"এ যুগের মুসআব হলেন সুইডেনের মাথিয়াস"
লিখেছেন লিখেছেন রেজু ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৯:২১ রাত
ড্যাম স্মার্ট যুবক। পরনে ফিটফাট রুচিশীল ও অভিজাত পোশাক। শরীরে চ্যানেল অ্যাল্যুর বা হুগো বস বা ক্যালভিন ক্লিনের চেয়ে নামি দামি পারফিউম তিনি ব্যবহার করেন। তিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন অনেকক্ষন পরও ঐ রাস্তায় কোন পথিক গেলে তার ঘ্র্যান পান......
মুসআব!! হ্যাঁ ঠিক ধরেছেন!! আমি হযরত মুসআব (রাঃ) এর কথা বলছি। ধনীর দুলাল মুসআব। অতি প্রাচুর্যের মধ্যে যার বেড়ে ওঠা, তিনি হাতে নিলেন সত্যের মশাল, বুকে পেলেন অদম্য সাহস। পরিবার ও আত্মীয়তার কোন চোখ রাঙ্গানি বা রিকুয়েস্ট কিছুই তাকে আটকাতে পারলনা। এগিয়ে গেলেন অসীম আলোকরশ্মিকে জীবনের একমাত্র প্রেম ও প্রাপ্তি মনে করে। হতে হল পরিবার থেকে বিচ্যুত এবং বিতাড়িত। কিছুক্ষন আগে যে যুবক ছিলেন সবচেয়ে ধনীর দুলাল আর এখন তিনি হলেন সর্বস্বান্ত।
তাতে কার কি আসে যাই? উনি যে আলোক রশ্মির সন্ধান পেয়েছেন তার কাছে এসব সম্পদ নস্যি, পায়ের ধূলার চেয়েও অনেক কম।
এরই নাম ঈমান বা বিশ্বাস। যার কাছে যুগে যুগে অসংখ্য মুসআব কে বীরের বেশে বিজয়ী হতে দেখা গেছে
আজকেও এমনি একটি দিন। সুইডেনের রাজধানীর ঐতিহ্যবাহী স্টকহোল্ম (বড়) মসজিদে আমাদের এ যুগের "মাথিয়াস" নাম লেখালেন সুইডেনের আরও কিছু সত্যের শিখা বহনকারী মিশেল, এরিক, ইউনুস ও অ্যাডামদের নামের কাতারে।
আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে তার এই চ্যালেঞ্জ গ্রহণের পুরোপুরি হিম্মত ও সাহস দেন-আমিন।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবান ইবনে হাশিম ভাই।
বি.দ্র. লেখাটি ডাবল হয়েছে।
জাযাকাল্লাহ খাইর।
জাযাকাল্লাহ খাইর শফিউর রহমান ভাই।
আবু আশফাক ভাইয়ের সাথে আমি অনুরোধ করছি লেখাটি এডিট করে দেয়ার জন্য। এই লেখাটি ডাবল হয়ে গেছে। আমি এই ব্লগ সাইটে বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেও ব্যর্থ হয়েছি। কোন লেখাকে এখানে কপি পেস্ট করতে গেলে এই বিপত্তিটা ঘটে পোস্টদাতার নিজের অজান্তেই।
আর হ্যাঁ, আমি এডিট করেছি। জাযাকাল্লাহ খাইর
ধন্যবাদ আপনাকে পড়ার জন্যে।
মন্তব্য করতে লগইন করুন