দেশকে ভালোবেসেই কি ভুল করেছি?
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই ২১ জানুয়ারি, ২০১৪, ০৭:০৮:৫৮ সকাল
প্রতিদিন ঘুম থেকে উঠলেই শুনতে পাই সন্তানহারা মায়ের আত্নচিৎকার, হৃদয়ের হাহাকার। নিউজ দেখতে গেলেই অশ্রুতে ভিজে যায় ২নয়ন, কখনো দেখি নিলফামারীতে আমার ভাইয়ের লাশ উদ্ধার, কখনো শুনি সাতক্ষিরায় আমার ভাইকে ক্রশফায়ারে হত্যা করা হয়েছে, কখনো বা শুনি আমার ভাইদের বাড়ি ঘর ভেঙ্গে দিয়েছে। তাদের অপরাধ একটাই তারা আওয়ামীলীগ করে না। ইসলামের বিরোধিতা করে না। তারা সন্ত্রাসী নয়। তারা সৈরাচার সন্ত্রাসিদের সমর্থক নয়। তাই এই দেশে তাদের বাচার কোন অধিকার নেই। এই দেশে বাচতে সন্ত্রাসি হতে হবে, এই দেশে বাচতে হলে সৈরাচারদের সমর্থন করতে হবে। এখন আমাকে ভাবতে এই দেশকে ভালোবেসে কি অন্যায় করেছি, যে দেশ আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, যে দেশ আমার মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, যে দেশ আমার স্বাভাবিকভাবে বেছে থাকার অধিকার কেড়ে নিয়েছে, সেই দেশকে ভালোবেসে আমি কে পেলাম। এই দেশের প্রশাসন নিরীহ জনতার বুকে গুলি চালায়, তাদের অপরাধ একটাই, তারা অন্যায়ের প্রতিবাদ করে। আমি সেই দেশকে ভালোবেসে কি ভুল করলাম?
বিষয়: রাজনীতি
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন