এর পর ও কি বলবো বাংলাদেশ স্বাধীন?
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৯ জানুয়ারি, ২০১৪, ১২:৩৭:৩৯ রাত
এখনও কি বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি?এখনো ও কি বলবো আমার দেশের মুক্তিকামি মানুষ মু্ক্ত হতে পেরেছে?
না না না।আমি আর এখন সেটা বলতে পারিনা।যাদের চোঁখে এই ছবি পড়বে তারা ও আমার মত হতাশ হয়ে চেয়ে থাকবে।কারণ আমারা নিরুপায়।আমাদের মুরুব্বিরা শহীদ হয়েছেন দেশের জন্যে।আর এই দেশের লোভী পিশাচের দল এই দেশ টাকে নোংরা ভাবে লুটে-পুটে খাচ্ছে।
এদেশে এখন আর মুসলিমরা শান্তিতে থাকতে পারেনা।এরা ইসলাম এর কথা বললেই এদের গায়ে থেকে রক্ত ঝরে।হায়েনার দল এদেরকে পাখির মত গুলি করে মারে।এদের বাড়ি -ঘর পুড়িয়ে দেয়।মুকুলেই ঝরে যায় স্বপ্ন গুলো।বাবা-মা য়ের বুক খালি করে দেয় নরপিশাচরা।সন্তান দিশেহারা হয়ে যায় বাবা হারিয়ে।রাতে পুরুষ শুন্য হয়ে যায় গ্রাম গুলো।
এদের হাত থেকে রেহাই পায়না বাবার বয়সি,দাদুর বয়সি মুরব্বিরাও ।
এদেরকে তাহলে কি বলা যাবে।অমার ভাষায় এমন কোনো শব্দ আমি জানিনা।যাদেরকে আমরা ছোটবেলা থেকেই শ্রদ্ধা করতে শিখেছি।এই নরপিশাচরা তাদেরকে নির্মম ভাবে আঘাত করে।এসব দেখলে কলিজা টা জ্বলে যায়।এর পর ও আমরা স্বাধীনতা দিবস পালন করি।কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা এখনো অর্জন করা হয়নি।
৫ই মে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট রাজনৈতিক হত্যাকান্ড।যারা জড়িত তাদের অনেককেই প্রকাশ্যে দেখা য়ায়।কিন্তু সরকার এ ব্যাপারে নিরব।কারণ,এরাতো তারই আদরের সন্তান।আর সেই হত্যাকান্ড কারা ঘটিয়েছে এসব সারা বিশ্বতো জানে।কেনা দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে।লুট-পাট করা হয়েছে দিগন্ত টিভির অফিস।সবাই তা জানে।পরবর্তিতে কিছুদিন পরই কয়েকশ কঙ্কাল পাওয়া গিয়েছে নারায়নগঞ্জ এর মাতুয়াইল এ।
অবশেষে বলতে হয় আমরা এখনো স্বাধীন হইনি।হয়তো অতি শিগ্রই আরেকটি যুদ্ধ করতে হবে আমাদের।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুক চুক
মন্তব্য করতে লগইন করুন