তিন বস্তা টাকা থাকার পরে ও না খেয়ে থাকা, একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস।

লিখেছেন লিখেছেন আবু আব্দুল্লাহ ২৮ জানুয়ারি, ২০১৪, ০৭:০৩:১৯ সন্ধ্যা

পাঁচ বস্তা টাকা পাহারা দিয়েছেন দু’দিন ধরে। এই সময়ে তার নাওয়া খাওয়া কিছুই হয়নি। পেটে পড়েনি এক ফোটা দানাপানিও। এতে ভীষণ দূর্বল হয়ে পড়েছেন হাবিব ওরফে সোহেল।

সোহেলকে চিনতে পাঠকদের অসুবিধা হবার কথা নয়। সোহেল হচ্ছে কিশোরগঞ্জের সোনালী ব্যাংক ডাকাতির প্রধান আসামী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর শ্যামপুর বালুর মাঠের ৮ নম্বর রোডের তনি ভিলার তিন তলা থেকে র‌্যাব সদস্যরা তাকে লুণ্ঠিত টাকা এবং এক সহযোকীকে গ্রেফতার করে।

র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর বালুর মাঠ এলাকার একটি সাত তলা ভবনের তিন তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে লুন্ঠিত পাঁচ বস্তা টাকাও উদ্ধার করা হয়েছে। এই টাকার ওজন প্রায় ১২ মন। তবে লুন্ঠিত ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে কত টাকা উদ্ধার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে তা গুনে দেখা হয়নি বলে জানান তিনি।

বিষয়: বিবিধ

৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File