জামায়াত এর বিরুদ্ধে সরকারী প্রচারণা এবং জনগণের জামায়াত প্রীতি
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪৭:২৩ বিকাল
সরকার ও বর্তমান মিডিয়ার জামায়াত বিরোধী প্রচারণা যেন জামায়াত কে জনগনের কাছে আরো বেশী গ্রহণযোগ্য করেছে।এর বহিঃপ্রকাশ ঘটেছেউপজেলা নির্বাচনে।গত ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় ১০২ টি উপজেলা নির্বাচন।এতে জামায়াত উপজেলা চ্যায়ারমেন হিসেবে ২৩ টি আসনে জয় লাভ করে।আর ৩০ টি আসনে উপজেলা ভাইস চ্যায়ারমেন হিসেবে জয়লাভ করে।তবে এ কথা মেনে নিতেই হবে যে,জামায়াত-শিবির এর রাজনৈতিক পরিচয় সবার কাছে পৌছে দেয়ার জন্য দলটির শত কোটি টাকা খরচ হতো।কিন্তু এই ব্যায় বহুল কাজটি সরকার এবং দালাল মিডিয়া বিনা মূল্যে করে দিয়েছে।ইতিমধ্যে ঘটনা সরকার এর নাগালের বাহিরে চলে গেছে।হিতে বিপরীত ঘটায় সরকার এর মাথা এখন নষ্ট।সরকার নিজেরা জ্বালাও-পোরাও ঘটনা ঘটিয়ে দায় চাপিয়েছে জামায়াত-শিবির এর উপর।যা ই ঘটে সব জামায়াত শিবির এর উপর দোষ চাপিয়েছে।এতে করে যে জামায়াত এর গ্রহর যোগ্যতা বেড়েছে তা সরকার টের পেয়েছে এই উপজেলা নির্বাচনে।আন্তার্জাতিক নানা রকম চাপ এবং জামায়াত এর জনপ্রিয়তা তূঙ্গে উঠাতে সরকার এখন হিতাহিত জ্ঞান হারিয়েছে।তাই তো বিশেষ মন্ত্রী হাসানুল হক ইনু বলেছে "কেন জনগণ জামায়াত কে ভোট দিয়েছে তা জানিনা"।মুখের ভাষা হারিয়ে গেছে তাদের।কিন্তু এভাবে হারিয়ে যাবে এটা ভাবনায় ছিলোনা।তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।বাংলাদেশীদের চেতনায় ইসলাম সেই ইসলামকে ভূলন্ঠিত করার অপচেষ্টা কে এক হাত দেখে নিলো জনগণ।জনগণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো তারা এই সরকার কে আর সহ্য করতে পারছেনা।কিন্তু এত বড় লজ্জা সরকার এর দৃষ্টিগোচর হচ্ছেনা।ঘটনা টা এরকম "এক দিন ক্লাসে এক ছাত্র কে ব্যাঞ্চ এর উপর দাড়াতে বলল শিক্ষক,ছেলেটি দাড়ালো।পাশ থেকে আর একজন বলল :তুই যে দাড়িয়ে আছিস তোর কি লজ্জা করছেনা?ছেলেটি বলল:কি যে বলিস,আগের স্কুলে তো স্যাররা আমাকে কানে ধরে দাড় করিয়ে রাখতো তাতেই আমার লজ্জা হতো না।এটাতো কোনো ব্যাপার ই না।" আমাদের দেশে বর্তমান শাসক গোষ্ঠির অবস্থা এখন এরকম।তাদের লজ্জা কখনো ই হবেনা।সরকার বারবার তাদের অপকর্ম ঢাকার জন্য এক এক টা নাটক মঞ্চস্ত করে।রেশমা নাটকের পর এবার মঞ্চস্ত করলো তালেবান নাটক।এই তালেবান নাটক নিয়ে যখন গোটা মিডিয়া ব্যাস্ত ঠিক তখন ই ভারতের সাথে গ্যাস পাচার ও অন্যান্য দেশ বিরোধি চুক্তি স্থাপন করে।যেখানে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত গ্যাস পায়না সেখানে কি করে অন্য দেশে গ্যাস সরবরাহ করার চিন্তা করতে পারে সরকার!!সর্বপরি সরকার এর দূর্নিতি থেকে বাংলাদেশ কে রক্ষা করার জন্য জনগণ এখন জামায়াত এরদিকে ঝুঁকছে।কারণ হিসেবে বি,এন,পি এবং আওয়ামিলীগ এর দূর্নিতি কে দেখছে সচেতন মানুষ।মানুষের বিবেক দিনে-দিনে আরো বেশী সুপ্রশন্ন হবে এটাই কাম্য।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বি.দ্র. লেখা শেষ হলে কমপক্ষে একবার পড়ে দেখা উচিত। প্রতিটা দাড়ি'র পরে স্পেস হওয়া উচিত ছিল কিন্তু....
জনগনের কথা তারা বুঝবেন কেমনে। তারা কোনদিন জনগনের ভোট পানই নাই।
তবে সম্ভবত কিছু লেখায় ভুল আছে
মন্তব্য করতে লগইন করুন