শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা; জাতীর ডোন্ট কেয়ার স্বভাব

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ১১ মার্চ, ২০১৬, ০২:১১:০১ দুপুর

তাসকিন, সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ!

-----------------------------------------------

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ ‘হ্যাক’

--------------------------------------------------

শিরোনাম ১ - হঠাৎ করেই তাসকিন ও সানির বোলিং এ্যাকশন নিয়ে তুমুল অালোচনা। ক্রিকেট প্রেমিরা এই সংবাদ নিয়ে পর্যালোচনা শুরু করলো। ফেইসবুকে স্টেটাস অার টঙ এ বসে চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে অালোচনা দীর্ঘ করা। সে চায়ের ধোঁয়ায় বাকি সব কিছু ভুলে যায় অদ্ভুত রকমের অতি সাধারন এদেশের মানুষেরা।পর্যালোচনা অার অালোচনার পর নতুন বিতর্ক শুরু হলো, পাল্টা প্রশ্ন তুলে ধরা হলো,‘তাসকিনেরটা অবৈধ হলে বুমরারটা কেন নয়’? অার এ সংবাদের নিচে চাপা পড়ে যায় বাংলাদেশ ব্যাংকের গায়েব হয়ে যাওয়া টাকার সংবাদ।

শিরোনাম ২ - বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টাকা হ্যাক হয়ে গেছে এমন ঘটনা হঠাৎ করেই দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় গোটা দেশের পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে।নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম গুলো বলছে " ঠিক কবে এ অর্থ ‘হ্যাক’ হয়েছে, তা জানায়নি বাংলাদেশ ব্যাংক। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই গত ১৫ থেকে ২০ দিন ধরেই অর্থ উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। " অপরদিকে টাকা হ্যাক হয়ে যাওয়ার ঘটনা নিয়ে অভিযোগ অস্বিকার করেছে "যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক। " মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করে ‘ফেডারেল রিজার্ভ সিস্টেমের লেনদেনের প্রশ্নে আজ পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। এবং ফেডারেল সিস্টেমের কোথাও এ নিয়ে সংকট রয়েছে এমন প্রমাণও নেই।’

এরই মধ্যে গতকাল কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করে ভিন্ন সংবাদ।তারা বলছে, "বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডের নিয়ন্ত্রণ হয় ভারতে "। অার ভারত থেকেই এ টাকা ট্রান্সফার করা হয়েছে। এত কিছু ঘটে যাওয়ার পর নতুন অারেক সংবাদ প্রকাশিত হয় জাতীয় এক গণমাধ্যমে, গণমাধ্যমটি বলছে,"৭ মার্চ ঢাকার বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় রাকেশ আস্থানার সঙ্গে একান্তে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তারপরদিনই তাকে দেখা যায় বাংলাদেশ ব্যাংকে।"

রাকেশ আস্থানা নামের ভারতের এই নাগরিক আইটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বিশ্বব্যাংকে। প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিক ব্যতিত অন্য কোন দেশের অাইটি স্পেশালিষ্ট কি নেই?? যেহেতু, ঘটনার দায়ভার বর্তায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের উপর।সুতরাং সকল তদন্ত নিয়ে তাদেরই মাথা ব্যথা থাকা উচিৎ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী পুলিশ ও র‌্যাবে আইটি এক্সপার্ট হিসেবে বাংলাদেশীরাই রয়েছে। এর বাইরেও বুয়েটসহ বেশ কিছু আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় আছে যেখানে আইটি এক্সপার্ট রয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত অনেক আইটি ফার্মেও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি রয়েছে। হঠাৎ করেই একজন ভারতীয় নাগরিককে আইটি কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মাঝেও প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বোপরি অাশঙ্কা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা অার জাতীর ডোন্ট কেয়ার স্বভাব দেশ ও দেশের ভবিষ্যৎকে কোন দিকে ঠেলে দিচ্ছে তা ই দেখার অপেক্ষা।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362229
১২ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐদিন ব্লগার ওহিদ ভাই দেখালেন, বাংলাদেশ ব্যাংকের প্রথম সারির অধিকাংশ কর্মকর্তাই হিন্দু। এখন আবার আইটি স্পেশালিস্ট ভারত থেকে আমদানি করা, সমস্যা পড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ১০ গেছেন ভারতে, সুইফট কোডের নিয়ন্ত্রণও ভারতের হাতে! ভারত ভারত ভারত রীতিমত পাগল হওয়ার অবস্থা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File