মাননীয় মডারেটরের দৃষ্টি আকর্ষন ব্লগে এড দেওয়া হচ্ছে! সাথে দেখুন আহলে বাইয়াতের একটি ছেলের মুর্খতা

লিখেছেন লিখেছেন সজল আহমেদ ০৩ আগস্ট, ২০১৪, ১০:২৬:৫৮ রাত

[আহলে বাইয়াতের লোকের আপলোড কৃত ফটো"]আহলে বাইয়াত

লোকটির নাম,সিরাজুল ইসলাম। অনেক দিন থেকেই আমার ব্লগে ব্লগিং করেন।

নিজেকে জ্ঞানী ভাবতে ভাল লাগে তার।লোকটি সাইকো রোগী।তার উপর আবার বয়স ৫০ এর কোঠা পেরিয়েছে।

বয়স ৫০ এর কোঠা পেরুলে মাথার স্ক্রু একটু একটু করে ঢিলা হতে থাকে।জনাব সিরাজুলের ও তাই হয়ছে,অতিরিক্ত ঘাটাঘাটিতে তার মাথার স্ক্রু টিলা হয়ে গেছে তাই মুখে যা আসে বলে যায় পাগলের মতো।amarblog.com এ যে তার কয়টা নিক আছে সেইটা সেও মনে হয় বলতে পারবেনা।প্রায় ১০টা ফেইক নিক তার আমার ব্লগে !

তার নীতিমালায় আছে,

১/আহলে বাইয়াতে যোগ দিতে হলে অবশ্যই ১হাজার টাকা তাকে দিতে হবে ঘুষ হিসেবে ।

২/তার কথা মানতে হবে তিনি যাই বলুক।

৩/নিয়মিত নামাজ পড়া ছাড়তে হবে তার মতে নামাজ জীবনে ১বার পড়লেই হবে।

৪/সকল নবীদের মানা যাবেনা ।

৫/মুহম্মদ সাঃ কে মহম্মদ বলতে হবে !

৬/মাসে মাসে তার ওয়েব সাইটের জন্য টাকা দিতে হবে ।

৭/সর্বদা সত্য সহায় গরুজ্বী বলতে হবে ।


গত মাসে একটা লেখা খুঁজতে গিয়ে amarblog.com এ ঢুকে গিয়েছিলাম আর তখনই এই সাইকো রোগী সিরাজুল ইসলমের একটি ফেইক নিকের পোস্ট দেখলাম,'রোজা রাখা ফরজ না যারা বলে রোজা রাখা ফরজ তারা মুসলমান না'

পোস্টটা পড়লাম আর ভাবলাম এ নিকটা নিশ্চই কোন মানষিক রোগী!

তার আরো একটি ছাগলামি লেখা,রব ফেরেশতাদের সাথে বাটপারি করেছে

তার সম্বন্ধে জানতে আগ্রহ বোধ করলাম,আমি যা ভাবছিলাম তাই সত্য এই লোকটা একটা মানষিক রোগী এবং আহলে বাইতের অনুসারী।

লোকটির পাগলামি দেখুনঃ—

→•নিজেকে খালিফা দাবী।

→•নবী রাসূল নিয়ে মনগড়া কথা বার্তা।

→•নিজেকে নবী দাবী করা!

→•বছরে অর্থাত্‍ ৩৬৫দিনে মাত্র পাঁচবার নামাজ আদায় করা।

→•তিনি ভাবেন নবুয়্যাত এখনো চালু।

→•তিনি দাবী করেন তিনি একজন পীর তাকে কেউ গুরুজী বল্লে তিনি অত্যন্ত খুশি হন।

ফাজিল আহলে বাইয়াতের চ্যালা

এখন দেখুন তার বেয়াদবি এবং দ্বিন ইসলাম সম্বন্ধে তার ব বাজে চিন্তা ধারাঃ-



•হযরতে মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি মহাম্মদ বলেন।

•কুরআন মাজীদকে তিনি কুরাণ বলেন।

•তিনি বলেন,মহাম্মদ কে নামানলে জান্নাতে যাওয়া যাবেনা,তার সুপারিশ ব্যাতিত জান্নাতে যাওয়া যাবেনা এইসব ভূয়া কথা!(নাউযুবিল্লাহ্!)

•তিনি বলেন,বর্তমান কোরআন নাকি সঠিক নয়!(নাউযুবিল্লাহ্!)

•তিনি বলেন,হাদীস কখনোই মহাম্মদের হতে পারেনা হাদীস আল্লাহর।

•তিনি বলেন,পৃথিবীর সব মানুষই নবী রাসুল সব মানুষই মহাম্মদ(নাউযুবিল্লাহ্)


এখন পাঠক আপনারাই বলেন এই লোককে বিকৃত মষ্তিষ্কের পাগল বলবনা তো কি বলব?

সিরাজুল ইসলাম একজন মুশরিক এতে কোন সন্দেহ নাই।

প্রাণপ্রিয় মুসলিম ভাইদেরকে বলি,আপনারা কখনোই সিরাজুল ইসলামের মত পাগল নালায়েকের খপ্পরে পরবেননা।তাহলে ঈমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে।

এই ব্লগেও তার একটি ফেইক নিক দেখা যাচ্ছে নিকটি হল এই "কেমানিক"

এই কেমানিক নিকটি দিয়ে সে প্রত্যেকটা পোস্টে তার ব্লগ সাইটের বিজ্ঞাপন দিচ্ছেন যা রীতিমত নীতিমালার বাইরে !

মাননীয় মডারেটর সাহেব,এই ছেলেটিকে ব্যান করা হোক এটা আমার দাবী।

বিষয়: বিবিধ

৩০৪৮ বার পঠিত, ৯৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250564
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৩৩
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : এই লোক মানসিক রোগী নয়, সে নাস্তিক চক্রের সদস্য, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
194743
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত।
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৯
194746
সজল আহমেদ লিখেছেন : :P
এই লোক মানসিক রোগী নয়, সে নাস্তিক চক্রের সদস্য, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত

সহমত
হইলে হইতেও পারে।তয় ব্যাটায় পাগল এন্ড ছাগল যেইডা বাস্তব ।
১১ আগস্ট ২০১৪ রাত ০১:৫৪
197180
সজল আহমেদ লিখেছেন : হে: হে: হে: হালায় ব্যান খাইসে !
250568
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪০
মনসুর আহামেদ লিখেছেন : তাক বেন করা হোক।
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৪
194748
সজল আহমেদ লিখেছেন : সহমত সে বিজ্ঞাপন দিতাছে তারে ব্যান মারা হোক ।
১১ আগস্ট ২০১৪ রাত ০১:৫৫
197182
সজল আহমেদ লিখেছেন : হালায় ব্যান খাইসে
250572
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৯
চিরবিদ্রোহী লিখেছেন : আরে! এ যে দেখছি টুডে ব্লগের বিশিষ্ট আ*ল ছাগু কেমানিক আল মারদূদের সমদর্শী। একই লোক না তো আবার!
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৫
194749
সজল আহমেদ লিখেছেন : জ্বী এই দুই নিকের একই প্রাণ
250574
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
গ্রামের পথে পথে লিখেছেন : ভাই, ঈমানের ঠিকাদারী আপনাকে কে দিল। ব্যান, নাউজুবিল্লা, কুলফুআল্লা না বলে যুক্তি-মেধা দিয়ে তাকে মোকাবেলা করেন।

তা ছাড়া, ইসলাম ১০১ ফ্যাকরায় ভরা তা সবাই জানে। মুসলমানদের আভ্যন্তরিন বোমাবাজী, খুঁনাখুনি, কাইজ্যা, ফ্যাসদ দেখেও বুঝেন্না।


০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
194750
সজল আহমেদ লিখেছেন : এই গ্রামের পোদে পোদে ও ঐ সেরাইজ্জার জন্মের !
ছাগল কুথাকার ।
তোরে এই লেখায় কিডা ঢুকতে কৈসে ?
ভাই মাইন্ড কৈরেন্না ঐডা ভুলে কৈয়াল্ছি !
একজন বলত্‍কার হিসেবে মন্তব্য করার অধিকার আপ্নের রহিয়াছে
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০৮
194758
গ্রামের পথে পথে লিখেছেন : এই তো!! সাচ্চা ঈমানী ঠিকাদারের ভাষা। মুমিনরা কি খামাখাই ইহুদী-নাসারা'র কিল গুতা খায়??
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২২
194770
সজল আহমেদ লিখেছেন :
ভাই, ঈমানের ঠিকাদারী আপনাকে কে দিল। ব্যান, নাউজুবিল্লা, কুলফুআল্লা না বলে যুক্তি-মেধা দিয়ে তাকে মোকাবেলা করেন।
তা ছাড়া, ইসলাম ১০১ ফ্যাকরায় ভরা তা সবাই জানে। মুসলমানদের আভ্যন্তরিন বোমাবাজী, খুঁনাখুনি, কাইজ্যা, ফ্যাসদ দেখেও বুঝেন্না।

আপ্নের এই মন্তব্যে কি বুঝায় ?
কিয়ার মৈধ্যে কিয়া?
পাগল ছাগল ভালভাবে উষ্কানি ছাড়া পারলে মন্তব্য করবেন ।
এই তো!! সাচ্চা ঈমানী ঠিকাদারের ভাষা। মুমিনরা কি খামাখাই ইহুদী-নাসারা'র কিল গুতা খায়??

আগে নিজের ভাষা ঠিক করে মন্তব্য করবেন।
ছাগল কুয়ান্কার।
নিজে প্রথম কি মন্তব্য ল্যাদাইছেন তা কি দেখছেন ?
সিরাজুলের রহস্য উন্মোচন করছি তাতে আপনের সমস্যা কি ?
সেরাজুল কি আপনের বাপ নি মিয়া ?
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
194772
কেমানিক লিখেছেন : আপনার এই ভাষাটা কি ইসলামিক?
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৮
194789
গ্রামের পথে পথে লিখেছেন : না ভাই, সেরাজুল আমার কিছু হয় না। কিন্তু আপনি যে ভাবে সেরাজুল'কে গালিগালাজ করছেন তাতে নিঃসন্দেহে প্রমান হয় সিরাজুল আপনার মা'কে গোপনে পোয়াতি করেছে। নাকি???
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
194798
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : আপনার এই ভাষাটা কি ইসলামিক?

আগে গ্রুজিরে সঠিক ইসলামিক বয়ান শিখান যান পরে আমি শুইধরা নিমু।
গ্রামের পোদে পোদে লিখেছেন : না ভাই, সেরাজুল আমার কিছু হয় না। কিন্তু আপনি যে ভাবে সেরাজুল'কে গালিগালাজ করছেন তাতে নিঃসন্দেহে প্রমান হয় সিরাজুল আপনার মা'কে গোপনে পোয়াতি করেছে। নাকি???

সিরাজুল আপনের কিছুই হয়না কইলেই হৈল?
আপনার মন্তব্য কৈতাসে নিঃসন্দেহে সেরাজুল আপনের ২য় আব্বা।আর বাপের হৈয়া পুলা তো কাউন্টার করবই এইটাই দুনিয়ার নীতি ।
তা আপনার ২য় আব্বা সেরাজুলের লগে আপনের সমকামীতা কতটুকু আগাইলো!
ছাগল কুয়ান্কার।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০২
194802
গ্রামের পথে পথে লিখেছেন : না সজল ভাইয়্যা, সবাই কি আপনার নবী মোহাম্মদের মত মুতা(**গি বাজি) নিয়ে করে নাকি??
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৯
194819
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন:না সজল ভাইয়্যা, সবাই কি আপনার নবী মোহাম্মদের মত মুতা(**গি বাজি) নিয়ে করে নাকি??

২৫ বছরের এক সুদর্শন যুবক যাকে কিনা মক্কার প্রতিটা নারীই কামনা করত সেই ২৫ বছরের সুদর্শন যুবকটি মক্কার সকল কুমারী নারীর পাণি প্রার্থনার আহ্ববান অগ্রাহ্য করে বিগতা যৌবণা ৩ টি সন্তানের মা ৪০ বছর বয়স্কা এক মধ্যবয়সী নারীর পাণি গ্রহন করল। তারপর একটানা ২৫ বছর তারা সংসার করল এবং তাদের ছেলে মেয়েও হল। যেই সুদর্শন যুবকটি তার বিবাহিত জীবনের ২৫ টি বছর কাটিয়ে দিল এক প্রৌঢা রমনীর সাথে আজ ঔরষজাত সন্তানরা আসছে সেই যুবকের চরিত্রের ব্যবচ্ছেদ করতে !
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:১২
194840
গ্রামের পথে পথে লিখেছেন : হুমমম!! বেকার ঘর জামাই হইলে যা হয় আর কি? বউয়ের পা'টিপা ছাড়া উপায় আছে??
০৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩১
194911
সজল আহমেদ লিখেছেন : ২৫ বছরের এক সুদর্শন যুবক যাকে কিনা মক্কার প্রতিটা নারীই কামনা করত সেই ২৫ বছরের সুদর্শন যুবকটি মক্কার সকল কুমারী নারীর পাণি প্রার্থনার আহ্ববান অগ্রাহ্য করে বিগতা যৌবণা ৩ টি সন্তানের মা ৪০ বছর বয়স্কা এক মধ্যবয়সী নারীর পাণি গ্রহন করল। তারপর একটানা ২৫ বছর তারা সংসার করল এবং তাদের ছেলে মেয়েও হল। যেই সুদর্শন যুবকটি তার বিবাহিত জীবনের ২৫ টি বছর কাটিয়ে দিল এক প্রৌঢা রমনীর সাথে আজ জারজরা আসছে সেই যুবকের চরিত্রের ব্যবচ্ছেদ করতে !
250579
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০১
কেমানিক লিখেছেন : মিথ্যা বলা যাদের অভ্যাস, তারা মিথ্যা বলবেই। কারণ তারা সত্য জানে না বা মানে না। যারা বলে সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, ও এই মিথ্যা প্রচারণার মাধ্যমে সহিংসতা ছড়ায়, এবং তাতে নিরীহ মানুষ হত্যা হয়, আপনি তাদের দলেরই একজন।
গুরুজীর লেখা বিষয়ে মন্তব্য করতে হলে, তা গুরুজীর সাথেই করা উচিৎ বলে আমি মনে করি। এছাড়া যারা পিছনে পিছনে কারও তথ্যকে বিকৃত ভাবে উপস্থাপন করে, তারা মানসিক রোগী নয়, বরং তারা হীনমণ্যতার অধিকারী।
আশা করি বুঝাতে পেরেছি?
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:১৩
194765
গ্রামের পথে পথে লিখেছেন : ঠিক বলেছেন মেকানিক ভাই।

ছাগুদের ব্রেন হাটুতে চলে গেলে যা হয় আর কি!!
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২০
194768
কেমানিক লিখেছেন : ছাগুদের ব্রেন হাটুতে চলে গেলে যা হয় আর কি!!
একবারে খাটিঁ কথা বলেছেন।

আমার নাম মেকানিক নয়, কেমানিক।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৬
194786
সজল আহমেদ লিখেছেন :
মিথ্যা বলা যাদের অভ্যাস, তারা মিথ্যা বলবেই। কারণ তারা সত্য জানে না বা মানে না। →যারা বলে সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, ও এই মিথ্যা প্রচারণার মাধ্যমে সহিংসতা ছড়ায়, এবং তাতে নিরীহ মানুষ হত্যা হয়, আপনি তাদের দলেরই একজন।»
গুরুজীর লেখা বিষয়ে মন্তব্য করতে হলে, তা গুরুজীর সাথেই করা উচিৎ বলে আমি মনে করি। এছাড়া যারা পিছনে পিছনে কারও তথ্যকে বিকৃত ভাবে উপস্থাপন করে, তারা মানসিক রোগী নয়, বরং তারা হীনমণ্যতার অধিকারী।
আশা করি বুঝাতে পেরেছি?

এতুদিন কুতায় ছিলা জ্ঞিয়ানী?
যারা বলে সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, ও এই মিথ্যা প্রচারণার মাধ্যমে সহিংসতা ছড়ায়, এবং তাতে নিরীহ মানুষ হত্যা হয়, আপনি তাদের দলেরই একজন।

ম্রাইরালারে ম্রাইরালা আমি জীবনেও বিশ্বাস করিনাই সাঈদী সাহেবরে চাঁদে দেখা গেছে।যেদিন সে নিজেই বলছিল যে আমাকে চাঁদে দেখা যায়নাই এটা কেউ করেছে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে।যেখানে রাসূল সঃ কেই চাঁদে দেখা যায়নাই সেইখানে তো আমি সামান্য সাঈদী!
ওহে জ্ঞিয়ানি কি কতার উপ্রে কি কতারেহ...
গ্রামের পথে পথেলিখেছেন : ঠিক বলেছেন মেকানিক ভাই।
ছাগুদের ব্রেন হাটুতে চলে গেলে যা হয় আর কি!!
কেমানিকলিখেছেন : ছাগুদের ব্রেন হাটুতে চলে গেলে যা হয় আর কি!!
একবারে খাটিঁ কথা বলেছেন।
আমার নাম মেকানিক নয়, কেমানিক।

হেঃহেঃহেঃ কেমানিক জ্ঞীয়ানি সাহেপ ওরফে সেরু পাগ্লা আপ্নি যার লগে হাত মিলাইসেন আপ্নে কি জানেন ঐ ছোকরাটা ডেইলি ১৮০বার আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ্ পাক কে গালিগালাজ করে মন্তব্য করে ব্লগে ?
সাধে কয় পাগল ঠুনায় পরলে ছাগলের লগে হাত মিলায় !
→সত্য সহায় গরুজ্বী
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
194801
কেমানিক লিখেছেন : মূলতঃ সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, এটা প্রচার করা হয়েছে মসজিদ থেকে। অর্থাৎ মানুষে গড়া ইটকাঠের ঐ মসজিদ থেকে। ঐ মসজিদকে যারা আল্লাহর ঘর মনে করে, তারা সকলেই মিথ্যাবাদী ও প্রচলিত কোরাণ ও আল্লাহ রাসুলের শত্রু। আমি এদের কথাই বলেছি। আর আপনি সে দলেরই একজন।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৩৯
194823
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : মূলতঃ সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, এটা প্রচার করা হয়েছে মসজিদ থেকে। অর্থাৎ মানুষে গড়া ইটকাঠের ঐ মসজিদ থেকে। ঐ মসজিদকে যারা আল্লাহর ঘর মনে করে, তারা সকলেই মিথ্যাবাদী ও প্রচলিত কোরাণ ও আল্লাহ রাসুলের শত্রু। আমি এদের কথাই বলেছি। আর আপনি সে দলেরই একজন।

এতদিন কুতায় ছিলা জ্ঞীয়ানি? তুমারে খুঁজতাছে আমারব্লগ।
ঐ মসজিদ থেকে। ঐ মসজিদকে যারা আল্লাহর ঘর মনে করে, তারা সকলেই মিথ্যাবাদী ও প্রচলিত কোরাণ ও আল্লাহ রাসুলের শত্রু।

ও জ্ঞীয়ানি তাইলে আপনেই কন্তো আমাদের এখন কি তাইলে গরুজ্বীরে১০০টেকা ফ্লেক্সি করতে হৈবে নাকি ?
→সৈত্য সহায় গরুজ্বী
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৪৬
194825
কেমানিক লিখেছেন : আপনার মত ছাগু কুলের এই কথা বুঝা সম্ভব নয়। এটা বুঝতে মাথা লাগে, হাঁটু নয়।
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:০৪
194829
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : আপনার মত ছাগু কুলের এই কথা বুঝা সম্ভব নয়। এটা বুঝতে মাথা লাগে, হাঁটু নয়।

এতুদিন কুতায় ছিলা জ্ঞীয়ানি ?
মাথা তো সবাইর লগেই আছে।
ক্যান আপনের কি ছিলনা না নাকি?
গরুজ্বীর লগে দেখা করবার পর হাঁটু মাথা হৈয়া গেলোনি?
তাই যদি হয় তাইলে তো গরুজ্বীরে ১০০টেকা ফ্লেক্সি দিতেই হয়।
আপনার মত ছাগু কুলের

আমি ছাগুকুল হৈলে আপনি হা'গু কুল |
কি রাজিতো ?
এতুদিন কুতায় ছিলা জ্ঞীয়ানি ?
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:১১
194830
কেমানিক লিখেছেন : তথ্য ব্যতীরেকে যারা ফালতু প্যাচাল পাড়ে, তারাই জ্ঞানহীন।
এখন বলুন-সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, এটা কি মসজিদের মাইকে প্রচার করা হয় নি? এবং প্রচারটা কি ঐ মসজিদের একজন নামাজী করে নি?

