আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন- রাশেদুর রহমান রাকেশ

লিখেছেন লিখেছেন নিষিদ্ধ ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৫:০৩ দুপুর

প্

রথমে ধন্যবাদ অনবাংলাদেশডট ওআরজি কে আমায় প্রথম পাতায় লেখা প্রকাশের অনুমতি দেওয়ায়।

আজকের লেখাটি কেমন হবে জানিনা যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে লেখাটি না লিখে পারলাম না।

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন রাশেদুর রহমান রাকেশ বলেছেন তার কাছে তথ্য আছে।

প্রথমেই জানাতে চাই এই রাকেশ কে?

এই রাশেদুর রহমান রাকেশ হচ্ছে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। একসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুবই কাছের একটি পরিবার সে হচ্ছেন মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু। মতিয়ুর রহমান রেন্টু পরিবার একসময় শেখ হাসিনার পারিবারিক সূত্রে বাধা ছিল। মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে রাষ্ট্রকতৃর্ক অবাঞ্ছিত ঘোষিত হন। এর পর মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে ২টি বই প্রকাশ করেন একটি হলো "আমার ফাসি চাই" ও "অন্তরালে বাংলাদেশ"। এর পর তিনি গোপনে বিদেশে পালিয়ে যান। ২০০৪ সালে বিদেশের মাটিতেই মারা যান। যাই হোক, এই মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর আপন ভাতিজা হচ্ছে রাশেদুর রহমান রাকেশ। সম্প্রতি তার একটি সাক্ষাতকার প্রকাশ করেন একটি অনলাই পত্রিকায়। সেখানে যানা যায় মতিয়ুর রহমান রেন্টু এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমান সম্পর্কে অনেক অজানা তথ্য। শুধু তাই নয় তিনি তারেক রহমান ও দেশের রাজনীতি নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছে " অদৃশে মাঝে দেশ প্রেম"।

আমার লেখার শিরোনামটি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নন। এমটাই বলেছেন রাশেক। তিনি বলেছেন তার কাছে তথ্য আছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধীর সাথে জড়িত নন। এছাড়া আরো অনেক কিছুই অকপটে বলেছেন।

নিম্নে পাঠকদের সুবিধার্থে এবং কপি পেষ্ট না করে লিংকটি দিয়ে দেওয়া হলো।

Click this link ক্লিক এই লিংকে প্রতিবেদনটি দেখতে চাইলে

ধন্যবাদ সকলকে

বিষয়: বিবিধ

২২৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183271
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৭
হতভাগা লিখেছেন : রাকেশকে দিয়েই হবে । শিবিরের ভাইদের উচিত যতদ্রুত সম্ভব উনাকে সাক্ষী হিসেবে এনে উপস্থাপন করা । ট্রাইবুনালের বিচারকরা উনার সাক্ষ্যের জন্য বসে আছেন ।

উনার সাক্ষ্য দিতেই যা দেরি , সাক্ষের সাথে সাথেই সাঈদী মুক্ত হয়ে যাবে ।
183294
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
সালাহ খান লিখেছেন : আপনার পুরো লিখাটা পড়েছি । তবে রাকেশ কেন স্কাইপে কেলেঙ্কারীর পর কোন পাগলের পক্ষেও এই ট্রাইব্যুনালের উপর বিশ্বাস করা সম্ভব নয় । সুখরঞ্জন বালী বা সাক্ষীদের কাছে টাকা লেনদেনের কথা না হয় আজ নাইবা বললাম । যাহোক , আপনার লিখনীর জন্য রইল অনেক অনেক শুভ কামনা
183355
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লামা সাঈদী যদি যুদ্ধাপরাধী হয় তাহলে আমিও যুদ্ধাপরাধী, আমি আমার ফাঁসি চাই।
183356
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সজল আহমেদ লিখেছেন : তথ্যবহুল লেখা।
183390
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো উনার উদ্যোগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File