পাগলের প্রলাপ

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ১০ মে, ২০১৪, ১২:২৯:৪৬ রাত

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ সম্ভবত গাজা-টাজা খেয়েছেন।আমার তা-ই- মনে হলো,যেখানে সারাদেশের জনগণ জানে এবং সংবাদ মাধ্যম গলো প্রকাশ করছে নারায়ণগঞ্জ এর সাত খুন এর ঘটনায় সম্পূর্ণ আওয়ামীলিগ এবং তাদের মন্ত্রীদের সম্পর্ক আছে।সেখানে হাসান মাহমুদ কোন যুক্তিতে বি এন পি’র নেতাদের বিচার দাবি করছে!!!আসলে ঘটনা এমন ভাবে তাদের আকড়ে ধরেছে যে এখন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেনা।মাতালদের মত আজে-বাজে বকছে।

র‌্যাব এর সংশ্লিষ্টতা যেখানে রয়েছে সেখানে বুঝতে বাকি থাকার কথা নয় ঘটনার মারপেঁচ আসলে কি।আবার সেই কর্ণেল তারেক সাঈদ,যে কিনা সব কয়টি গুম ও খুনের নির্দেশ দাতা।তাকে কোর্ট-মার্শাল না দিয়ে সরাসরি বরখাস্ত করা হলো কেন?সরকার কৌশলে খুনিদের পালানোর পথ খুঁজে দিচ্ছে।

যেই আইভি’র সাথে শামিম ওসমানের গলায়-গলায় খাতির,সেই আইভি এবং শামিম ওসমানের পরস্পর বিরোধী বক্তব্য কোন ধরণের রাজনৈতিক কৌশল সেটা কে জানে।এসব বিষয় মানুষ কে প্রতিনিয়ত ভাবায়।

খুন এবং গুম এর নগরীতে পরিণিত হয়েছে নারায়ণগঞ্জ।এসব কাদের সহযোগিতায় হচ্ছে ??হয়ত এত দিনে সাধারণ মানুষ বুঝে গেছে।আওয়ামিলীগ এর অতিত এবং বর্তমান কৃতকর্ম গুলো যদি একটু কষ্ট করে কেউ ভাবতে পারেন তাহলে স্পষ্ট হবে যে আসলে আওয়ামিলীগ বাংলাদেশ এর জন্য খুব বেশী -ই- অমঙ্গল জনক।

হাসান মাহমুদের সেই বড় গলার কথাটি পড়ুন নিচের লিংক থেকে

http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDE0XzA1XzA5LTc3LTkwMjQw

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219644
১০ মে ২০১৪ রাত ১২:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের মুখে টেপ মারা প্রয়োজন
১২ মে ২০১৪ দুপুর ০২:৩৮
168208
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : বিশেষ টেপ ব্যবস্থা করা হচ্ছে।আওয়ামী প্রটেক্টHappy Happy Happy Happy Happy Happy
219649
১০ মে ২০১৪ রাত ০২:১৯
সবুজেরসিড়ি লিখেছেন : পাগল তো পাগলের মতোই প্রলাপ করবে এর চেয়ে ভাল আশা করা কি ঠিক ?
১২ মে ২০১৪ দুপুর ০২:৩৯
168209
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : পাবনা পাঠানো দরকার:D/ :D/ :D/
219709
১০ মে ২০১৪ সকাল ১০:১৯
হতভাগা লিখেছেন : কোন কিছু বিপরীত ঘটলেই বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে গালাগাল করলে উনাদের মন্ত্রীত্ব বজায় থাকে বা বাগানোর সম্ভাবনা তৈরি হয় ।
১২ মে ২০১৪ দুপুর ০২:৪০
168210
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : বিরোধী দল গুলোর নাম ভালো করেই মুখস্থ করেছে।হয়তো ছোট বেলায় এর জন্য চরম মার খেয়েছে হাসিনা গ্রুপ Happy Happy Happy Happy Happy
219774
১০ মে ২০১৪ দুপুর ১২:৫২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ মে ২০১৪ দুপুর ০২:৪১
168211
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : ধন্যবাদ।আপনা কে ও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File