তথ্য ভিত্তীক জবাব করুন।
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:৪৮
194836
সজল আহমেদ লিখেছেন :
কেমানিক লিখেছেন:তথ্য ব্যতীরেকে যারা ফালতু প্যাচাল পাড়ে, তারাই জ্ঞানহীন।
এখন বলুন-সাইদীকে চাঁদে দেখা গিয়েছে, এটা কি মসজিদের মাইকে প্রচার করা হয় নি? এবং প্রচারটা কি ঐ মসজিদের একজন নামাজী করে নি?
তথ্য ভিত্তীক জবাব করুন।

সাঈদীরে চাঁদে দেখা গেছে এইটা সর্বপ্রথম প্রচার করা হয় মোবাইলের মাধ্যমে এইটা কি আপনে জানেন?
এখন কথা হৈল একজন বোকা হৈলেই যে বেবাক বোকা হৈবে এইটা কুনু কথা হৈল?
এইযে ,সেরুপাগ্লারে মুরীদী গ্রহণ করলে ১০০ টেকা ফ্লেক্সি দিতে হয় এইটা কি সব পীরেরই দিতে হয় নি ?
→সত্য সহায় গরুজ্বী
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:১২
194839
কেমানিক লিখেছেন : মূলতঃ মোবাইল থেকে যে প্রচার করেছে, সেও ঐ মানুষে গড়া ইট কাঠের মসজিদকে আল্লাহর ঘর মনে করা একজন।
তার মানে একই গোত্রের। আর আপনিও সেই গোত্রেরই একজন।
আর যারা মানুষে গড়া ইট কাঠের ঘরকে আল্লাহর ঘর বলে, তারা সকলেই মিথ্যাবাদী।
তো-আপনারা সেই মসজিদ ও প্রচারকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:২৪
194842
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : মূলতঃ মোবাইল থেকে যে প্রচার করেছে, সেও ঐ মানুষে গড়া ইট কাঠের মসজিদকে আল্লাহর ঘর মনে করা একজন।
তার মানে একই গোত্রের। আর আপনিও সেই গোত্রেরই একজন।
আর যারা মানুষে গড়া ইট কাঠের ঘরকে আল্লাহর ঘর বলে, তারা সকলেই মিথ্যাবাদী।
তো-আপনারা সেই মসজিদ ও প্রচারকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?

যারা জীবনে একবার নামাজ আদায় করে তারা ইট কাঠের ঘরের মর্ম কি বুঝবেকো?
এই নেন,
আগে বুঝছিলাম আপনের 'গু'জি পাগল&ছাগল এখন দেখি উনি একটা আস্তা বলদ ও।
যান যান ত্যানা না প্যাঁচাইয়া গুজির এই বলদা লেখাগুলা রপ্ত করেনগা,রব ফেরেশতাদের সাথে বাটপারি করেছ
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:৩০
194844
কেমানিক লিখেছেন : আমি যে জিজ্ঞাসা করলাম-

তো-আপনারা সেই মসজিদ ও প্রচারকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?

এর জবাব না দিয়ে ফাউ ক্যাচাল শুরু করলেন কেন? সৎ সাহস থাকলে জবাব করুন।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৪
194907
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : আমি যে জিজ্ঞাসা করলাম-
তো-আপনারা সেই মসজিদ ও প্রচারকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?
এর জবাব না দিয়ে ফাউ ক্যাচাল শুরু করলেন কেন? সৎ সাহস থাকলে জবাব করুন।

স্বয়ং সাঈদী যেখানে বলছে আমাকে চাঁদে দেখা যায়নায় সেইখানে ব্যবস্থা নেওয়ার আর কি থাকতে পারে?
কথা ঐটা না কথা হৈল এখন আপনে কনতো আহলে বাইয়াতে ঢুকলে গুজিরে ১হাজার টেকা ফ্লেক্সি দিতে হয় কেন ?
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
194925
কেমানিক লিখেছেন : সাইদী কি বললো সে টাই যদি মূখ্য হয়, তাহলে সাইদীর ঐ বলাতে কি যারা আহত ও নিহত হয়েছে, তারা কি পূর্বাবস্থায় ফিরে যেতে পেরেছে?

পারে নি। তাই বলুন- যে মসজিদ থেকে প্রচার করা হলো, ও যারা প্রচার করলো, তাদের বিষয়ে আপনার মতামত কি।

আর গুরুজী জোর করে টাকা নিতে চেষ্টা করছে না। আপনার জানার ইচ্ছা থাকলে গুরুজীর বলা প্রক্রীয়া মতই জানবেন। নচেৎ নয়।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
194975
সজল আহমেদ লিখেছেন : স্বপ্নের ফেরিওয়ালালিখেছেন : ছাগলে যদি পচা ঘাস খায় আমরা এই বলে সময় নষ্ট করতে পারিনা যে, এই ছাওল ভালা ঘাস দেখস না?
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
194983
কেমানিক লিখেছেন : এখানের মূল বক্তব্য হলো- সাইদীকে চাঁদে দেখা গিয়েছে। আর তা প্রচার করেছে মসজিদের মাইকে, এবং এটা প্রচার করেছে মসজিদের ইমাম।

এখানে ছাগল বলতে কাকে বুঝালেন, ঘাস বলতে কাকে বুঝালেন ও কাকে ভালো ঘাস খাওয়ার অনুরোধকারী বুঝালেন? পরিস্কার করুন।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৮
195025
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : সাইদী কি বললো সে টাই যদি মূখ্য হয়, তাহলে সাইদীর ঐ বলাতে কি যারা আহত ও নিহত হয়েছে, তারা কি পূর্বাবস্থায় ফিরে যেতে পেরেছে?
পারে নি। তাই বলুন- যে মসজিদ থেকে প্রচার করা হলো, ও যারা প্রচার করলো, তাদের বিষয়ে আপনার মতামত কি।
আর গুরুজী জোর করে টাকা নিতে চেষ্টা করছে না। আপনার জানার ইচ্ছা থাকলে গুরুজীর বলা প্রক্রীয়া মতই জানবেন। নচেৎ নয়।

এইখানে পথম কথা হল আহত নিহত কারা হয়েছে ?
কেমানিকলিখেছেন : সাইদী কি বললো সে টাই যদি মূখ্য হয়, তাহলে সাইদীর ঐ বলাতে কি যারা আহত ও নিহত হয়েছে, তারা কি পূর্বাবস্থায় ফিরে যেতে পেরেছে?

কে কে নিহত হয়েছে ?
কোন প্রমাণ থাকলে দেন অর্থাত্‍ কুন পত্রিকায় উহা লিখছে যে সাঈদী সাহেবরে চাঁদে দেখা গেছে এবং উহা লৈয়া মারামারিতে নিহত এত জন আহত এতজন ।
সাইদী কি বললো সে টাই যদি মূখ্য হয়,

তর্কের খাতিরে বলতেই হয় ,একটা চোর চুরি কইরা যদি আদলতে স্বীকারোক্তি দেয় যে আমি চুরি করছি উহার চাইয়া বড় স্বীকারোক্তি আর কি হইতে পারে জ্ঞীয়ানি ?
আর গুরুজী জোর করে টাকা নিতে চেষ্টা করছে না।

আহলে বাইয়াতে আসতে হইলে ১হাজার টেকা তারে ফ্লেক্সি কৈরা দিতেই হৈব বাধ্যগত ।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
195031
সজল আহমেদ লিখেছেন : আহলে বাইয়াতে যোগদানের শর্তাবলি
২। সদস্য তালিকা ভুক্ত হতে ১০০০ (একহাজার) টাকা ফি প্রদান করিতে হইবে।

এইখানে আপনের গরুজ্বী কি বাধ্যকতা করেনাই?
আহলে বাইয়াতে যোগ দিলেই টেয়া দিতে হৈব !
ওরে টেয়ারেএএ!
আর সেই টেয়া দিয়া গরুজ্বী মৌজ মাইরা ওয়েবসাইট টিকাইয়া রাখব?
টেয়া তুই কৈ গেলি টেয়া ?
৫। আহলে বাইয়াতের বস্তুগত শিক্ষার মাসিক ৮টি ক্লাশের জন্য কোর্স ফি বাবদ, প্রতি মাসে ১০০০ (এক হাজার টাকা)করে দিতে হবে।

এতু টেয়া কৈ পামু ?
টেয়ার কি গাছ লাগাইছি ?
গরুজ্বী টেয়ার জন্য এতু পাগল ক্যারে ?
আপনের গরুজ্বীর সত্‍ সাহস থাকলে এই ব্লগে আসতে বইলেন পুটু ঢিলা কৈরা দিবাম লগে আম্রিকান শুকরের গুশতের রেসিপি কিইনা খাওয়ামু !
জানি এখন বলবেন আমারে তার বেশ্যাশান্তি সাইটে যাইতে কিন্তু আমিতো যামুনা কারন আমি গেলেইতো তর্কাতর্কিতে আপনের গরুজ্বীর ব্লগ হিট খায়া যাইব শেষে টুডে ব্লগে সময় দিতে পারুমনা।
250580
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০১
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : নতুন হালায় গেরাইম্মা আইসে আবার ওয়াজ করতে,
বেডা, ফেরকা কারে কয় জানস? তিন আনা বুদ্ধি শুদ্ধি নাই আবার ইসলাম নিয়া মন্তব্য করস,,,,,,,

এতই যদি খারাপ লাগে তো কে কইসে ইসলাম নিয়া লাইয়া থাকতে??
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২১
194769
কেমানিক লিখেছেন : আপনার মন্তব্যে সহমত জ্ঞাপন করিলাম।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৮
194788
সজল আহমেদ লিখেছেন : গেরাইম্মারে জুতা দিয়া পিটাইয়া ব্লগ থেইকা বাইর কৈরা দেওয়া উচিত্‍ ।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
194797
গ্রামের পথে পথে লিখেছেন : জুতা 'মেইড ইন হামাস" নাকি?

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৫৬
194800
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন : জুতা 'মেইড ইন হামাস" নাকি?

আগে কুন ব্রান্ডের জুতা খাইসেন ?
হামাসের জুতা আগে খাইলে এইবার আপনের পছন্দ মাফিক ভিন্ন ব্রান্ডের জুতা দিয়া দিমু।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০৭
194805
গ্রামের পথে পথে লিখেছেন : টেলিভিশন খুল্লেই দেখি- আল্লাহুআকবর ধ্বনি আর হামাসের দৌড়াদৌড়ি। মুমিন মুসলমানের জুতা পায়ে দেয়ার সুযোগ আছে কি?
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৪৬
194826
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন : টেলিভিশন খুল্লেই দেখি- আল্লাহুআকবর ধ্বনি আর হামাসের দৌড়াদৌড়ি। মুমিন মুসলমানের জুতা পায়ে দেয়ার সুযোগ আছে কি?

ওহ তাইলে তো ঐখানে পোড়া জুতা পাওয়া যাইবে ঐ জুতার বারি খাইলে আপনার আবার হৈবেনা অন্যব্রান্ডের জুতা খুঁজতে হৈবেক!
মালুন্ডিয়ার হৈলে চলবে ?
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:৪২
194846
গ্রামের পথে পথে লিখেছেন : তো ভাইজান, মোহাম্মদের কোরাণ-কিতাব ছাইড়্যা আগে সোজা হইয়্যা দাড়াইতে শিখেন। তারপর দেখাযাবে কার কেমন জুতা। খামাখা আল্লাবিল্লা কইরা কাম হপে না। | ধব্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৪
194912
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন : তো ভাইজান, মোহাম্মদের কোরাণ-কিতাব ছাইড়্যা আগে সোজা হইয়্যা দাড়াইতে শিখেন। তারপর দেখাযাবে কার কেমন জুতা। খামাখা আল্লাবিল্লা কইরা কাম হপে না। | ধব্যবাদ।

না আগে আপনারে জুতা খাওয়ান লাগবে ।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
195045
কেমানিক লিখেছেন : এই একটা মূর্খরে মত কথা বললেন। এখানে গুরুজী কাউকেই বাধ্য করছে না। তবে য আসবে সেই বেল টাকা দিতে বাধ্য। আর যদি এমন হতো যে, যামায়াত হেফাজত ও বিএনপিএর মত যে- হরতাল মানতে বাধ্য না হলে পুড়িয়ে মারবো।

গুরুজী এমন বলে নাই, তিনি হরতাল ডেকে দিয়েছেন, যার খুশি সে পালন করবে যার খুশি না সে পালন করবে না।

মূলতঃ গুরুজীর ব্লগে গিয়ে তো আপনি কোন রম অশালীন ও ব্যক্তি অক্রমনাত্মক কথা ই বলতে পারবেন না। আর আপনার চালানই তো হলো- অশালীন কথা ও ব্যক্তি আক্রমণ। তাই সেখানে গিয়ে বিতাড়িত হওয়ার ভয়ে যাবেন না।

আর হিটের বিষয় হলো-গুরুজী তার নিজের লেখাগুলি সংরক্ষণ ও প্রচার করে চলেছেন। হিট চিন্তা এখনই করছেন না।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
195213
সজল আহমেদ লিখেছেন : দেখ কি ছাগল কুনহানের জবাব কুনহানে দিছে !আমার বুঝি খুঁইজা নিতে কষ্ট হয়না না কি?
এখানে গুরুজী কাউকেই বাধ্য করছে না। তবে য আসবে সেই বেল টাকা দিতে বাধ্য।

গাধার মত কথা কৈলেন একখান!আপনের গুজি তো লেইখাই দিছে আহলে বাইয়াতের শর্তাবলি ১০০০টেকা ফ্লেক্সি।
আহলে বাইয়াতে ঢুকার শর্তাবলির ২নং শর্তে লেখা আছে ১০০০টেকা দিতে হইবে ।
গুরুজীর ব্লগে গিয়ে তো আপনি কোন রম অশালীন ও ব্যক্তি অক্রমনাত্মক কথা ই বলতে পারবেন না। আর আপনার চালানই তো হলো- অশালীন কথা ও ব্যক্তি আক্রমণ।

ব্যাক্তি আক্রমণ করি ঠিকাছে মাগার অহনও তো শালা চু***ভাই বলিনাই তাইলে মন্তব্য অশালীন কি কথার কাউন্টার আর ভন্ডামি ধরায়া দিলে ?
গুরুজী এমন বলে নাই, তিনি হরতাল ডেকে দিয়েছেন, যার খুশি সে পালন করবে যার খুশি না সে পালন করবে না।

আহা সেইটা তো আমিও কই আপনার গুজী হরতালের কথা কয়নাই।হরতালের কথা কৈলে গুজির পাছার ছাল তো পুলিশে উঠাইলাইবো।তয় ১০০০/= টেয়ার কথা কৈসে !
সেখানে গিয়ে বিতাড়িত হওয়ার ভয়ে যাবেন না।

হিঃহিঃহিঃ পাগলের পাল্লায় পরতে চাইনা তাই যামুনা ।সেরাইজ্জাতো একটা আনকোড়া পাগল ।
হিট চিন্তা এখনই করছেন না।

ভবিষ্যতে এই বাল্ছাল লেখা লেইখা হিট করার চিন্তা করতাচে নি তাইলে?
250592
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২৫
দ্য স্লেভ লিখেছেন : এই লোক মানসিক রোগী নয়, সে নাস্তিক চক্রের সদস্য, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। ইগনোর করেন,নইলে বিনা কারনে ক্যাচাল করবে। আপনাকে একটু বিরক্ত করতে পারলেই তাদের সন্তুষ্টি। মেকানিক,গ্রামের পথে পথে সব একই লোক...গুরুজীও সেই....
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
194791
সজল আহমেদ লিখেছেন :
দ্য স্লেভলিখেছেন : এই লোক মানসিক রোগী নয়, সে নাস্তিক চক্রের সদস্য, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। ইগনোর করেন,নইলে বিনা কারনে ক্যাচাল করবে। আপনাকে একটু বিরক্ত করতে পারলেই তাদের সন্তুষ্টি। মেকানিক,গ্রামের পথে পথে সব একই লোক...গুরুজীও সেই....

১০০% সহমত
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৫
194793
গ্রামের পথে পথে লিখেছেন : ইসলামে বিভ্রান্তি ছড়ানোর কি আছে? জন্ম থেকেই ইসলাম বিভ্রান্তি, গোজামিলে ভরা। আলী-আয়শা, আলী-মুয়াবিয়া, হুসেইন-ইয়াজিদ, আইএসআই, তালেবান, আলকায়দা, শিয়া, সালাফি, সুন্নি, আহম্মদী............ এরা কারা??
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০২
194803
কেমানিক লিখেছেন : ভুল বললেন। এই ব্লগে কেহই সজল সাহেবের সাথে ক্যাচাল করে নাই। বরং সেই গুরুজীরে নিয়ে ক্যাচাল শুরু করেছে।

কারণ-গুরুজী কিষয়ে লেখাটা একটু হিট বেশি হয়, তাই সে গুরুজীকে নয়ে লিখে, হিট বাড়ানোর চেষ্টা করছে।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০৪
194804
কেমানিক লিখেছেন : ভুল বললেন। এই ব্লগে কেহই সজল সাহেবের সাথে ক্যাচাল করে নাই। বরং সেই গুরুজীরে নিয়ে ক্যাচাল শুরু করেছে।

কারণ-গুরুজী বিষয়ে লেখাটা একটু হিট বেশি হয়, তাই সে গুরুজীকে নয়ে লিখে, হিট বাড়ানোর চেষ্টা করছে।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:১০
194808
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন : ইসলামে বিভ্রান্তি ছড়ানোর কি আছে? জন্ম থেকেই ইসলাম বিভ্রান্তি, গোজামিলে ভরা। আলী-আয়শা, আলী-মুয়াবিয়া, হুসেইন-ইয়াজিদ, আইএসআই, তালেবান, আলকায়দা, শিয়া, সালাফি, সুন্নি, আহম্মদী............ এরা কারা??

তার আগে আপনে বলেন,
সেরাজুল,কেমানিক এরা কারা ?
এগো আপনি বাপ স্বীকার করতে চাননা ক্যান ?
এরা বলে আপনি তাদের ঔরষজাত সন্তান আর আপনি তা সরাসরি অস্বীকার যাইতেছেন যা রীতিমত অন্যায় !
আসেন দেখি আপনার বাপ দাদার ধর্মের জঙ্গী সংগঠন গুলা:
১. মাওবাদি
২. আলফা
৩. LTTE
৪. নকশাল
৫. শিবসেনা
৬. VHP
৭. RSS
৮. বজরং দল
এখন আপনেই বলেন জঙ্গি কুন্ডায় বেশি ?
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৩
194814
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : ভুল বললেন। এই ব্লগে কেহই সজল সাহেবের সাথে ক্যাচাল করে নাই। বরং সেই গুরুজীরে নিয়ে ক্যাচাল শুরু করেছে।
কারণ-গুরুজী কিষয়ে লেখাটা একটু হিট বেশি হয়, তাই সে গুরুজীকে নয়ে লিখে, হিট বাড়ানোর চেষ্টা করছে।

এতুদিন কুতায় ছিলা জ্ঞীয়ানি?
আপ্নের গরুজ্বী ঘুষখোর সেরু পাগ্লারে লৈয়া আমি আগে এইখানে লিখছিলাম http://sajalsblogs.yu.tl/post-title-61.xhtml
টুডে ব্লগ পরিষ্কার রাখতে চাইছিলাম তাই এই পোস্টটা এইখানে এত্তদিন দেইনায় মাগার আপনের বিজ্ঞাপন আইজকা চোখে পইরা গেল মাথাডা খ্রাপ হৈয়া গেল তাই আর দেরী করিনায় ।
গরুজ্বীর মুখোশ টুডে ব্লগে খুইলা দিলাম আরকি !
গরুজ্বীরে এই ব্লগে আইসা আহলে বাইয়াত প্রচার করতে কৈয়েন ।
→সত্য সহায় গরুজ্বী
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৯
194820
গ্রামের পথে পথে লিখেছেন : জ্বী না ভাই, আপনি যাদের লিষ্ট দিয়েছেন আমি তাদের পুজা করি না। কিন্তু এত বড়!! আল্যা-মোহাম্মদের পুজা, তোষামদ করেও আপনাদের এই ছাগল দশা কেন??
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৫০
194827
সজল আহমেদ লিখেছেন :
গ্রামের পোদে পোদে লিখেছেন : জ্বী না ভাই, আপনি যাদের লিষ্ট দিয়েছেন আমি তাদের পুজা করি না। কিন্তু এত বড়!! আল্যা-মোহাম্মদের পুজা, তোষামদ করেও আপনাদের এই ছাগল দশা কেন??

