যুদ্ধের ইতিহাসে যদি জঙ্গির গন্ধ পাওয়া যায়..
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৪ মে, ২০১৬, ১০:৪২:০৭ রাত
আজ আমার দেশ অনলাইন পত্রিকায় একটি খবর শিরোনাম করেছে "মাদ্রাসার বইয়ে জঙ্গিবাদের ‘গন্ধ’ চিহ্নিত করে বাদ দেয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের"
মাদ্রাসায় কি তাহলে এতোদিন জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হচ্ছে? তাহলে কি দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনরা জঙ্গি শিক্ষায় শিক্ষিত?
মাদ্রাসার বইগুলোতে রয়েছে সাহাবা, নবী রাসূল স. এর জিবনী. অন্যায়ের বিরুদ্ধে তাঁরা কিভাবে লড়েছেন তাঁর ইতিহাস. এসবকে যদি জঙ্গি বলা হয় তাহলে কবি নজরুলের "চল চল চল, উর্দ্ধ গগণে বাজে মাদল" ওলামায়ে কেরামের বৃটিশ বিরোধী আন্দোলন, মুক্তি যুদ্ধের চেতনা, হানাদার বাহিনির বিরুদ্ধে মুক্তি যুদ্ধের ইতিহাস সব জঙ্গি হয়ে যায়!
তারা আসলে কি চায়? দেশের মানুষগুলো, আগামী প্রজন্ম প্রতিবাদী হতে পারবে না, সাহাবাদের চেতনায়, মুক্তি যুদ্ধের চেতনায় বেডে উঠতে পারবে না? আমাদের সন্তানরা কি ফুটবল হিসেবে বড় হবে? আওয়ামী লিগের লাথি খেয়ে বিএনপিতে যাবে আর বিএনপির লাথি খেয়ে আওয়ামী লিগে যাবে. যুদ্ধের ইতিহাস পড়লে যদি জঙ্গি হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকেও অপমান করা হবে.
মুক্তিযু্দ্ধের চেতনা মানে পাকিদের নিপীড়ন, শোষনের ইতিহাস. মুক্তি যুদ্ধের চেতনা মানে জয় বাংলা বলে নিরিহ মানুষকে হত্যা করা নয়, জয় বাংলা বলে গরিব মানুষের গাড়ি ভাংচুর করা নয়.
আসলে তারা চায় দেশের মানুষ শেয়ালের মতো বড় হোক, এই দেশে যেন আর শেখ মুজিব, শহীদ জিয়া, মাওলানা ভাসানী, বীর শ্রেষ্ট জাহাঙ্গীর, মতিউর রহমানদের মতো আর কারো জন্ম না হয়.
আমাদের চেতনা কবে হবে? মুক্তদেশে মুক্তির স্বাদ কবে পাব?
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের চেতনা কবে হবে? মুক্তদেশে মুক্তির স্বাদ কবে পাব?
মন্তব্য করতে লগইন করুন