মোবাইল ফোনে শারীরিক সমস্যা হতে পারে

লিখেছেন লিখেছেন নিষিদ্ধ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৫:০০ দুপুর

মোবাইল ফোনের ব্যবহারের সম্ভাব্য শারীরিক সমস্যাগুলি হলো-

* মস্তিষ্কের রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হয়।

* ক্যান্সার

* স্মৃতিশক্তি লোপ

* মানসিক স্থিরতা নষ্ট, উত্তেজনা, মাথাযন্ত্রণা, অনিদ্রা, ব্যবহারে পরিবর্তন, কান্তিভাব, শ্রবণ ক্ষমতা হ্রাস

হ্যাঁ। মোবাইল ফোন থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের রূপে রেডিয়েশন নির্গত হয় বৈকি। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের নির্দিষ্ট রেডিও ফ্রিকুইন্সির ফলে ফোন করা যায় বা ধরা যায়। যেহেতু ুদ্র তরঙ্গ রূপে এই রেডিয়েশন মোবাইল থেকে নির্গত হয়।

ক্ষুদ্র ক্ষুদ্র রেডিও তরঙ্গ শরীর শোষণ করে। তবে স্থান বিশেষে এই নির্গত রেডিয়েশনের তারতম্য হয়। গাড়ির ভিতর, ঘরের বাইরে, ঘরের মধ্যে বিভিন্ন অবস্থায় বদলে যায় নির্গত রেডিয়েশনের মাত্রা। তবে ফোনে টাওয়ার কম থাকলে সেই সময়ে নির্গত রেডিয়েশনের মাত্রা হয় সর্বাধিক।

যখন কোনো ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে তখন তার মস্তিষ্কের কোষগুলো উত্তপ্ত হয়ে ওঠে। তবে মস্তিষ্কের কোষ এই তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এতে মস্তিষ্কের রক্ত সঞ্চালনেও আপাত কোনো সমস্যা হয় না। কিন্তু চোখের কর্নিয়া এই তাপের ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172947
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : Sad Sad Sad Sad কিন্তু না থাকলেই নিজেকে বড্ড একা একা লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File