আই এসের হাফ লেড়ি মার্কা কর্ম প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৭ জুন, ২০১৬, ১১:০৭:৪৫ রাত
আই এস
আই দিয়ে হয় ইস্রায়েল কিংবা ইন্ডিয়া, যদিওবা মুনাফিক (মুনাফিক কেন বললাম তা নিচে বলছি) আই এসরা মুসলিমকে বোকা বানানোর জন্য আই মানে ইসলাম বলে.
কোন এক বৃদ্ধ অসহায় খ্রীস্টান বা মন্দিরে ঘুমন্ত কোন বৃদ্ধকে নৃশংস ভাবে হত্যা করল এর পরদিন আই এস বলল এই হাফ লেড়িস মার্কা কাজটা আমরা করেছি. কেন করেছে তার কোন ব্যাখ্যা নেই. এতে ইসলাম আর মুসলিমদের কি লাভ হল তার কোন ব্যাখ্যা নেই.
কালো পতাকায় যেভাবে কালিমাটা লিখেছে মনে হয় আরবী লেখানিয়ে তারা কোনদিন চর্চাই করেনি.
আই এস ইসলাম নিয়ে পুরনো ষড়যন্ত্রে মেতেছে. আফগানিস্তান, পাকিস্তানে নিরিহ শিশু মারল আত্মঘাতি হামলায় নিরিহ মহিলা মারা গেল পরদিন তালেবান বিবৃতি দিল একাজ আমরা করেছি. অথচ তালেবানের বক্তব্য সরাসরি মিড়িয়ায় প্রচার করে না, হাওয়ায় ভেসে আসে এসব বিবৃতি, উদ্দেশ্য একটাই মুসলিমদের প্রতি অমুসলিমদের হৃদয়ে বিদ্বেস ছড়ানো.
দেশের গণমাধ্যমে মাঝে মধ্যে দেখি জেএমবি আইএসের সহযোগি ধরা খেল, দু'দিন মিড়িয়ায় আসে এরপর শেষ তাদের কি বিচার হল, কিভাবে মুক্তি পেল আদো তারা জেলে আছে কিনা তার খবর আসে না.
হয়তো পাবলিকের চোখে ধূলো দেওয়ার জন্য নিরিহ কাউকে জেএমবি আই এস বানায় অথবা এদের হাত অনেক উপরে সরকারও তাদের বিচার করার সাহস দেখায় না.
আমি মনেকরি সরকার হওয়ার আগে দলীয় ব্যাক্তি থাকেন, সরকার গঠন করার পর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হন অর্থাত সকল জনগণের সরকার তাই সরকারের উচিত সকল দলের মানুষের ভাল চাওয়াগুলো পূর্ণ করার চেষ্টা করা. সরকারের সদিচ্ছা থাকলে এক সপ্তাহে দেশের সব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে পারে এবং এতো ক্ষতিগ্রস্থ কৌটি কৌটি জনতা সরকারকে সাহা্য্য করবে.
শর্ত কেবল একটাই অর্থের জন্য মিথ্যা মামলা নয়, দেশের শান্তির জন্য নিরপেক্ষ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুকাবিলা করা.
মহান রব আমাদের সকলকে হেফজত করুন .......আমীন.
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন