বিশ্ব রেকর্ড এবং ৯০ কোটি টাকা.............

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৬ মার্চ, ২০১৪, ১০:৩১:৪৯ রাত

স্বাধীনতা নিয়ে এদেশের মানুষের মনে অনেক প্রশ্ন আছে।অনেক কিছু ই হিসেবে মিলেনা।তবু ও বাংলার মানুষ স্বাধীনতা কে নিয়ে গর্ব করে। কেনো করে জানিনা,বুঝে করে নাকি না বুঝে করে সেটা ও জানিনা।স্বাধীনতাকে নিয়ে আমরা যে সংস্কৃতি পালন করি তা আসলেই একটা ছেলেমানুষি ছাড়া আর কিছুই না।আমরা বাংলাদেশীরা ৯০ শতাংশ মানুষ মুসলিম কিন্তু আমরা যে সংস্কৃতি'র সাথে পরিচিত হয়েছি সেটা কি মুসলিমদের সংস্কৃতি হতে পারে?আমরা জাতির বীরসেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো কন্ঠে জাতীয় সংঙ্গীত গাই।এতে করে কি আমাদের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়?মৃত ভাইদের কে পুজি করে এবার হাতিয়ে নেয়া হলো ৯০ কোটি টাকা।এই ২ লাখ ৬০হাজার মানুষের কে কি ২০ টা কেক আর স্যালাইন দিয়ে ৯০ কোটি টাকা শেষ হয়ে গেলো?এদিকে যে না খেয়ে মরছে হাজারো পথ শিশু তার খেয়াল কি অাছে?লাখো বেকার ছেলেরা অর্থের অভাবে বখে যাচ্ছে সেই খেয়াল কি আছে?নেই,নেই নেই।শুধু বাচ্চাদের মত বায়না ধরে,পতাকা উড়িয়ে বিশ্ব রেকর্ড করবে,জাতীয় সংঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড করবে।এসব ছেলে মানুষী কাজ যে জাতী করে তরা আবার উন্নত হবে কি করে!!তাছাড়া ইসলামে ও এসব কাজকে অপচয় বলে গন্য করা হয়।আর অপচয় কারীকে শয়তানের ভাই বলে গন্য করা হয়।

এই ৯০ কোটি টাকা যদি গরীব অসহায় দের প্রতি খরচ করা হতো তাহলে আর এই অভাব,আর্তনাদ দেখা যেত না।যে সব এলাকায় বিদ্যুৎ নেই সেইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা যেত।যেসব শিশুরা অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত তাদের পড়া শুনার ব্যবস্থা করা হতো তাহলে দেশ এগিয়ে যেত।কিন্তু এখন কি করা হচ্ছে?এটাকি দেশ কে এগিয়ে নিলো নাকি পিছিয়ে দিলো?

পিছালোতো ১০০ ভাগ আর ৯০ কোটি টাকার পুরোটাই মন্ত্রীদের পকেটে গেলো।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198481
২৬ মার্চ ২০১৪ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৯০ কোটি টাকা দিয়ে এই রেকর্ড না করে দেশে দশটা অত্যাধুনিক ষ্টুডিও করা যেত যেখান থেকে দেশের সকল স্কুলে শুদ্ধ উচ্চারনে জাতিয় সংগিত গাওয়ার প্রশিক্ষন দেওয়ার মত শিল্পি তৈরি হতো।
198482
২৬ মার্চ ২০১৪ রাত ১১:০৫
তুলি মনোয়ারা লিখেছেন : ছাগু
198490
২৬ মার্চ ২০১৪ রাত ১১:২৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ব্যাপার না। অনেক ওয়াজ মাহফিলে এর থেকে বেশী খরচ করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File