" প্রেসক্রিপশন "

লিখেছেন লিখেছেন মরু সাইমুম ২৭ জানুয়ারি, ২০১৪, ১২:৩৩:১০ রাত

বিরোধী জোটের আন্দোলনের প্রত্যক্ষ বিজয় না হলেও পরোক্ষ এক মহা বিজয় হয়েছে। আওয়ামিলীগের লুটতরাজ আর খুন,গুম ও সন্ত্রাসের চিত্র বিরোধী জোটের এই আন্দোলনের সুবাদে জনগন স্পস্ট ভাবে বুঝতে সক্ষম হয়েছে, ফলে আওয়ামিলীগ ১৫৩ টি আসনে সাজানো নাটকীয় নির্বাচন করার সাহস ই পায় নাই! আর যে সব আসনে তাদের সামান্য পরিমান সমর্থন আছে বলে মনে হয়েছে ঐ সব আসনে দুঃসাহসী নির্বাচন দিয়েও ৫% এর অধীক ভোট তারা পায় নাই। এতেই বুঝা যায় বিরোধীরা কতটা সফল বা বিফল।যদিও তারা একটা সাজানো সরকার গঠনে সক্ষম হয়েছে। তবে তা জোর পূর্বক। আমাদের হতাশ না হয়ে মনে রাখা উচিৎ জোর করে ক্ষমতা আজীবন আকড়ে রাখা যায়না, এই পকৃতির ক্ষমতার স্থায়িত্ত্ব খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যাই হোক লক্ষনীয় বিষয় হলো আওয়ামিলীগ তাদের নিতীর পরিবর্তন এনে জনপ্রিয়তা পুনুরুদ্বারে জন্য তৎপর হয়ে উঠছে, তাদেরকে সেই সুযোগ মোটেও দেওয়া যাবেনা বিরোধী জোটের। কারন এদেশের মানুষের রাগ,ক্ষোব আর স্মৃতি শক্তি খুব ক্ষীন।এরা সহজেই মানুষের ভূল ক্ষমা করে দেয়! আর আওয়ামিলীগ জাতির এই দূর্বলতা কে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে,তারা উন্নয়ন মূলক কর্মকান্ডে হাত দিয়ে জনগনকে পাশে টানার চেষ্টা করবে। কিন্তু বিরোধী দলের কখনোই উচিৎ হবেনা তাদেরকে এই সুযোগ গ্রহন করতে দেওয়ার। ইতিমধ্যে তারা আন্দোলন সংগ্রাম থেকে জনতা ও বিরোধীদের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উপজেলা নির্বাচনকে সামনে নিয়ে এসেছে। সরকারের এমন নতুন কৌশল মোকাবেলায় বিরোধী দলকে ও আন্দোলনের এক অভিনব কৌশল হাতে নিতে হবে। বিরোধী জোটকে আগামী ২ মাসের মাথায় এক তিব্র গন আন্দোলন ঘটাতে হবে এই সরকারকে বিদায় দিতে হলে। তার জন্য প্রোয়জন তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় করা! তবে ময়্দান সক্রিয় রাখতে গেলে জেল,জুলুম,গ্রেফতার আর ক্রস ফায়ারের সাথে লড়তে হবে কিন্তু সেটা সম্ভব নয় অন্তত এই মহুর্তে, যা করার আগামী মার্চ এপ্রিল কে সামনে রেখে এসব এড়িয়েই করতে হবে। তার জন্য মোক্ষম সুযোগ হল উপজেলা নির্বাচনে অংশ গ্রহন ও সারা দেশে কেন্দ্রীয় নেতাদের গন সংযোগ। নির্বাচনের এই সুযোগ কাজে লাগিয়ে যেমন জেল,জুলুম,গুম হত্যা এড়িয়ে ময়দান সক্রিয় করা যাবে তেমনি সারাদেশে উপজেলায় নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতি ও প্রশাসনের উপর মারাত্বক প্রভাব বিস্তার করা যাবে।আমি আশা করি উপজেলা নির্বাচনে সারা দেশে বিরোধী জোট নিরংকুশ বিজয় লাভ করবে এর ফলে তৃন মূলে যেমম শক্তি আর উৎসাহ যোগাবে তেমনি উপজেলা পরিষদ দিয়ে পেটুয়া পুলিশ বাহিনীর দৌরাত্বার লাগাম কিছুটা টেনে ধরা যাবে।যার ফলে আন্দোলন লাভ করবে তিব্র থেকে তিব্রতর বেগ। উপজেলা নির্বাচনের পর পরই চূড়ান্ত আন্দোলনে ঝাপিয়ে পড়লে আন্দোলন এক ঐশ্বরিক গতি লাভ করবে, যার মাধ্যমে সরকার পতন নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এখনই বিরোধী দলকে উপজেলা নির্বাচনের সুযোগ কে কাজে লাগাতে হবে, আমি দৃঢ় ভাবে বিস্বাশ করি বিরোধী জোট যদি এই সুযোগ যথাযথ ভাবে কাজে লাগাতে পারে তবে আওয়ামিলীগের উপজেলা নির্বাচনের অপকৌশলই তাদের জন্য গলার ফাঁস হয়ে দাড়াবে!!

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File