জয় হো এ আর রহমান !!…
লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ১৪ মার্চ, ২০১৪, ০৩:৫৯:৫১ দুপুর
ও ভাই সবেরা শুনেন…
একখান কথা কই!
বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে আবারো ৬.৩ শতাংশ বাড়ানো হইছে!
আরে চেইতান না।
দাম বাড়ানো হইছে বলে চেতেন কেন!?
এই যে বাড়তি টাকা দিবেন,সেই টাকায় এরপর বাংলাদেশের কোন বড় অনুষ্ঠানে এ আর রহমান,উদিত নারায়ন এবং নাম না জানা গলা ভাঙ্গা বেসুরো কন্ঠী শিল্পীদের পাশাপাশি আনা হবে হানি সিং এবং সানি লিয়নরে !!
আসেন,নিজেদের গ্যাঁটের টাকা আর ট্যাক্সের টাকায় রেন্ডিয়ারে কোলে করে নাচি !
…আর বলি জয় হো এ আর রহমান !!
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন