কীভাবে সঠিক ইসলামপন্থী দলটি খুঁজবেন??

লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ১৯ আগস্ট, ২০১৪, ১২:৫১:২৩ রাত

"যে কোন যোগে তুমি যদি কোন সঠিক ইসলামপন্থী দল খুঁজে না পাও,

তাহলে চিহ্নিত ইসলাম বিদ্বেষী এবং ইসলামের পরীক্ষিত শত্রুদের দিকে তাকাও,

তারা কোন দলটির প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত।

কেননা সঠিক ইসলামপন্থী দল মুসলমানরা চিনতে ভুল করলেও,

ইসলামের চিহ্নিত শত্রুরা কখনো ভুল করে না।"

--- ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255727
১৯ আগস্ট ২০১৪ রাত ১২:৫৩
স্বপন২ লিখেছেন : তাইলে কারা হকপন্থী। বলেন দেখি।
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:০৭
199348
কাঠ পেন্সিল লিখেছেন : আমাদের দেশের ক্ষেত্রে নিঃসন্দেহে জামাত-শিবির ই সবচেয়ে বেশী ইসলামের শত্রুদের ক্ষিপ্ততার শিকার নয় কি?
255732
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:১৮
স্বপন২ লিখেছেন : বিশ্বের পেক্ষাপটে চিন্তা করেন।
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৫৭
199357
কাঠ পেন্সিল লিখেছেন : মিশরের ব্রাদারহুড,ফিলিস্থিনের হামাস সহ আরো আছে ভাই নাম জানি না।
255741
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৪৫
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো
255746
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
কাঠ পেন্সিল লিখেছেন : জেনে খুশি হলাম।
255762
১৯ আগস্ট ২০১৪ রাত ০২:৩৮
সাদাচোখে লিখেছেন : ভাই কাঠ পেন্সিল - ইবনে তাইমিয়া ইসলাম পন্থি যে দল চিনতে আপনাকে অমন উপদেশ দিয়েছেন - তা হল আকিদা (বিশ্বাসের মৌলিকত্ব) ও শরিয়াহ (স্বর্গীয় বিধি বিধান) এর বিভিন্নতার আলোকে - মোহাম্মদ সঃ এর উম্মতের মধ্যে যে ৭৩টি (মূলতঃ বেশী সংখ্যা বোঝানো হয়েছে) ভাগ এর উদ্ভব হবে - তাকে ঈংগিত করা হয়েছে।

জামায়াত কিংবা বিএনপি কিংবা হেফাজত কিংবা আল কায়দা, আইএসআইএল, লাল নীল পার্টি কিংবা সংগঠন, এ্যাসোসিয়েশান কে 'মিন' করা হয়নি। জামায়াত নতুন কোন ইসলাম (আকিদা ও শরীয়া) আনেনি। বরং ৭৩ ভাগের মধ্যে আপনি ধরবেন শিয়া, খারিজি, ওহাবী, দেওবন্দী, কাদিয়ানী, আলাওয়ী, সুফী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

জামায়াত যদি অমন কোন কিছু প্রিচিং করে - অর্থাৎ নতুন করে কোরান ও হাদীসকে ইন্টারপ্রেট করে নতুন কোন আল্লাহ বা রবকে হাজির করে, নতুন কোন আইন কানুন এর কথা বলে কিংবা হারাম কে হালাল করে কিংবা হালাল কে হারাম বলে ঘোষনা করে - তবে আপনি আমি মুসলিম থাকতে চাইলে - অবশ্যই জামায়াত হতে দুরে থাকতে হবে।

আর জামায়াত যদি নিতান্তই ইসলামের - কোন একটা পার্ট কিংবা কয়েকটি পার্টকে মেইন স্ট্রীম এর রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় - তবে তা আর দশটি ইসলামিক সংগঠনের মত একটি ইসলামিক সংগঠন হবে। আপনি একজন মুসলিম হয়ে জামায়াতের কাজে সাহায্য সহযোগীতা যেমন করতে পারেন, তেমনি না ও করতে পারেন। ওটা ইসলাম আপনাকে করতে বাধ্য করেনা, আবার না করতে ও বারন করেনা। আশা করি আল্লাহ আমাদের জ্ঞানকে ও বোঝার শক্তিকে সম্প্রসারিত করবেন ও ভুল কিংবা ফেতনা সৃষ্টিকারী বিষয় হতে মুক্ত রাখবেন।

ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৬
199387
কাহাফ লিখেছেন : ব্লগার সাদাচোখে ভাই, উম্মতে মোহাম্মদির ৭৩টি ভাগে আপনি কাদিয়ানীদের কিভাবে শামিল করলেন? গোলাম আহমদ কাদিয়ানী নবুওয়্যাতের দাবী করে। বিষয়টা নিয়ে স্টাডি করবেন।মূল আক্বীদা শেষ তো সব শেষ......।
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৩১
199628
সাদাচোখে লিখেছেন : ভাই কাহাফ, আমার থিওলজিক্যাল জ্ঞান খুব খুবই কম।

স্বভাবতঃই কাদিয়ানী ওখানে আসবে কি আসবে না - সেটা আমি ঠিক ঐ ভাবে জেনে শুনে বুঝে চিন্তা করে লিখি নি। সিম্পলী পপুলার কিংবা ডিসপিউটেড উদাহরন হিসাবে কয়েকটির উল্লেখ করতে গিয়ে লিখেছি - যাতে একটা সেন্স তৈরী হয়।

ধন্যবাদ পয়েন্ট আউট করার জন্য। কিন্তু আরো বেশী খুশী হতাম যদি আপনি এর উপর আপনার ধারনা শেয়ার করতেন - যাতে পাঠক মাত্রই উপকৃত হয়।

255767
১৯ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
255813
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
কাঠ পেন্সিল লিখেছেন : কাহাফ ভাইয়ের সাথে আমিও একমত।
255827
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইসলামের পক্ষের সবচেয়ে নিকটের দলটি ইসলাম বিদ্ধেষীরা সবচেয়ে ভালো চেনে।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
199427
কাঠ পেন্সিল লিখেছেন : সহমত পোষন করায় ধন্যবাদ।
255854
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৬
সুশীল লিখেছেন : সেটা জামাত না
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৪
199428
কাঠ পেন্সিল লিখেছেন : কেন নয় ভাই?
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
199525
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুশীল বলে কথা জামাত হবে কেন ?
১০
255917
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৮
ঘারতেরা লিখেছেন : সুশীল তাহলে আপনিই বলুন কনটা?

কারা জুলুমের শিকার?

১. জামাত শিবির
২. অন্য কোন দল
১১
255980
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মজলুম ইসলামী সঠিক দলকে এখন দেশের সবাই চেনে। ভালো একটা পোস্টার জন্য শুকরিয়া
১২
255989
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
বাজলবী লিখেছেন : গুরত্তপূর্ণ পোষ্ট কোনদল জুলুমের শিকার তা মাঠে ময়দানে বর্তমানে দেখা যাচ্ছে দেশে বা বিশ্বে। ধন্যবাদ।
১৩
256058
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
সামছুল লিখেছেন : ধন্যবাদ
১৪
256125
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
কাঠ পেন্সিল লিখেছেন : আপনাদের সকলকে ধন্যবাদ
১৫
256152
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৩
বড়মামা লিখেছেন : আমি এক বইতে পাইছিলাম রাসুলের ওম্মাতে ৭৩ গুরুপের শিয়ারা প্রায় ৩০টা এরমধ্যে আগাখানিরাও আছে ।যারা নামায পড়ে না রবি বারে বড়দিন সন্দার পর ইমাম বারায় যেয়ে বিশেষ নিয়মে একদিন এবাদত করে। তাদের মাজে মুসলিমের শুধু সালাম কোরানখানি মক্কা মধিনার ছবি তবে তারা করিম আগাখানের ছবিরে প্রধান্য দেয় আমার নিজের দেখা। মুতাজিলা, মুরজিয়া,খারিজিয়া এভাবে অনেক দল আছে আমরা যারা পরস্পর একসাথে নামায পড়ি বিয়ে সাদি করি এবং নামদারি সুন্নি,আহলেহাদিস,ওহাবি,মালেকি, সাফি,হাম্ভলি ,হানাফি,ছালেফি,সবাই বড় এক দলের মানুষ ।আমাদের মাজে শুধু কিছু নামদারি মাওলানা মৌলবী মুফতি নিজের কোন ভুল শিকার করেনা শুধু অন্যেরটা খোজবে জুমারদিন একজন লাঠি দরিয়া বলে আমরাই সেষ্ট,আরেক বসিয়া বলে ওরা খারাপ ।আমি মক্কাতে দেখি সবাই এক কাতারে নামায পড়ে কারন এখানকার আলেমেরা জানে একমাত্র শের্ক বেদাত ছাড়া এগুলি কোন পর্তক্য নয়।আল্লাহ সবাইকে সঠিক পথের সন্ধান দিন আামিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File