তানহায়ি একটি ছেলের নাম
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ০১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫০:৩৩ সন্ধ্যা
সকাল ১০টা
:হ্যালো,তানহায়ি আমি আজ দেখা করতে পারব না । আয়েশা আমার সাথে ।সারাদিন থাকতে হবে ওর সাথে
-কিন্তু আমি তো ফার্মগেট চলে আসছি । ইন্ধিরা পার্কের আছে । আর আজ তো আমাদের BC তে যাওয়ার কথা । তোমাকে স্মুথি খাওয়ানোর কথা
:আমি এইমাত্র বসুন্ধরা সিটি থেকে বের হয়েছি । আর বললাম তো আয়েশা সাথে আছে । দেখা করতে পারব না
-আমি অতকিছু জানিনা । দেখা করতে হবে আমি আসতেছি
১ঘন্টা পর
:আরে দোস্ত তুই এইখানে কি করছ? টেনশনে আছস মনে লয়?
-না মানে বহ্নীর সাথে দেখা করার কথা।তাই ওয়েট করতেছি
:ঠিক আছে থাকো । তোমরা প্রেমিক মানুষ । সি ইউ,বাই
-আচ্ছা দোস্ত বাই ।
দুপুর ২টা ১৫ মিনিট
:হ্যা ,তানহায়ি তোমাকে বললাম না দেখা করতে পারব না ।আমি ফার্মগেটে একটা কোচিং সেন্টারে আছি ।এত্ত ফোন দেওয়ার কি হইছে?
-প্লিজ বহ্নী(কাঁদো কাঁদো স্বরে)একবার দেখা কর,কালতো তোমাদের দেশের বাড়ি চলে যাবে । আর কবে দেখা হবে না হবে।
:আশ্চর্য তোমাকে কত্তবার বলছি না প্যান প্যান করবা না । প্যান প্যান করতেছ ক্যান ।রাখলাম,যত্তসব !
-রাখো,আমিও ওয়েট করলাম ।দেখা না করে বাসায় ফিরব না ।
অবশেষে বহ্নীর সাথে তানহায়ির আর দেখা হলো না । বহ্নীর ফোন বন্ধ পাওয়া গেল !
সহজ সরল ছেলেগুলো এরকমই হয় । ভালবাসায় বিগলিত হয়ে ভ্যাদা মাছ হয়ে যায় । প্রেমিকাকে নিজের সবটা দিয়ে প্রেম নিবেদন করতে চায় । কেঁদে কেঁদে নিজের ভালবাসা প্রেম দুর্বলতা দিয়ে প্রমাণ করতে চায় সেই সর্বশ্রেষ্ঠ প্রেমিক ।হয়তোবা সে তাই !
কিন্তু বহ্নীরা সবসময় পার্সোনালিটি সম্পন্ন একজন কৈ মাছ খোঁজে ,ভ্যাদা মাছ নয় ।
--সাধু সাবধান । পার্সোনালিটি বিলোবার জিনিস নয়
তানহায়ি একটি ছেলের নাম
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই সত্য বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন