উদ্ভদ একটি কবিতা লিখব
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ১৪ জুন, ২০১৪, ০৯:০৩:০৮ সকাল
একটি কবিতা লিখব,
ভাষা হবে কিছুটা অবান্তর,কিছুটা উদ্ভট ।
তোমাদের বিভ্রাট করতে অবান্ঞ্চিত কিছু স্বপ্ন বেছে নেবো,
ভাষার প্রান্জলতার বিলুপ্তি ঘটবে সে কবিতায় ।
কিছু ভাবনার অপমৃত্যু,কিছু আশা-নিরাশার দোলাচল বা দুলুনি,
ভালবাসার কথিত অভিনয় বা আকুতি থাকবে না সে কবিতায় ।
থাকবে স্ট্রেট ফরোয়ার্ড কিছু সত্য বচন,
আমার জন্য আর তোমাদের অপেক্ষায় থাকতে হবে না ।
যেথায় পরিচিত কেউ নেই,
কিছু অন্ধকারের হাতছানি,
অবাক যুগের নির্বাক চাহনি,
এই সবের মাঝে আমি ডুবসাতার কাটবো ।
আমি একটি কবিতা লিখব,
শুধু একটিই তো,
আর তো কিছুই না ।
এমনকি তোমার মায়াও না ।।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন