আসামে মুসলিম শিশু হত্যার কয়েকটি ছবি!বিবেককে নাড়া দিয়ে উঠবে!
লিখেছেন লিখেছেন সজল আহমেদ ১৪ মে, ২০১৪, ০১:১৮:১৪ রাত
—আসামে বেশ্যা মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া জারজ হারামীর বাচ্চা বেরো উপজাতীরা এভাবেই হত্যা করছে নিষ্পাপ মুসলিম শিশু!
Please stop!killing Muslim childs!
চিত্রঃ-১
বিবেক কে নাড়া দিয়ে উঠে!
Stop killing muslim childs!
চিত্রঃ২
আহা!৩টি শিশু মরেই গেলো!
চিত্রঃ৩
আহা!বেচারা বেরোর দ্বারা আহত হয়ে এভাবেই কাতরাচ্ছে!
চিত্রঃ৪
কয়েকটা শিশু ভয়ে ভয়েই নামাজ পড়ছে!
চিত্রঃ৫
মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে ফেলছে বেরোরা
চিত্রঃ৬
শিশুর খন্ড লাশ!
মানবতাবাদীরা কি এখনো চুপ করে ঘাপটি মেরে থাকবে?
হিন্দু মাতা রক্তপিপাষু কালীই কি এই অর্ডার করেছে ছোট্ট শিশুদের হত্যা করতে?
যদি তাই হয় তাহলে আসামের মুসলিমরাও প্রস্তুত হও জিহাদ কর এই সমস্ত নালায়েক জারজদের বিরুদ্ধে!কঁচু কাঁটা কর তাদের।
শুনেছি নাস্তিকেরা নাকি সংখ্যালঘুদের পক্ষে কথা বলে।সেটা রামুতে মূর্তির কল্লা ভাইঙ্গা ফেলছে সেই সময় দেখলাম।কই আসামের মুসলিম শিশু হত্যা নিয়ে কোন নাস্তিকেরই তো দেখলাম না একবারের জন্য ব্লগ লিখতে বা স্ট্যাটাস দিতে।
আমি সবাইকে অনুরোধ করছি,আসামের মুসলিমদের জন্য প্লিজ একটু দুআ করবেন আল্লাহর কাছে।
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে মোবারকবাদ ভাই সাহেব ।তাদের জন্য দুআ করুন।
ঘুমাও মুসলিম নেই কোন ভয়
লুটে নাও সব সুখ,
দুনিয়া ভোগে মেতে উঠ আজি
মিছে পাবে কেন দুঃখ?
যে জাতির ঘুম ভাঙ্গিত পড়ে
ফজরে পাক কোরআন,
সে ঘরে বাজে তবলা ঘুঙ্গুর
মুখে ঠাকুরের গান।
মক্তবে আজি শিশুর কণ্ঠে
শুনি না প্রভুর গান,
দ্বীন হীন এখন গায়ের লোকেরা
ভ্রাতৃত্ববোধে নেই প্রাণ।
যে কালেমা পড়ে রাসুল কাঁদিত
সাহাবা রুধিত জলে,
দুনিয়া ভোগে লাথি মেরে
কোরান বেধেছিল গলে।
দ্বীনের লাগিয়ে ছেড়ে নিজ ঘর
ছুটেছিল দেশান্তর,
সে জাতির আজি বড় অসহায়
পথে মরে নারী নর।
এই বেরো উপজাতীরা অত্যাধিক পরিমাণে নিষ্পাপ শিশু হত্যা করতেছে।যাদের গড় বয়স পাঁচ বছর।
আল্লাহই সর্ব শক্তিমান।তিনি চাইলেই পারেন ভারতের সকল পাহাড় বেরোদের মাথার ঢালতে।তিনি সবই দেখতেছেন,দেখি তিনি কি করেন।
জবাব আমি দিতে পারি তবে এতে নীতিমালা পুরোপুরি ভঙ্গ হবে।এমনিতেই নীতিমালা একটু ভঙ্গ হয়েই গেছে।
আল্লাহ এই নিরীহ মুসলমানদের হেফাজত করুন এবং এসব হত্যাকারীদের দুনিয়াতে দৃষ্টান্তমূলক শাস্তি ও পরকালে জাহান্নামে দাখিল করুন - আমীন ।
মন্তব্য করতে লগইন করুন