মাদ্রাসা শিক্ষার চাহিদা বেড়ে যেতে পারে কয়েকগুণ
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৬ এপ্রিল, ২০১৬, ১০:৪৮:২৪ রাত
দেশের স্কুল গুলোর পাঠ্য বইয়ে যে হারে শিক্ষার প্রবেশ-বাহির (আউট-গুয়িং) চলছে. এক সরকার এসে বলবে তার ছবি তার মন্ত্রীদের ছবি তাদের জীবনি প্রবেশ করাতে হবে. অন্য সরকার আসলে বলবে আগের গুলো বাদ আমাদের জিবনী শিখবে শিক্ষার্থীরা,
ধীরে ধীরে চেয়ারম্যান মেম্বারদের জিবনীতে (এখন যেমন নৌকা আর ধান নিয়ে ইউপি নির্বাচন হচ্ছে) ভরে যাবে স্কুল বই গুলো.
পাশা-পাশি সব ধর্ম বিষয়ে শিখতে হবে ছোট-ছোট শিক্ষার্থীদেরকে কারন স্কুলে হিন্দু বৌ্দ্ধ, খ্রীস্টানদের সন্তানও আছে,
বড় বড় বইয়ের ভারে কুঁজো হয়ে যাবে শিক্ষার্থীরা
পাঠের চাপে মাথা খারাপ হয়ে যাবে. মাথা খারাপ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেন্সিলের জন্য আন্দোলন করে গাড়ি ভাংচুর করবে, সহ পাঠিকে রক্তাক্ত করবে.
এসব দেখে একদিন মানুষ বলবে সরকার পাল্টানোর সাথে সাথে বই পাল্টে যায়, আর ওদিকে মাদ্রাসার বই গুলো পাল্টানোর কোন সুযোগ নেই কারন নবী স. বলেন "আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না", কুরআন শেষ আসমানী কিতাব আর কোন কিতাব অবতীর্ন হবে না.
তখন নিরুপায় হয়ে মাদ্রাসা শিক্ষার্থী বেড়ে যাবে,
হতে পারে অন্যান্য ধর্মালম্বীদের নতুন ধর্মশালা যেখানে তাদের সন্তানেরা তাদের ধর্ম নিয়ে পড়াশোনা করবে.
আমাদের উচিত আমাদের সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেব, তারপর নিজের স্বপ্ন অনুযায়ী স্বপ্নের রাস্তায় ভাসিয়ে দেব
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মঙ্গলময় আপনার ইচ্ছা পূরণ করার তৌফিক দিন। আমীন।
আপনার দোয়ায় আ-মীন
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক লাল
যে পরিবেশের সৃষ্টি হচ্ছে ( আযানের ধ্বনি নাকি শব্দ দুষণ করে !! নাউজুবিল্লাহ্) সামনে হয়ত এমনও দাবী আসবে যে শুধু জুম্মার দিন আযান দেওয়া ও মাসজিদ খোলা রাখার ( কারণ মাসজিদে নাকি জঙ্গি কার্যকলাপ হয় !! নাউজুবিল্লাহ্) শর্ত আরোপের কথা আসবে।
এরকম পরিবেশে পিতা মাতারা তাদের সন্তানদেরকে কি সাহস পাবে স্কুলের পরিবর্তে মাদ্রাসায় পাঠাতে ?
পরকাল মুখি হলে তখন শর্ত ভেঙ্গে মাদ্রাসা শিক্ষার জোয়ার বইবে.
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সাথে লাল
বেশিরভাগ মানুষ দুনিয়া লোভী। তারা সরকারী চাকুরীর আশায় সন্তানদের স্কুল, কলেজে পড়াতেই থাকবে।
মন্তব্য করতে লগইন করুন