আমার 'মা' খুব সহজ সরল মহিলা ,এখন তার অপারেশন হচ্ছে দয়াকরে একটু দুআ করা যাবে কি আমার মায়ের জন্য ?
লিখেছেন লিখেছেন সজল আহমেদ ০৬ আগস্ট, ২০১৪, ১১:৪০:০০ রাত
আজ ভোর ৯টা থেকেই বাড়ির মাঝে মায়ের শূণ্যতা অনুভব করছি।আমি তখন ঘুমে ঘুম থেকে আমাকে উঠিয়ে ২০টাকা দিয়ে গেল বল্ল নাস্তা করিস,চাবির গোছাটা রেখে গেল কাকি মার কাছে।
যাওয়ার পর আর ফোনে কথাও বলিনি মায়ের সাথে এখন পর্যন্ত!বড় ভাইয়ের সাথে কথা হয়েছে ।
আজ তার অপারেসন হবে আব্দুর রউফ ডাক্তারের অধীনে ।
বড় ভাইয়ের সাথে মা যখন হসপিটালে পৌঁছল নাক কান গলার ডাক্তার আব্দুর রউফ জানালো অপারেশনে দরকার ২৫,০০০ টাকা।
কিন্তু প্রথম ডাক্তার সাহেব বলেছিলেন লাগবে ১০,০০০ টাকা ।হঠাত্ করে এতো বেড়ে গেল কিভাবে জানিনা ,কি আর করা আরো ১৫,০০০টাকা বিকেলের মধ্যেই জোগাড় করা হয়েছে ।
আমাদের পরিবারটা ততটা সচ্ছল নয় যে অতি অল্প সময় যোগাড় করতে পারব তাই অনেক কষ্টই হল !
আল্লাহ্'র রহমত যে আব্বা ও আজ বেতনটাও পেয়েছিল ।
বড় ভাই টাকা নিয়ে চলে গেল জোগাড় হওয়ার সাথে সাথেই ।
হ্যা মায়ের অপারেশনের টাকা !
মায়ের গলায় একটা টিউমারের মত কি যেন হয়েছে(টিউমার নয়)!
আজ রাত ৯.১৫ মিনিটে অপারেশন শুরু হয়েছে ৪ ঘন্টা অপারেশন হবে ।এই চার চারটে ঘন্টা ব্যাটা কসাই ডাক্তার আমার মায়ের গলার চামড়া কাটাকাটি করবে কি ভয়ানক !
শুনেছি মায়ের হার্টেও নাকি সমস্যা আছে।
ডাক্তার ১টা কাগজে নাকি কি সব আবোল তাবোল লিখে এনেছিল অপারেশনের আগে , সেখানে আমার ভাইকে নাকি আবার স্বাক্ষর ও দিতে বলছে !
কসাই ডাক্তারদের মুখে শুধু আবোল তাবোল কথা, ভাল কথা ব্যাটারা জানে না নাকি ?
আমার মা অপারেসন থিয়েটারে !!
পাঠক ভাইয়ারা বেশি কিছু আপনাদের কাছে আমি রক্তদানে সাহায্য চাইবনা রক্ত আমাদের দুই ভাইয়ের গায়ে কিন্তু প্রচুর ,আল্লাহ্ পাক দিয়েছেন ,আমার মায়ের অপারেশনের জন্য টাকাও চাইবনা টাকাও ম্যানেজ হয়েছে,শুধু চাইব একটু দুআ!!
একটু প্রাণ ভরে দুআ কি করা যাবে আমার মায়ের জন্য ?
জানি আমি লেখার মাঝে অনেককে কষ্ট দিয়েছি ,কটাক্ষ করেছি ,গালিগালাজ করেছি সেটার জন্য আমি দায়ী আমার মা নও।
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
আমার মায়ের জন্য একটু দুআ করুন ভাইয়েরা প্লিজ ,প্লিজ ,প্লিজ !
ভাই হিসেবে এই একটাই দাবী আপনাদের কাছে ....
[[অপারেশন এর পর !]]
আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে।]
বিষয়: বিবিধ
৩০৩৯ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিপদের সময়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সলাত আদায় করে আম্মার শিফার জন্য দুআ করুন। ইনশাআল্লাহ, আল্লাহ নিরাশ করবেন না।
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
জানি আমি লেখার মাঝে অনেককে কষ্ট দিয়েছি ,কটাক্ষ করেছি ,গালিগালাজ করেছি সেটার জন্য আমি দায়ী আমার মা নও।
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
আপনার মা'র সুস্থ্যতা কামনা করছি। আশা করি তিনি অবিলন্বে ভাল হয়ে বাড়ী ফিরবেন। কিন্তু ভায়া মা'য়ের এই বিপদের দিনেও গালিগালাজ ছাড়তে পারলেন্না! মানুষ হবেন কবে? যাক সেটা আপনার ব্যপার।
তবে আমি মনে করি ; কশাই ডাক্তার, হসপিটাল....... এসবে কাজ হবে না। তারচেয়ে বরং সূরা ইয়াসিন পড়ে ঝাড়ফূক দেন। দেখবেন গলার টিউমার এমনিতেই গলে বেড় হয়ে যাবে। কি বিশ্বাস হছ্ছে না??
কান্না পাচ্ছে কিন্তু কাঁদতেও পারছিনা !ঐদিকে বুক ফেঁটে যাচ্ছে ।
আপনি আমার মায়ের সুস্থতা কামনা করছেন এটা আমার জন্য আসলেও আমার জন্য একটা বড় পাওয়া ।
আপনাকে ধন্যবাদ ।
আল্লাহ্ আপনাকে হেদায়েত্ দান করুন ।
তবে আমি মনে করি ; কশাই ডাক্তার, হসপিটাল....... এসবে কাজ হবে না। তারচেয়ে বরং সূরা ইয়াসিন পড়ে ঝাড়ফূক দেন। দেখবেন গলার টিউমার এমনিতেই গলে বেড় হয়ে যাবে। একটু ট্রাই করে দেখেন্না?
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আপনাকে ধন্যবাদ সুস্থতা কামনা করার জন্য!
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
ইয়া আল্লাহ সজল ভাইয়ের মায়ের জন্য জন্য যে ফয়সালা করে রেখেছেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা চাই উনাকে আপনি সুস্থতা দান করুন।
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
এই স্পেসিমেন কি বায়োপসি করতে পাঠানো হয়েছে ? পাঠানোর কথা ।
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
আমি দোয়া করি মহান আল্লাহ যেন আপনার মাকে পরিপুর্ণ সুস্থ্য করে নিরাপদে রাখেন। এবং আপনাদের সাথে আগের মত স্বাভাবিক জীবন যাপন করুন। আমীন।
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
অসংখ্য ধন্যবাদ ।আল্লাহ্ আপনার পরিবারকে দেখুক ।আপনার মাতা পিতাকে দীর্ঘ হায়াত দান করুন ।
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা !
মন্তব্য করতে লগইন করুন