এভাবে রাজি হলে বাবা?

লিখেছেন লিখেছেন রেজু ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৫:০৩ রাত

সেই হাফ প্যান্ট জীবনের পর আজ আবার আমি বাবার কণ্ঠে গান শুনলাম। ফিলিং মাইসেলফ, এক সাহিত্য সম্রাটের পুত Big Grin

সাহিত্য, কবিতা বা গান কোনটিই আমার সাথে যায়না। কিন্তু কিসের এক অচানক ও বীভৎস নেশায় এগুলো আমাকে এক আধটু আওলা ঝাওলা করে দেয়। পাগলের মত কিছু সময় পুরাতন গান শুনি আর মনে হয় আমাদের পাশের গ্রামের ওপারের গ্রাম থেকে হালখাতা বা কারো বিয়ে অনুষ্ঠানের মাইক থেকে বাতাসে আবছা আবছা করে ভেসে আসছে এই গান। মনে হয় রাত্রি গভীর, শুনশান নীরবতা যেখানে মাঝে মাঝে কুকুর আর শিয়ালের কিছু ডাক আছড়ে পড়ছে আবার হারিয়ে যাচ্ছে হাওয়ায়। মাইকে আধো আধো ভেসে আসা এই গান বা কুকুর শিয়ালের মধ্য রাত্রির ডাক আমার অনেক রাতের ঘুম কেড়ে নিতো যদিও আমি কিছুই বুঝতামনা কেন এমনটি হয়। আমার আব্বাকেও দেখেছি বিছানা থেকে উঠে গিয়ে রাত্রি দ্বিপ্রহরে বাড়ির বাইরে তা ধরে দাঁড়িয়ে অথবা বসে এই গান শুনতে। যথারীতি মায়ের ঝাড়ি খেয়ে আব্বা আবার চলে যাবে ঘুমাতে কিন্তু জানতাম না উনি ঘুমাতে পারতেন কি না।

বাবার গল্প ছাড়া ঘুম হতোনা খুব একটা। গ্রামে বিদ্যুৎ ছিলনা তাই গরমের রাত্রে উঠানে বিছানা করে অমাবতির কন্যার গল্প আর গল্পের পরোতে পরোতে সিচুয়েসান অনুযায়ী গান শুনতাম আব্বার মুখে। ছোট কচি মনের স্বপ্নের আবেশে হারিয়ে যেতাম ওই গল্পের কালো ভ্রমরের দেশে অথবা রাজার ছেলের হেঁটে পাড়ি দেয়া ক্রোশ ক্রোশ রাস্তায়.......

বাবার কাছ থেকে অনেক অনেক দূরে থাকি বলে হয়তো ওই মুহূর্তগুলো খুউব পাগল করে দেয়।

নিজের লাইফে কিছু পাগ্লামিপনা আছে, আছে কিছু ছেলেমানুষি কিন্তু কেন এমন? কেন সংগীত, কাব্য ও সাহিত্য ভাল লাগে, যদিও আমি এই জগতের কেউ নই? বুঝেছি আমি এখন, পেয়েছি সেই গডফাদারকে যার কলকাঠিতে এমনটি হয়েছে আমার। বাবা আই উইল নট থ্যাঙ্ক ইউ বাট লাভ...

কিছুক্ষণ আগে পাগলামিটা করে ফেললাম। বাবা সবে মসজিদ থেকে জুম্মা পড়ে বাসায় এসেছেন। ভাবিকে আগেই বলে রেখেছিলাম বাবা আসলে যেন মিস কল দেয়। মিস কলের সাথে সাথে রিং ব্যাক করলাম। এক অপ্রত্যাশিত চাওয়া বাবার কাছে। সেই অমাবতির কন্যার গল্পের কোন একটা গান শুনতে চাই। অনেকবার না না বলে ফেরত দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন কিন্তু আমার মত পাগলকে ফেলতে পারলেননা।

বাবা, এবার দেশে গিয়ে তোমার কানে কানে একটা গোপন ও অতি ব্যক্তিগত কথা বলবো। ততক্ষন ভাল থেকো তুমি।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180419
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০১
সজল আহমেদ লিখেছেন : পিলাচ
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
133348
রেজু লিখেছেন : ধন্যবাদ সজল আহমেদ ভাই।
180432
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
নীল জোছনা লিখেছেন : আপনার বাবার কাছে চাওয়াটা ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর আবেগের জন্য।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৮
133349
রেজু লিখেছেন : হাহাহাহা..একটু পাগলামি করেছি আর কি। কিন্তু আমি সিউর বাবা একা একা কাঁদবেন অনেকদিন আমার এই মিষ্টি দুষ্টু আবেদনের কথা মনে করে Worried
নীল জোছনা, আপনাকে ধন্যবাদ আমার আবেদনকে সুন্দর হিসেবে দেখতে পেয়েছেন বলে।
180446
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০০
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩০
133351
রেজু লিখেছেন : মনসুর ভাই, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের উভয় সফলতা দান করুন আমিন।
আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।
বারাকাল্লাহ ফি্ক।
180473
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩২
133352
রেজু লিখেছেন : প্যারিস থেকে আমি ভাই, খুশি হইলাম আপনার ভাল লাগার কথা জানতে পেরে।
ধন্যবাদ।
180642
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
"বাবা আমি তোমাকে ভালবাসি ।"
অনেক ছোট কালে বাবাকে হারিয়েছি তাই এই কথাটা বলা হয়নি। আজ আপনার পোষ্ট পড়ে সব সময় বলা কথাটা আবার বলছি আল্লাহর ভাষায় "রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছগীরা।"
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
133518
রেজু লিখেছেন : রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী ছগিরা।
জাযাকাল্লাহ খাইর সিকদার ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File