উহা আপুনার মতন ঔরাষজাত সন্তানদের চক্রান্তে।
250608
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভন্ড গরুজীর বেতনধারী চেলা হচ্ছে মেকানিক। টাকার বদলে ঈমান বিক্রি করেছেন তিনি।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৫
194816
সজল আহমেদ লিখেছেন : ঠিক বলেছেন ধন্যবাদ ভাই।
সবাইর উচিত্‍ উনার বিজ্ঞাপনের বিপক্ষে কথা বলা ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:৫২
194828
কেমানিক লিখেছেন : তো-আপনি কার থেকে বেতন নিয়ে এই সকল বলছেন?

এখন পরীক্ষা করে দেখা দরকার, কে ইমান বিক্রী করে বসে আছে, গুরুজী- না, আপনারা। পরীক্ষা করার মত কিছু থাকলে করে দেখতে পারেন।
তবে আমার মনে হয়। আপনাদের কোন ইমানই নাই। তো- বিক্রী করবেন কি?
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:২৯
194835
সজল আহমেদ লিখেছেন :
কেমানিকলিখেছেন : তো-আপনি কার থেকে বেতন নিয়ে এই সকল বলছেন?
এখন পরীক্ষা করে দেখা দরকার, কে ইমান বিক্রী করে বসে আছে, গুরুজী- না, আপনারা। পরীক্ষা করার মত কিছু থাকলে করে দেখতে পারেন।
তবে আমার মনে হয়। আপনাদের কোন ইমানই নাই। তো- বিক্রী করবেন কি?

খাইসে →সত্য সহায় গরুজ্বী না বৈলা উপায় কি ?
তো-আপনি কার থেকে বেতন নিয়ে এই সকল বলছেন?

আমাগো কি আর ঘুষের টেকা খাওয়ার কপাল আছেরে ভাই?
সব কপাল তো গরুজ্বীর !১০টেকা ফ্লেক্সি দিমু গরুজ্বীর ফুন্ম্বার্ডা দেন ।
আপনাদের কোন ইমানই নাই। তো- বিক্রী করবেন কি?

সব ঈমান গরুজ্বীর কাছে আমাগো ভিত্রে কেমতে আইব ?
→সত্য সহায় গরুজ্বী
250609
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:০৬
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ওরে লুলুপুতু রে, বিসিস্ট ইসলামী গবেসক আইসে রে দুনিয়ায়,

সেকুলার কমুনিশটরা যে বিভ্রান্তি আর কুহেলিকায় জড়িয়ে আছে সেখান থেকে সব কিছুই বিভ্রান্তিময় মনে হয়, কারণ মরিচীকা তোমারে শুধু আছড়ই মারবে মামা

ইহুদি নাসারারা মুসলমানদেরকেই তো মারবে, নাস্তিকদের কেন মারবে? তোমরা তো তাদের চুমু নিয়েই ব্যস্ত
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৫
194817
সজল আহমেদ লিখেছেন : হেহেহে আমি আর আইজকা হাসতে চাইনা
১০
250632
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:০৯
একাকী মানুষ লিখেছেন : কি আর কইতাম কিছু কওয়ার নাই ।তয় খেদানি দরকার এই মেকানিকরে ।
০৪ আগস্ট ২০১৪ রাত ০১:২৩
194834
সজল আহমেদ লিখেছেন : সত্য সহায় গরুজ্বী
গরুজ্বীর চামচার বিপক্ষে বলায় গরুজ্বী আপনের শাপ দিবে হু!
১১
250647
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:০১
লেখার আকাশ লিখেছেন : ইহুদি, হিন্দু, খৃস্টান ধর্ম না শুধু ইসলামের ভূল ধরতে সর্বশক্তি ব্যয় করে। রহস্যজনক মনে হয়।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৫
194902
সজল আহমেদ লিখেছেন :
লেখার আকাশ লিখেছেন : ইহুদি, হিন্দু, খৃস্টান ধর্ম না শুধু ইসলামের ভূল ধরতে সর্বশক্তি ব্যয় করে। রহস্যজনক মনে হয়।

সেটাই ভাই ।
১২
250711
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪২
আমি মুসাফির লিখেছেন : এ ধরনের বেয়াদবদেরকে সর্বদা দুরে রাখা উচিত। তাদের মত তাদের ছেড়ে দিন। তাদের পিছনে ছুটলে আমাদের মুল্যবান সময় নষ্ট হবে।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২২
194970
সজল আহমেদ লিখেছেন : সহমত পোষন করছি
১৩
250718
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৫
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ছাগলে যদি পচা ঘাস খায় আমরা এই বলে সময় নষ্ট করতে পারিনা যে, এই ছাওল ভালা ঘাস দেখস না?
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৩
194971
সজল আহমেদ লিখেছেন : হে:হে:হে:
১৪
250815
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
হতভাগা লিখেছেন : এদের জন্য টুডে ব্লগে নোংরা নোংরা কথা আসছে । এদেরকে নোংরা কথা বলেই ট্যাকল করতে হচ্ছে বিধায় অনিচ্ছা সত্ত্বেও অনেক ভদ্র ব্লগারকে নোংরা কথা চালাতে হয় ।

এদেরকে পেট্রোনাইজ করে মডুরা আসলেই কি খুব নেকি হাসিল করছে ?
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
195023
সজল আহমেদ লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
ভাই আপনি আমাকে যাই বলুননা কেন আমার বাঁধবে না ।
গ্রাম বাংলায় একটা কথা আছে ,শিক্ষিত লোকের থাপ্পড় খাওয়ায় লাইফের জন্য মঙ্গলকর ।
প্রথমে আপনি দেখুন আমার লেখার টপিক না বুঝেই গ্রামের পথে পথে নিকটির মন্তব্য,
গ্রামের পথে পথেলিখেছেন : ভাই, ঈমানের ঠিকাদারী আপনাকে কে দিল। ব্যান, নাউজুবিল্লা, কুলফুআল্লা না বলে যুক্তি-মেধা দিয়ে তাকে মোকাবেলা করেন।
তা ছাড়া, ইসলাম ১০১ ফ্যাকরায় ভরা তা সবাই জানে। মুসলমানদের আভ্যন্তরিন বোমাবাজী, খুঁনাখুনি, কাইজ্যা, ফ্যাসদ দেখেও বুঝেন্না।

