চল্লিশ আর তেষট্টি
লিখেছেন লিখেছেন বিন হারুন ১৩ জুলাই, ২০১৬, ১০:৪৮:৪২ রাত
বিশ্বের সব রাজাগন মিলে যদি এমন একটি আইন পাশ করতো!
যে, চল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত রাষ্ট্র প্রধান হতে পারবে না (কারন সেই বয়সে শক্তি দিয়ে সব কিছু করতে চায়. শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না. তাছাড়া আমাদের নবী স. চল্লিশ বছর বয়সেই নবুয়াত লাভ করেছিলেন).
আবার তেষট্টি বছর বয়স হওয়ার পরও রাষ্ট্র প্রধান হতে পারবে না (কারন বেশির ভাগ মানুষ তেষট্টি বছর বয়সের পর চুল দাঁড়িতে কালি মেখে বা ফোম সেভ করে নিজেকে যতই তরুন হিসেবে উপস্থাপনা করুন না কেন এই বয়সে অন্যের সাহায্য বা বুদ্ধি ছাড়া চলতে পারে না. তাই সুযোগ-সন্ধানীরা ওসব বৃদ্ধ রাষ্ট্র প্রধানদের কাছে কুবুদ্ধি বিক্রি করে নিজের ফায়েদা লুঠে. এই বয়সে আমাদের নবী স. আল্লাহ'র সান্নিধ্যে গিয়েছিলেন)
তাহলে মনেহয় রাষ্ট্রে নতুন নতুন নেতৃত্ব আসত. আর পুরনোরা সম্মানী হত.
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে অনেক অনেক
হিলারীর ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর বয়স কেমন ছিল ? হিলারীও বা বয়স কত ?
আর রাষ্ট্র পরিচালনায় বয়সের সাথে সাথে অভিজ্ঞতারও যোগ হয়
সহমত।
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্ আপনাকেও জাযা খায়ের দান করুন.
সহমতের জন্য অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন