অর্চিব-০২

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ০৩ মে, ২০১৪, ০৯:১৯:১৫ রাত

প্রায় ১ ঘন্টা ২০ মিনিট লাগলো পরীক্ষা কক্ষ থেকে বেরুতে অর্চিবের । অনেক মানুষ, যেন জনসমুদ্র । পরীক্ষা দিতে এসেই অর্চিব বুঝলো বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে । সে এবার খুজতে লাগলো নীলাকে । নীলা তার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু । হলিক্রস কলেজে তারা একসাথেই পড়ালেখা করেছে । এই ভিড়ের মধ্যেও নীলাকে খুজে পেতে অর্চিবের কোন বেগ পেতে হল না । সে জানে নীলা কোথায় আছে,থাকে বা থাকতে পারে । অনেকটা জিপিএস সিস্টেমের মত ।

-এই নীলা মজুমদার , আমি এই যে এদিকে ।

-কেমন হল পরীক্ষা? অবশ্য তোকে জিজ্ঞেস করাটাই বৃথা । আমি জানি তোর পরীক্ষা ভাল হয়েছে ।

-চুপ কর নীলা মজুমদার । চল গাড়ির দিকে

-আচ্ছা অর্চিব তুই কি কখনোই আমার ডাকনামে ডাকতে পারিস না ?

-আমি কি করব বল? তোর নাম যখন আমি সংক্ষেপ করতে যাই, তখনই ভুলে যাই ।

-"নীলা মজুমদারকে" নীলা বলতে কিভাবে ভুলে যাস কিছুই তো বুঝি না ।

-বাদ দে তো ওসব । চল ।

-ঠিক আছে তাহলে চল ।

-এই নীলা মজুমদার ! দাড়া তো ।

-কি হল আবার দাড়াইলি ক্যান?

-পেছনে দেখ একটি ছেলে দাঁড়িয়ে আছে । আমাদের দেখছে ।

-উফ অর্চিব তোকে নিয়ে আর পারি না । দাঁড়িয়ে তো কত ছেলেই আছে ।

-একটা ফর্সা মতন ছেলে । সবুজ চেক শার্ট পরা । আমাদের দিকে তাকিয়ে আছে ।

-হু পেয়েছি । থাকতেই তো পারে ।তুই যে রুপবতী !

-নীলা মজুমদার , আমি জানি ছেলেটির নাম শোভন ।

-তুই কি জানিস না বল তো ? সবই তো জানিস । চল এখন,দেরি হয়ে যাচ্ছে ।বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ।

-জগন্নাথের পরীক্ষা হবে না দেখিস ।

(সেই বিকালে আর জগন্নাথের পরীক্ষা হয়নি । অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে)

শোভন ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছিল কিন্তু সাধারণ জ্ঞান অংশে দুর্বলতা থাকায় চান্স হয়নি । বি.বি.এ তে ঠিকই হয়েছে।কিন্তু শোভনের গন্তব্য,চলাচল সবই কলা ভবনের সামনে । উদ্দেশ্য অর্চিব ।সে অর্চিবকে পছন্দ করে তার রুপের জন্য । অর্চিবের সাথে একটু আধটু কথাও বলেছে সে । শোভনের মনে হয়েছে এমেয়ে তার সব কিছু জানে । কি অদ্ভুদ মেয়েটা, সবাইকে পুরো নাম ধরে ডাকে ।অর্ধেক নামে ডাকতে পারে না ।।

(চলবে)

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217011
০৩ মে ২০১৪ রাত ১০:২৮
ফেরারী মন লিখেছেন : ভালো লাগতেছে চলতে থাকুক ,,,, এই ঝক্কি ঝামেলা অনেক আগেই চুকে ফেলেছি ভাই
০৪ মে ২০১৪ সকাল ০৯:০০
165318
তাবিজ বাবা লিখেছেন : ধন্যবাদ আপনাকে । অভিজ্ঞতা অসাধারণ জিনিস,মাঝে মাঝে বিশেষজ্ঞ করে তোলে
217045
০৪ মে ২০১৪ রাত ০১:৩৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : বইয়ের ফর্মা বাড়ালেই তো হবেনা সাইজটাও আরেকটু বাড়ান....
০৪ মে ২০১৪ সকাল ০৯:০৭
165321
তাবিজ বাবা লিখেছেন : আলস্য ভর করেছে । বাঙালির অলস তকমাটা গায়ে উঠাতে মন চাচ্ছে । তবে আপনার পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
০৪ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
165485
সুমাইয়া হাবীবা লিখেছেন : Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File