বাইবেল বিজ্ঞানের জন্য অভিশাপ

লিখেছেন লিখেছেন সজল আহমেদ ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৯:৪৬ বিকাল

পৃথিবীর মুসলমানদের ধর্মহীন বানাতে যাদের এত পায়চারি তাদের ধর্মগ্রন্থে এত বৈজ্ঞানিক ভুল ?

সত্যিই আশ্চর্য হতে হয় ভুল দেখে ।এতটা অপবিজ্ঞান পূর্ণ গ্রন্থ কি করে একটা বিশাল জাতীর ধর্মগ্রন্থ হয় ?

বাইবেল বা ইঞ্জিল একসময় আল্লাহ্'র বাণী ছিল কিন্তু বাইবেলে শেষ নবীর আগমনের বার্তা

কায় ধর্মান্ধ খৃষ্টানরা বাইবেলে পরিবর্তন আনে ।পুরো বাইবেলকে তারা পরিবর্তন করে যা কিনা নিউ টেস্টামিনা নামে পরিচিত ।বাইবেলের ওল্ড ভার্সন এখন আর পাওয়া যায়না ,একবার ভ্যাটিকান সিটিতে ১৫০০বছর আগের বাইবেল পাওয়া গিয়েছিল যেখানে শেষ নবী আহমাদ সাঃ এর আগমন উল্লেখ ছিল ,আরো উল্লেখ ছিল যে ,যিশু ঈশ্বরের পুত্র নয় এবং মারিয়াও ঈশ্বরের সহধর্মীনি নয়।ভ্যাটিকানের ঐ ওল্ড বাইবেল তারা প্রকাশ করেনি ।অনেক বছর কিন্তু বিষয়টি কারো মাধ্যমে যখন জানাজানি হয়ে যায় তখন যুক্তরাষ্ট্রের ডেইলিমেইল পত্রিকাটা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

খৃষ্টানরা সেই ঐশ্বরিক সত্য বাণীগুলো মুছে দিয়ে নতুন যে অবৈজ্ঞানিক বাইবেল আমাদানি করেছেন আসুন দেখি এর কিছু অবৈজ্ঞানিক আয়াত|

আধুনিক বিজ্ঞান বলে পৃথীবি সূর্যের অংশ। কিন্তু বাইবেল বলছে সূর্য সৃষ্টির আগেই পৃথীবি সৃষ্টি হয়েছে এবং সম্পূর্ন পৃথিবী প্রথমে পানিতে নিমজ্জিত ছিল। এমন কি এখানে সুর্য ছাড়া দিন এবং রাত্রি সৃষ্টির কথা বলা হয়েছে। যা কিনা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। উতস (সূর্য) ছাড়া পৃথিবী তে আলো আসে কিভাবে?

Then God said, “Let there be an expanse between the waters, separating water from water!” So God made the expanse, separating the water beneath the expanse from the water above it. And so it was. God called the expanse “sky.” The twilight and the dawn were the second day.[Book of Genesis, ch:1; Vers:6-8]


পৃথিবীর পানিকে দুভাগ করে একভাগ পৃথিবীতে এবং অপর ভাগ আকাশে রাখলেন।

Then God said, “Let the water beneath the sky come together into one area, and let dry ground appear!” And so it was. God called the dry ground “land,” and he called the water that had come together “oceans.” And God saw how good it was. Then God said, “Let vegetation sprout all over the earth, including seed-bearing plants and fruit trees, each kind containing its own seed!” And so it was: Vegetation sprouted all over the earth, including seed-bearing plants and fruit trees, each kind containing its own seed. And God saw that it was good. The twilight and the dawn were the third day[Book of Genesis, ch:1; Vers:9-13]


এবং সারা পৃথিবীতে সকল প্রকার উদ্ভিদ ও গাছ পালাতে ফলমূলে ভরে উঠলো। অথচ তখনো সূর্য সৃষ্টি হয়নি, আর গাছপালা জন্মানোর জন্য সুর্যের আলো দরকার যা কিনা বৈজ্ঞানিকভাবে সত্য।

