কাব্যিক এই শহরে

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ২৭ জুন, ২০১৪, ০৮:৩৪:০১ রাত

কাব্যিক এই শহরে রাত্রি নেমেছে,

সুদুর বিল্ডিংয়ের আলো গুলো নিভে যাচ্ছে,

একা ,নিরবে নিভৃতে,লোহার খাচার বেলকনিতে আমি ।

ঐ আকাশে চাদ আর মেঘে একই প্লেটে চটপটি খাচ্ছে,

হঠাৎ চাঁদটা কেন মেঘের বুকে মুখ লুকালো?

টক'টা যেন একটু বেশিই হয়ে গেছে ।

তাদের ভালোবাসার ছায়া ছুয়ে গেছে ঐ ঘুমন্ত পথশিশুকে,

আর তার মাথার নিচের ছোট্ট এক টুকরো ইটকে ।

আমি দেখে চলেছি,

আমাকে আর এইসব স্পর্শ করে না ।

চাঁদের শুভ্রতা আর মেঘের গম্ভীরধ্বনি দেখেছি আমি,

এই শহরে,

কোন এক নিঝুম গলিতে,

কোন এক চায়ের দোকানে ।

আমি অভ্যস্ত,ব্যস্ত,অভিজ্ঞ ।

রাতের নিষ্ঠুরতা,

কালচে কালো আধারের গভীরতায় ভয় নেই আর ,

অনুভুতির সর্বোচ্চ সীমা আজ ভোঁতা ।

সব নষ্টামি,ভন্ডামির হবে শেষ,

বাকি আজ এই রাত্রির হওয়া নিরুদ্দেশ ।

বিষয়: বিবিধ

৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239459
২৭ জুন ২০১৪ রাত ১০:৩২
ছিঁচকে চোর লিখেছেন : কালচে কালো আধারের গভীরতায় ভয় নেই আর ,
অনুভুতির সর্বোচ্চ সীমা আজ ভোঁতা ।
সব নষ্টামি,ভন্ডামির হবে শেষ,
বাকি আজ এই রাত্রির হওয়া নিরুদ্দেশ ।

অনেক অনেক সুন্দর লাগলো।
২৮ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
185910
তাবিজ বাবা লিখেছেন : আপনার মন্তব্যটা দেখেও ভাল লাগলো । ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File