ছাত্রলীগ আসলে কি জিনিস।নিচের ছবি গুলো তার প্রমাণ
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৩:১৮:০৫ দুপুর
খুলনাঃ খুলনা থেকে ছবি গুলোর প্রকাশ।উপজেলার দিঘালিয়া তে একটি কোরিয়ান একটি সংস্থার উদ্যোগে ICTট্রেনিং সেন্টার এর কাজ চলছিলো।সেখান থেকে চাঁদা দাবি করে ছাত্রলীগ এর এরিয়া সভাপতি।টাকার পরিমান৫০০০০(পঞ্চাশ হাজার) চাঁদা দাবির পর থেকে কিছুদিন কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।এর পর ২৮ জানুয়ারী (গতকাল) পুনরায় কাজ শুরু করলে সেখানে হামলা করে ছাত্রলীগ।ভেঙ্গে ফেলে প্রয়োজনীয় আসবাবপত্র,লুট করে কিছু পরিমাণ টাকা ও নির্মাণ সামগ্রী।
এই ছবি গুলো থেকে ধারনা করা যায় কি পরিমাণ তান্ডব চালিয়েছে তারা(নরপিশাচ এর দল)।
এটা নির্মাধিন প্রতিষ্ঠানের সাইনবোর্ড
নিচে তান্ডব এর ছবি।
[img]http://www.onbangladesh.net/blog/bloggeruploadedimage/TANZIMUL/1390986852.jpg[/img
]
কেমন মনে হলো আপনাদের?এরাই ই তো উত্তম চরিত্রের এবং আদর্শবান ।তাই না??????
বিষয়: বিবিধ
১৯৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাম জড়ানো হচ্ছে , তাই না !
মন্তব্য করতে লগইন করুন