আমার 'মা' খুব সহজ সরল মহিলা ,এখন তার অপারেশন হচ্ছে দয়াকরে একটু দুআ করা যাবে কি আমার মায়ের জন্য ?

লিখেছেন লিখেছেন সজল আহমেদ ০৬ আগস্ট, ২০১৪, ১১:৪০:০০ রাত

আজ ভোর ৯টা থেকেই বাড়ির মাঝে মায়ের শূণ্যতা অনুভব করছি।আমি তখন ঘুমে ঘুম থেকে আমাকে উঠিয়ে ২০টাকা দিয়ে গেল বল্ল নাস্তা করিস,চাবির গোছাটা রেখে গেল কাকি মার কাছে।

যাওয়ার পর আর ফোনে কথাও বলিনি মায়ের সাথে এখন পর্যন্ত!বড় ভাইয়ের সাথে কথা হয়েছে ।

আজ তার অপারেসন হবে আব্দুর রউফ ডাক্তারের অধীনে ।

বড় ভাইয়ের সাথে মা যখন হসপিটালে পৌঁছল নাক কান গলার ডাক্তার আব্দুর রউফ জানালো অপারেশনে দরকার ২৫,০০০ টাকা।

কিন্তু প্রথম ডাক্তার সাহেব বলেছিলেন লাগবে ১০,০০০ টাকা ।হঠাত্‍ করে এতো বেড়ে গেল কিভাবে জানিনা ,কি আর করা আরো ১৫,০০০টাকা বিকেলের মধ্যেই জোগাড় করা হয়েছে ।

আমাদের পরিবারটা ততটা সচ্ছল নয় যে অতি অল্প সময় যোগাড় করতে পারব তাই অনেক কষ্টই হল !

আল্লাহ্'র রহমত যে আব্বা ও আজ বেতনটাও পেয়েছিল ।

বড় ভাই টাকা নিয়ে চলে গেল জোগাড় হওয়ার সাথে সাথেই ।

হ্যা মায়ের অপারেশনের টাকা !

মায়ের গলায় একটা টিউমারের মত কি যেন হয়েছে(টিউমার নয়)!

আজ রাত ৯.১৫ মিনিটে অপারেশন শুরু হয়েছে ৪ ঘন্টা অপারেশন হবে ।এই চার চারটে ঘন্টা ব্যাটা কসাই ডাক্তার আমার মায়ের গলার চামড়া কাটাকাটি করবে কি ভয়ানক !

শুনেছি মায়ের হার্টেও নাকি সমস্যা আছে।

ডাক্তার ১টা কাগজে নাকি কি সব আবোল তাবোল লিখে এনেছিল অপারেশনের আগে , সেখানে আমার ভাইকে নাকি আবার স্বাক্ষর ও দিতে বলছে !

কসাই ডাক্তারদের মুখে শুধু আবোল তাবোল কথা, ভাল কথা ব্যাটারা জানে না নাকি ?

আমার মা অপারেসন থিয়েটারে !!

পাঠক ভাইয়ারা বেশি কিছু আপনাদের কাছে আমি রক্তদানে সাহায্য চাইবনা রক্ত আমাদের দুই ভাইয়ের গায়ে কিন্তু প্রচুর ,আল্লাহ্ পাক দিয়েছেন ,আমার মায়ের অপারেশনের জন্য টাকাও চাইবনা টাকাও ম্যানেজ হয়েছে,শুধু চাইব একটু দুআ!!

একটু প্রাণ ভরে দুআ কি করা যাবে আমার মায়ের জন্য ?

জানি আমি লেখার মাঝে অনেককে কষ্ট দিয়েছি ,কটাক্ষ করেছি ,গালিগালাজ করেছি সেটার জন্য আমি দায়ী আমার মা নও।

আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।

আমার মায়ের জন্য একটু দুআ করুন ভাইয়েরা প্লিজ ,প্লিজ ,প্লিজ !

ভাই হিসেবে এই একটাই দাবী আপনাদের কাছে ....

[[অপারেশন এর পর !]]

আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !

আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।

আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !



[এটা অপারেশন করে বের করা হয়েছে।]

বিষয়: বিবিধ

৩০৩৯ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251721
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
চিরবিদ্রোহী লিখেছেন : আল্লাহ ওনাকে শিফায়ে কুল্লিয়া আজিরা দান করুন, সুস্থ্য ভাবে তিনি ফিরে আসুক আপনাদের মাঝে, আপনারাও তার স্নেহছায়া লাভ করতে পারেন আরো বহুদিন এই দুআ করি।

বিপদের সময়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সলাত আদায় করে আম্মার শিফার জন্য দুআ করুন। ইনশাআল্লাহ, আল্লাহ নিরাশ করবেন না।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪০
195862
সজল আহমেদ লিখেছেন : আমীন!!ছুম্মা আমীন !!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫০
195905
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫০
196099
চিরবিদ্রোহী লিখেছেন : কি জিনিস ভাই এটা?
251725
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫০
এনামুল হক এনাম লিখেছেন : আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন । আমিন ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪১
195863
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি ভাইয়ের দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫১
195906
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251726
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫০
আফরা লিখেছেন : হে আল্লাহ আপনি সজল ভাইয়ার আম্মার অপারেশন সাকসেস করে উনাকে তারা তারি সুস্থ্য করে দিন ।আমীন ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪২
195864
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি আপুর দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫১
195908
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৫
195915
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !
251732
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হে আল্লাহ আপনি সজল ভাইয়ার আম্মুকে তাড়াতাড়ি সুস্থ্য করে দিন ।আমীন
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪২
195865
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি তার দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪৪
195866
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি তার দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫২
195909
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251733
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনার মাকে হায়াতে ত্বয়্যিবাহ্ দান করুন! তিনি আপনাদের মাঝে থাকুন সবসময়! আমিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪৫
195867
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি আপুর দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫২
195910
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
195911
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251738
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:১১
ফেরারী মন লিখেছেন : আফরা লিখেছেন : হে আল্লাহ আপনি সজল ভাইয়ার আম্মার অপারেশন সাকসেস করে উনাকে তারা তারি সুস্থ্য করে দিন ।আমীন ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪৬
195869
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি ভাইয়ের দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
195912
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251739
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
বুড়া মিয়া লিখেছেন : সফল অপারেশন এবং সুস্থতার জন্য দোয়া রইলো ...
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪৬
195868
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ বুড়া মিয়া ভাইয়া।আল্লাহ্ আপনার সহায় হউক ।
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
195913
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251744
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৩৫
গ্রামের পথে পথে লিখেছেন :


জানি আমি লেখার মাঝে অনেককে কষ্ট দিয়েছি ,কটাক্ষ করেছি ,গালিগালাজ করেছি সেটার জন্য আমি দায়ী আমার মা নও।
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।


আপনার মা'র সুস্থ্যতা কামনা করছি। আশা করি তিনি অবিলন্বে ভাল হয়ে বাড়ী ফিরবেন। কিন্তু ভায়া মা'য়ের এই বিপদের দিনেও গালিগালাজ ছাড়তে পারলেন্না! মানুষ হবেন কবে? যাক সেটা আপনার ব্যপার।

তবে আমি মনে করি ; কশাই ডাক্তার, হসপিটাল....... এসবে কাজ হবে না। তারচেয়ে বরং সূরা ইয়াসিন পড়ে ঝাড়ফূক দেন। দেখবেন গলার টিউমার এমনিতেই গলে বেড় হয়ে যাবে। কি বিশ্বাস হছ্ছে না??



০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫১
195873
সজল আহমেদ লিখেছেন : ভাই আমার এই এতটা বয়সে মায়ের এতটুকু আঘাত দেখিনি কথাটা ছিল আসলে আমার আবেগের ।আজকের দিনটা আমার কাছে কতটা কষ্টের আপনি সেটা বুঝবেন না !
কান্না পাচ্ছে কিন্তু কাঁদতেও পারছিনা !ঐদিকে বুক ফেঁটে যাচ্ছে ।
আপনি আমার মায়ের সুস্থতা কামনা করছেন এটা আমার জন্য আসলেও আমার জন্য একটা বড় পাওয়া ।
আপনাকে ধন্যবাদ ।
আল্লাহ্ আপনাকে হেদায়েত্‍ দান করুন ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৪
195875
সজল আহমেদ লিখেছেন : আমি আপনাকে অনেক গালিগালাজ করেছি এজন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
195877
গ্রামের পথে পথে লিখেছেন : প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।

তবে আমি মনে করি ; কশাই ডাক্তার, হসপিটাল....... এসবে কাজ হবে না। তারচেয়ে বরং সূরা ইয়াসিন পড়ে ঝাড়ফূক দেন। দেখবেন গলার টিউমার এমনিতেই গলে বেড় হয়ে যাবে। একটু ট্রাই করে দেখেন্না?
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৫
195916
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আপনাকে ধন্যবাদ সুস্থতা কামনা করার জন্য!

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251756
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৫
আহ জীবন লিখেছেন : ভাই মায়ের জন্য দোয়া করবনা কার জন্য করব। মুসলমান মুসলমানের ভাই। আপনার মা আমার ও মা।
ইয়া আল্লাহ সজল ভাইয়ের মায়ের জন্য জন্য যে ফয়সালা করে রেখেছেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা চাই উনাকে আপনি সুস্থতা দান করুন।
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
195881
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি ভাইয়ের দুআ কবুল করে নিন!
১০
251758
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:০২
আজিম বিন মামুন লিখেছেন : দোয়া করি আল্লাহ যেন তাই করেন যা আপনার মায়ের জন্য উত্তম।
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
195882
সজল আহমেদ লিখেছেন : আমীন!!হে আল্লাহ্ আপনি ভাইয়ের দুআ কবুল করে নিন!
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫৬
195917
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
১১
251772
০৭ আগস্ট ২০১৪ রাত ০২:৩৯
সবুজেরসিড়ি লিখেছেন : হে আল্লাহ আপনি সজল ভাইয়ার আম্মাকে তাড়াতাড়ি সুস্ততা দান করুন আমীন
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:১৮
197628
সজল আহমেদ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
১২
251777
০৭ আগস্ট ২০১৪ রাত ০২:৫৩
সন্ধাতারা লিখেছেন : প্রাণভরে দোয়া করতেছি এবং দোয়া করবো ইনশাল্লাহ ভাইয়া। আল্লাহ্‌ আপনার মাকে দ্রুত সুস্থতা এবং আপনার মনে শান্তি ও সুস্থতা ফিরিয়ে দিন। আমীন।
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:২০
197629
সজল আহমেদ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপুজ্বী ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
১৩
251851
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:১২
হতভাগা লিখেছেন : দোয়া করছি আল্লাহর কাছে উনি যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসেন - আমিন ।
এই স্পেসিমেন কি বায়োপসি করতে পাঠানো হয়েছে ? পাঠানোর কথা ।
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:২২
197631
সজল আহমেদ লিখেছেন : হ্যা পাঠিয়েছে ।
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:২৯
197637
হতভাগা লিখেছেন : রিপোর্ট দিছে ? রিপোর্টে কি আসছে ? ডাক্তাররা কি বলে ?
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
197831
সজল আহমেদ লিখেছেন : রিপোর্ট ভাল আসছে ।মাকে বাড়িতেও নিয়া আসছি আল্লাহ্'র রহমতে ।
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:২৭
197835
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ
১৪
251859
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
আমি মুসাফির লিখেছেন : আপনি মায়ের জন্য একটু দুয়া কেন চাইবেন। মন খুলে দোয়া চাইবেন কারণ মায়ের মত এমন আপন জনের জন্য মন খুলে দোয়া করা বা চাওয়া আমাদের কর্তব্য।

আমি দোয়া করি মহান আল্লাহ যেন আপনার মাকে পরিপুর্ণ সুস্থ্য করে নিরাপদে রাখেন। এবং আপনাদের সাথে আগের মত স্বাভাবিক জীবন যাপন করুন। আমীন।

১২ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
197632
সজল আহমেদ লিখেছেন : আপনার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ !
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
১৫
252076
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মায়ের প্রতি সন্তানের ভালবাসা এমন হওয়া চাই ,,আপনার মা কেমন আছেন ?
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
197633
সজল আহমেদ লিখেছেন : আমার মা আল্লাহর রহমতে ,আপনাদের দোয়ায় এখন সুস্থ্য আছেন ।
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File