পিতৃহারা সন্তানের অসহায়ত্ব।
লিখেছেন লিখেছেন টুটাফাটা মানব ২১ মে, ২০১৪, ০৬:৩৯:৪৩ সকাল
একদিন।
দিনটি ঈদের আনন্দঘন দিন।একজন সুদর্শন লোক একটি পথ ধরে হেটে চলেছেন ঈদগাহের পথে। ঈদের দিন উপলক্ষে তার মুখে চাপা আনন্দের পরশ লেগে আছে।
হঠাত্ !
তিনি দেখতে পেলেন ছোট্ট একটি ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তিনি ছেলেটির কাছে চলে গেলেন। রাস্তা দিয়ে কত লোক হাটা চলা করছে কারও ইচ্ছা জাগল না ছেলেটির কাছে যাওয়ার। তবে লোকটির কোমল হৃদয় অন্যের দুঃখে কেঁপে উঠেছিল বিধায় তিনি না গিয়ে পারলেন না।
-বাবা কাঁদছ কেন? ছেলেটি আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করল।
তিনি আবারও বললেন,
- বাবা তোমার কোন দুঃখ থাকলে আমার কাছে বলতে পারো।
ছেলেটি অমনি প্রতিবাদের সুরে বলল,
- না আমি আপনার কাছে বলব না আমি তার কাছেই বলব যিনি ইয়াতীমের দুঃখ বোঝেন যিনি পিতাহারা সন্তানের কষ্টের অনুভূতি স্পর্শ করেছেন যিনি আমার দুঃখও বুঝবেন।
- কে তোমার দুঃখ বুঝবে বাপ?
- আপনি জানেন না এই মদিনায় একজন লোক এসেছেন কি যেন এক শান্তির পয়গাম নিয়ে তিনিও আমার মতো পিতাহারা মানুষ তিনি আসায় মদিনার অলিতে গলিতে প্রশান্তির ছায়া পড়েছে তার নাম মুহম্মদ সা।
- তুমি কি লোকটিকে দেখেছো বাবা?
- না দেখিনি।
- বলো রে বাবা, বলো! কি তোমার দুঃখ? আমিই সেই ব্যক্তি যাকে তুমি খুজছ।
এতোক্ষণ ছেলেটি বিশ্বনবীর দিকে ভালোকরে তাকায়নি, এখন প্রত্যাশিত ব্যক্তির খোজ পাওয়ার আনন্দে ছেলেটির অশ্রুসিক্ত নয়ন আর ভেজালো মুখে হালকা হাসির উদ্বেগ হলো।
- আমাকে মাফ করবেন আমি চিনতে পারি নি।
- তোমার দুঃখটা কি সেটাতো বলো। -
- আমার আব্বা আমি অনেক ছোট্ট থাকা অবস্থায় মারা গিয়েছেন। আমার মা আরেকটা বিয়ে করেছেন মায়ের এখনকার স্বামী আমাকে কোনভাবেই সহ্য করতে পারেন না। মা আমাকে একটু আদর করলে তার গায়ে যেন আগুন জ্বলে উঠে। আমাকে ভালোমন্দ খেতে দিলে তিনি আমার মাকে মারধোর করেন। তাই আজ ঈদের দিনে আমার মা আমাকে বললেন
“তোকে আদর করার মতো তেমন কেউ তোর নেই রে বাপ। তুই এক কাজ কর তোর কষ্টের কথা মদীনার শ্রেষ্ঠ মানুষ মুহম্মদ সা এর কাছে গিয়ে বল তিনিই একমাত্র তোর দুঃখ বুঝবেন”
হুযুর তাই আমি সকাল থেকে এখানে বসে আছি আপনাকে আমার কষ্টের কথা জানানোর জন্য আমি জানতাম যে আপনি এপথ ধরেই যাবেন। -
- তাই রে বাবা ,আয় আমার কোলে আয়।
বিশ্বনবী তাকে বুকের মধ্যে আগলে নিয়ে বললেন...
- বাবা আজ হতে আমি যদি তোমার পিতা হই আর আয়েশা রা যদি তোমার মা হয়ে যান তবে কি তোমার দুঃখ ঘুচবে?
ছেলেটি কাঁদতে কাঁদতে আবেগমিশ্রিত কন্ঠে বললো,
- হুজুর এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে!
বিষয়: সাহিত্য
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন