মুখে ছট-ফট......কাজে নট-ফট

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৫ এপ্রিল, ২০১৪, ০৯:১৬:৩৫ রাত

ভূতের মুখে রাম-রাম শুনিতে শুনিতে কান দিয়া গরম হাওয়া নির্গত হইতেছে। বর্তমান দেশের যে পরিস্থিতি তাহা দেখিয়া গোটা বাংলাদেশীরা আজ জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় ফোঁস-ফোঁস করিয়া ফুসিতেছে। এই ফোঁস-ফোঁস আগ্নেয়গিরি বিস্ফোরণের পূর্বাবাস হিসেবে মতামত দিয়াছেন মনুষ্য আবহাওয়া বিশ্লেষকরা। কারণ হিসেবে দেখা গিয়াছে, আন্তর্জাতিক কুখ্যাতি সম্পন্ন রাজনৈতিক দল ”বাংলাদেশ হাবলা লীগ”(আঃ লীগ) নিজ দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়া ক্ষমতা আকরাইয়া ধরিয়া আছে। বিশেষ সূত্রে জানা গিয়াছে তাহারা তাহাদের মুখে চেতনার বুলি আওরাইয়া পুরো বাংলাদেশের মানুষের মনে কৃত্রিম আবেগ জাগ্রত করিতে সক্ষম ইয়াছে। সেই আবেগকে কাজে লাগাইয়া ইসলামের বিরুদ্ধে অপ্রকাশিত যুদ্ধ ঘোষণা করিয়াছে। যাহার সূত্র ধরিয়া বাংলাদেশের একমাত্র ইসলাম পন্থি দল এর নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চুড়ান্ত ব্যবস্থা গ্রহণ করিয়াছে।ইতিমধ্যে আন্তর্জাতিক মহল বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আব্দুল কাদের মোল্লা’র ফাঁসি সম্পর্কে অবগত হইয়াছে। গোপনে বাংলাদেশের কষ্টার্জিত স্বাধীনতা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাছে অল্প অল্প করিয়া বিলাইয়া দিতেছে। যাহার প্রমাণ পত্র-পত্রিকায় প্রাকশিত সংবাদ সমূহ। সেইসব সংবাদ বিশ্লেষণ এবং পর্যালোচনা করিয়া পাওয়া যায় যে,এই হাবলা লীগ সরকার ক্ষমতার লোভে নিজেদের উলঙ্গ করিয়া ভারতের কাছে হস্তান্তর করিয়াছে সামান্য ক্ষমতার লোভে।তাহাদিগকে এদেশের মানুষ যতই কাপড় পড়াইতে চায় তাহারা তা পুনরায় খুলিয়া ফেলে পূর্বের অবস্থায় ফিরিয়া যায়।অপর দিকে বাংলাদেশের নামমাত্র বৃহত্তর বিরোধী দল ”বিএনপি” মুখে - মুখে নানা রকম বুলেট তান্ত্রিক বাক্য উচ্চারণ করিলেও বাস্তবে বা মাঠ পর্যায়ে তাহা একে বারেই অবিস্ফোরিত। তাহাদের মাঝে ও কিছু শক্তিশালী নেতা হাবলা লীগ এর তাবেদারিতে ব্যাস্ত থাকায় তৃনমুল পর্যায়ে শক্তি সঞ্চয় এ ব্যার্থ হইয়া পরিয়াছেন।যাহার কারণে তাহাদের হাটুতে শক্তি না থাকিয়া মুখ পানে শক্তির উদ্ভব ঘটিয়াছে।তাই আদিকালের সেই ”বি এন পি “বর্তমান পেক্ষাপটে “হিজরা,এন পি”তে রূপান্তর হইয়াছে।তিস্তায় যখন জল আসা করিয়াছিলো তখন সেই ”হিজরা এন পি “ চেচাইতে ছিলো এই বলিয়া যে তাহাদের এসি করা লংমার্চ এ ভয় পাইয়া ভারত তিস্তায় জল ঢালিয়াছে।কিন্তু পরক্ষনেই যখন কয়েক ঘন্টা পর পানি আবার শুকাইতে শুরি করিলো তখন ”হিজরা এন পি”র গলার স্বর পরিবর্তন হইয়া গেলো।

বিষয়: রাজনীতি

১২৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213234
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫২
মাহমুদুল হক মিদুল লিখেছেন : আমুলীগের লালা ঝড়ে চেতনার
213241
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:০৯
আহ জীবন লিখেছেন : কথা সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File