এখন আপনিই বলুন এই কথার ট্যাকল দিতে আমার কি মন্তব্য করা উচিত্‍ ছিল ?
আমি চেয়েছিলাম কেমানিকের রহস্য উন্মোচন করতে আর গ্রামের পথে পথে এসে কি মন্তব্য করল !
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৯
195026
হতভাগা লিখেছেন : এত কিছুর তো দরকার নেই । আপনার পোস্ট না এটা ? কমেন্ট জাস্ট ডিলিট করে দেবেন , ব্যাস ।

আমার এক পোস্টে ব্লগার শুকনা মরিচ খুবই নোংরা একটা ছবি দিয়েছিল । ডিলিট করে দিয়েছিলাম । পরে চিন্তা হয়েছিল যে , ছবিটা রেখে দেই । তাকে দেখাতে পারবো তার নোংরামির উদাহরন স্বরুপ।
১১ আগস্ট ২০১৪ রাত ০১:৪৩
197176
সজল আহমেদ লিখেছেন :
এত কিছুর তো দরকার নেই । আপনার পোস্ট না এটা ? কমেন্ট জাস্ট ডিলিট করে দেবেন , ব্যাস ।
আমার এক পোস্টে ব্লগার শুকনা মরিচ খুবই নোংরা একটা ছবি দিয়েছিল । ডিলিট করে দিয়েছিলাম । পরে চিন্তা হয়েছিল যে , ছবিটা রেখে দেই । তাকে দেখাতে পারবো তার নোংরামির উদাহরন স্বরুপ।

সত্‍ উপদেশের জন্য ধন্যবাদ।
১৫
250845
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
সত্যলিখন লিখেছেন :
১১ আগস্ট ২০১৪ রাত ০১:৪৪
197178
সজল আহমেদ লিখেছেন : উপস্থিতি পাইলাম থাংকু ভাই
১৬
251050
০৫ আগস্ট ২০১৪ রাত ০২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : টুডেব্লগ সম্পাদক জানিনা বিষয়টা কিভাবে নিবেন। আমি অবশ্যই ব্যন করার পক্ষে নয়, সতর্ক করতে পারেন যদি কাজ না হয় তার পর ব্যন করা যেতে পারে।

টুডেব্লগে অশ্লীলতা নেই বললেই চলে দুই একটা লোকের জন্য অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা কাম্য নয়।
১১ আগস্ট ২০১৪ রাত ০১:৪৬
197179
সজল আহমেদ লিখেছেন :
নুর আয়শা আব্দুর রহিমলিখেছেন : টুডেব্লগ সম্পাদক জানিনা বিষয়টা কিভাবে নিবেন। আমি অবশ্যই ব্যন করার পক্ষে নয়, সতর্ক করতে পারেন যদি কাজ না হয় তার পর ব্যন করা যেতে পারে।
টুডেব্লগে অশ্লীলতা নেই বললেই চলে দুই একটা লোকের জন্য অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা কাম্য নয়।

ধন্যবাদ ভাই ।হালায় ব্যান খাইসে হে: হে: হে: মডারেটররে অসংখ্য ধৈন্যা কেউ তারে কৈন্না ।
১৭
253075
১১ আগস্ট ২০১৪ রাত ০২:০১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কেমনে বুঝলেন ব্যান খাইছে?
২দিন আগেও পোষ্ট দিছে...

http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/9239/Kmanik
১১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৫
197231
সজল আহমেদ লিখেছেন : দুইদিন আগে নও উনি ব্যান খেয়েছে,০৪ আগস্ট, ২০১৪, ০১:৩৭:৫৩ দুপুর ।
কেমন করে বুঝবেন ব্যান খেয়েছে ?
কেমানিককে প্রিয়তে রাখুন
কেমানিককে ব্লক করুন
ব্লগ পরিসংখ্যানপোস্ট লিখেছেনঃ ০ টিমন্তব্য করেছেনঃ ২৮ টিপ্রতি মন্তব্য করেছেনঃ ১৭৭ টিব্লগ পঠিত হয়েছেঃ ৩৯৩৩ বারব্লগে আছেনঃ ২ মাস ৪ দিন
দেখুন ওর পোস্টসংখ্যা ০টি !
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৪
197723
প্রেসিডেন্ট লিখেছেন : তারে ব্যান খাওয়াইছি আমি। জায়গামত অভিযোগ করেছি।
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:১০
197832
সজল আহমেদ লিখেছেন : প্রেসিডেন্ট ভাই চরম একটা কাজ করছেন ।
এখন দেখুন গ্রামের পথে পথে এই শিবছাগুটার কিছু করতে পারেন কিনা ।
১৮
259837
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:১২
কথার_খই লিখেছেন : আপনার পরামর্শ চাই! তথ্য জানতে চাই...


৩১ আগস্ট ২০১৪ রাত ০১:৩০
203606
সজল আহমেদ লিখেছেন : <html><div style="background:#d9d7d7;text-align:justify;font-size:120%;">লেখা</html>
এখান থেকে প্রথম সারির <html> এবং শেষের দিকের </html> কেঁটে দিবেন তারপর যেখানে লেখা আছে (লেখা) সেখানে আপনার উদ্বৃতি লিখবেন
১৯
259847
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:২৭
সজল আহমেদ লিখেছেন : ভাইয়া ছাই রংটা যোগ করা যায় HTML এর মাধ্যমে ।
যেমন
<html><div style="background:#d9d7d7;text-align:justify;font-size:120%;">লেখা
</html>
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:৩৮
203610
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে কোন অপসন আছে?
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:৫৪
203615
সজল আহমেদ লিখেছেন : হ্যা <html>লেখা</html>
এখানে <html> আগে এবং পরের লেখা </html>কেঁটে দিলেই হবে
২০
259865
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:১৪
কথার_খই লিখেছেন : <html><div style="background:#d9d7d7;text-align:justify;font-size:120%;">লিংক দেয়ার পর যেই লেখা দেখা যায় সেটা জানা অত্যন্ত জরুরী আর একটু সহযোগিতা করুন প্লিজ<html>
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:১৭
203642
কথার_খই লিখেছেন : যেমন এটা,...........


৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:০৮
203701
সজল আহমেদ লিখেছেন : শেষে <html> কেটে লিখুন < / d i v >
২১
259925
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:০৭
সজল আহমেদ লিখেছেন : শেষে <html> কেটে লিখুন < / d i v >

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File