মোল্লা, মৌলভী, হুজুর রা যাবে কোথায়?
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৩ এপ্রিল, ২০১৬, ১১:৫৮:১৩ রাত
এক হুজুর লম্বা জামা পড়ে মাথায় পাগড়ী বেঁধে চলছেন.
হুজুরকে দেখে একজন বলল, দেখ! কত লম্বা জামা পড়েছে, হুজুররাই কাপড়ের দাম বাড়িয়ে ফেলেছেন.
আরেক হুজুর পাঞ্জাবী (কাটা জামা) পরে যাচ্ছেন.
তাঁকে দেখে এক ব্যাক্তি বলল, দেখ! হাফ মৌলভী যায়.
আরেকজন হুজুর ফুলের কাজকরা সুন্দর জামা পরে যাচ্ছেন.
তা দেখে আরেকজন বললেন এসব হচ্ছে ট্যাডি হুজুর.
এক ব্যাক্তি হুজুরকে দাওয়াত দিলেন.
হুজুরের ক্ষিধে ছিল তাই খুব ভাল করে খেলেন, তা দেখে এক মেহমান বললেন হুজুররা খাবার বেশ টানতে পারেন.
আরেক ব্যাক্তি হুজুরকে দাওয়াত দিলেন.
হুজুর ছিলেন একটু রোগা, তাই অল্প খেয়ে উঠে গেলেন.
তা দেখে এক ব্যাক্তির মন্তব্য, হুজুরদের ডাল-ভাত খাওয়ার অভ্যাস তাই এসব খেতে পারে না.
হেফাজত লাঠি নিযে মিছিল করলে জঙ্গি হয়ে যায়.
তাসবিহ হাতে মিছিল করলে বলে বেকুবের দল তাসবিহ হাতে আন্দোলন হয় নাকি?
হুজুরদের পেছনে লেগে থাকা এক ভাইকে কোনদিন কুরআন তেলাওয়াত করতে দেখি নি. অথচ তার সাথে এক রুমে থাকি তিন বছর ধরে. অনেক সময় এমন এমন কথা বলে ফেলেন যাতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে.
তাকে একদিন জিজ্ঞেস করলাম
তুমি যে মুসলিম তা কি করে বুজলে?
সে উত্তর দিল আমার বাবা মুসলিম তাই আমিও মুসলিম.
বাবা মুসলিম হলেই কি পুত্র মুসলিম হয়ে যায়?
সে উত্তর দিল আমি গুরুর মাংস খাই তাই আমি মুসলিম.
আল্লাহ আমাদের প্রত্যেক নিজের দোষ দেখে সংশোধনের তাওফিক দিন. আমীন
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হি হি
কথা সত্য, সমালোচনা করাই তাদের কাজ,
আসলে মুসলিম হওয়া অনেক সহজ।
বাপ দাদারা থাকলে ই হলো।
অথচ বাপ ডাক্তার হলে ছেলে যদি মেডিকেলে না পড়ে, সে কি ডাক্তার বলতে পারে নিজেকে??
০ বাংলাদেশে এরকম নেহায়েৎ কম নয়,বিশেষ করে গ্রামে । বাবা ডাক্তার ছিল , ছেলেও বংশানুক্রমিকভাবে ডাক্তার ।
আর সিকদারের একজন নিউরোলজিস্ট নাকি ডাক্তারী না পড়েই কনসালটেন্সী করে যাচ্ছিল !
হুজুরেরা তাদের নিজস্বতা বজায় রেখে চলবে, এটাইতো প্রত্যাশিত।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ.
সম্পূর্ণ একমত।
অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন