সস্তা দরে ফাঁসির রায়

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ৩০ অক্টোবর, ২০১৪, ০২:৩০:১৮ রাত

সস্তা দরে কাচাবাজার রেট এর মত ফাঁসির রায় ও সস্তা হয়ে গেছে।যুদ্ধাপরাধী ট্রাইবুনাল থেকে হয়ে গেল মানবতাবিরধী অপরাধ ট্রাইবুনাল।

এই যুগের স্বাধীনতা বাদি শক্তিরা হয়ে গেছে বিরশ্রেস্ঠ পদমর্যাদার।যারা কিনা মুক্তিযুদ্ধের “ম” ও দেখেনি তারা আজ দু পেকেট বিরানির জন্য শাহবাগ মোরে ভি আই পি ভিক্ষুক হয়ে দাড়িয়ে থাকে।আর যারা এত কষ্ট করে মুক্তিযুদ্ধ করেছে তারা অনাহারে না খেয়ে ধুকে ধুকে মরছে।তাদের কাছে বিরানির ছিটে ফোটা ও পৌছাতে পারছেনা সরকার।দু একটা পার্টি বদল করা সুবিধা লোভি ছেলে-মেয়েদের দিয়ে হাতে তালি দেয়ার ব্যবস্থা করে বিশাল গদিতে আসন নিয়ে বসে আছে সরকার। আর মিডিয়া গুলো সেই ভি আই পি ভিক্ষুক দের কন্ঠ তৃঞ্চা নিবারণ করার জন্য মাইক্রোফোন হাতে নিয়ে তাদের সামনে জি হুজুর ভঙ্গিতে দাড়িয়ে থাকে।যদি এই কথিত যুদ্ধাপরাধিরা সত্যিকার অর্থে হত্যা,খুন,ধর্ষণ এর সাথে জড়িত হয়ে থাকে তাহলেত বাংলাদেশের প্রতিটা পরিবারে না হোক প্রতিটা বংশে কয়েকটা করে বিরঙ্গনা নারী থাকত।আমার আসে পাশের কিংবা পরিচিতদের কারো বংশে এমন বিরঙ্গনা নারীর সন্ধান পাওয়া যেত।সেটাতো পাওয়া গেলনা।যুদ্ধের সময় প্রতিটা মুক্তিযুদ্ধার পরিবারের উপর পাকিস্তানিরা আঘাত হানে।বয়াল আঘাত সেই আঘাত নাকি ধর্ষণ,হত্যা পর্যন্ত বিস্তৃত ছিল।তাহলে বর্তমানে প্রতিটা পরিবারের কেউ না কেউ তখন ধর্ষিত হয়ে থাকার কথা।কিন্তু এমন কোন নজির আমরা পাইনি।তাহলে ধর্ষিতারা কই গেলো!!তাদের আত্মিয় স্বজনরা কোথায় গেল?কেউ ট্রাইবুনালে এসে বলেছে আমি তখন গোলাম আযম,নিজামী, সাঈদীদের দ্বারা ধর্ষিত হয়েছি(নাউজু বিল্লাহ)।কিংবা তাদের কোন ছেলে- মেয়ে বা নাতি নাতনি কি স্বাক্ষ দিয়েছে আমার দাদি,কিংবা আমার মা তাদের দ্বারা ধর্ষিত হয়েছে!এমন স্বাক্ষ ট্রাইবুনালে কেউ দেয়নি।এমনকি কেউ কি এটা বলেছে আমি ওমক কে ধর্ষিত হতে দেখেছি?যদি এমনটি কেউ বলে থাকে তাহলে সে সেই সময় ধর্ষণ এর হাত থেকে সেই মহিলাকে কেন রক্ষা করল না!!!তার মানে যারা স্বাক্ষ্য দিয়েছে তারা সমান অপরাধী।কথিত ড:ইমরান এইচ সরকার কি বলতে পারছে তার তার দাদি কে বা তার কোন আত্মিয় কে এই লোক গুলো ধর্ষণ করেছে?পারেনি।যদি না দেখে থাকে না বলতে পারে তাহলে এই মানুষ গুলো কি করে যুদ্ধের সময় এত গুলো অপরাধ করতে পারে সেটা অমার মাথায় আসেনা। আমি জানি এই ব্যপারটা আমার মত আরো অনেকের মাথায় আসেনা। এই ঘৃণিত গণনিন্দিত ঘৃণ্য কার্যকলাপের সঠিক কোন যুক্তি যুক্ত ব্যখ্যা কেউ দিতে পারবে কিনা জানিনা।

সস্তা দরে ফাঁসির রায়

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279503
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন :
বাস্তব উপলব্ধি লেখনীতে ফুটে উঠেছে, ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। Rose
279531
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১১
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Thumbs Up Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File