Then God said, “Let there be lights in the expanse of the sky to distinguish day from night, to act as signs for seasons, days, and years, to serve as lights in the expanse of the sky, and to shine on the earth!” And so it was. God fashioned two great lights—the larger light to illumine the day and the smaller light to illumine the night—as well as the stars. God placed them in the expanse of the sky to shine on the earth, to illumine both day and night, and to distinguish light from darkness. And God saw how good it was. The twilight and the dawn were the fourth day.[Book of Genesis, ch:1; Vers:14-19]


৪র্থ দিন ঈশ্বর বছর, মাস ও দিন বুঝার জন্য তৈরি করলেন তারা। তারপর তৈরি করলেন সূর্য এনং চাঁদ নামক দুটি মহাজ্যোতি। সূর্য দিনের বেলা আকাশ কে এবং চাদ রাতের বেলা আকশকে আলোকিত রাখবে। এখানে সূর্য কে বলা হয়েছে বড় তারা এবং চাঁদ কে বলা হয়েছে তার চেয়েও বড় তারা। অর্থাৎ বলা হচ্ছে চাদের নিজস্ব আলো আছে, যা কিনা বৈজ্ঞানিকভাবে অসত্য।

মহাকাশ কি পিলারের ঊপর দাঁড়িয়ে আছে?

কিন্তু বাইবেল বলছে মহাকাশ পিলারে উপর দাঁড়িয়ে আছে

"The pillars of the heavens tremble"


ভূগর্ভস্থ থামগুলি যা আকাশকে ধারন করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। Book of Job: 26:11

কিন্তু বিজ্ঞান বলে, মহাকাশের কোন পিলার নেই মহাকাশ শূন্যে ভাসমান।

পৃথিবী ধ্বংস হবে কিন্তু মানুষ কি ধ্বংস হবে না??

"Heaven & Earth will come to an end, but you will remain forever."


মহাবিশ্ব এবং পৃথিবী ধ্বংস হবে, কিন্তু তোমরা (মানুষ) চিরকাল থাকবে।"[Book of Hebrew: 1:11]

"A generation goes, a generation comes, but the earth remains forever."


যুগ যাবে যুগ আসবে, কিন্তু পৃথিবী চিরকাল থাকবে।

Book of Ecclesiastes: 1:4

বিজ্ঞান বলে, পৃথিবী এক দিন ধ্বংস হবে।অথচ বাইবেল বলে পৃথিবী থাকবে ।

পৃথিবী কি পিলারের উপর দাঁড়িয়ে আছে ?

"Indeed the pillars of the earth belong to the LORD"


বিজ্ঞান বলে, পৃথিবী শূন্যে ভাসে, এর কোন পিলার নেই।

আর মহা বৈইজ্ঞিয়ানিক বাইবেল বলে পৃথিবী নাকি পিলারের উপর দন্ডায়মান ।

বাইবেলের আরো অবৈজ্ঞানিক ব্যাখা পড়ুন ডাঃ মরিস বুকাইলির বই "বিজ্ঞান বাইবেল ও কোরআন"

শুনুন ডাঃ বুকাইলির মুখ থেকেই বাইবেলের অসম্পূর্ণতা:

Click here to Read

or Watch this video




বাইবেলের ভুল দেখুন ডাঃ জাকির নায়েকের লেকচারে:




(আয়াতগুলো অনুবাদ করেছি ,মূল সাইট:answeringcristianity.com)

বিষয়: বিবিধ

২১৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297299
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভালোই তো উপস্থাপন করেছেন! বেশ তথ্যসমৃদ্ধ একটি বিষয়। পড়ে উপকৃত হলাম। ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২১
244201
সজল আহমেদ লিখেছেন : ধৈন্যবাদ পাইয়া প্রীত হৈলাম ।আপনারেও ধৈন্যবাদ ।
297313
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এখন যা বাইবেল বলে পরিচিত সেটা আল্লাহর প্রেরিত কিতাব নয় বরং থ্রিষ্টিয় নেতাদের তৈরি কিছু বিবরন।
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২২
244202
সজল আহমেদ লিখেছেন : রাইট কতা কৈসেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File