত লোকালয় জুড়ে

মানুষের বসবাস_____

তালাবদ্ধ চিড়িয়াখানার চারপেয়োরারা

স্বদন্ত বের করে ভেংচি কাটে।

তালাবদ্ধ শতকের লৌহ কপাট

লেগে আছে আমাদের কানের পর্দায়

তাই কখনো বোধগম্যতা আর

মস্তিষ্কে পৌছেনা…

জমে থাকা স্তুপের ন্যায়

লাশেরা নীরব অপেক্ষায়

মৃত্তিকার গভীরতা মাপতে।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259413
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
কাহাফ লিখেছেন : এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে ডিজিটালের দিকে.................।
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৯
203306
কাঠ পেন্সিল লিখেছেন : এই ডিজিটাল নামক আতংক আমাদের কে কুঁরে কুঁরে খাচ্ছে…
259439
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
ফেরারী মন লিখেছেন : পড়ে শরীরের ভিতর শিরশির করছে। Sad
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
203307
কাঠ পেন্সিল লিখেছেন : কেন?বাস্তবতার প্রয়োগ দেখে নাকি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File