মোল্লা, মৌলভী, হুজুর রা যাবে কোথায়?

লিখেছেন লিখেছেন বিন হারুন ২৩ এপ্রিল, ২০১৬, ১১:৫৮:১৩ রাত

এক হুজুর লম্বা জামা পড়ে মাথায় পাগড়ী বেঁধে চলছেন.

হুজুরকে দেখে একজন বলল, দেখ! কত লম্বা জামা পড়েছে, হুজুররাই কাপড়ের দাম বাড়িয়ে ফেলেছেন.

আরেক হুজুর পাঞ্জাবী (কাটা জামা) পরে যাচ্ছেন.

তাঁকে দেখে এক ব্যাক্তি বলল, দেখ! হাফ মৌলভী যায়.

আরেকজন হুজুর ফুলের কাজকরা সুন্দর জামা পরে যাচ্ছেন.

তা দেখে আরেকজন বললেন এসব হচ্ছে ট্যাডি হুজুর.

এক ব্যাক্তি হুজুরকে দাওয়াত দিলেন.

হুজুরের ক্ষিধে ছিল তাই খুব ভাল করে খেলেন, তা দেখে এক মেহমান বললেন হুজুররা খাবার বেশ টানতে পারেন.

আরেক ব্যাক্তি হুজুরকে দাওয়াত দিলেন.

হুজুর ছিলেন একটু রোগা, তাই অল্প খেয়ে উঠে গেলেন.

তা দেখে এক ব্যাক্তির মন্তব্য, হুজুরদের ডাল-ভাত খাওয়ার অভ্যাস তাই এসব খেতে পারে না.

হেফাজত লাঠি নিযে মিছিল করলে জঙ্গি হয়ে যায়.

তাসবিহ হাতে মিছিল করলে বলে বেকুবের দল তাসবিহ হাতে আন্দোলন হয় নাকি?

হুজুরদের পেছনে লেগে থাকা এক ভাইকে কোনদিন কুরআন তেলাওয়াত করতে দেখি নি. অথচ তার সাথে এক রুমে থাকি তিন বছর ধরে. অনেক সময় এমন এমন কথা বলে ফেলেন যাতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে.

তাকে একদিন জিজ্ঞেস করলাম

তুমি যে মুসলিম তা কি করে বুজলে?

সে উত্তর দিল আমার বাবা মুসলিম তাই আমিও মুসলিম.

বাবা মুসলিম হলেই কি পুত্র মুসলিম হয়ে যায়?

সে উত্তর দিল আমি গুরুর মাংস খাই তাই আমি মুসলিম.

আল্লাহ আমাদের প্রত্যেক নিজের দোষ দেখে সংশোধনের তাওফিক দিন. আমীন

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366868
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যত দোষ এক জনেরই!!
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৪
304441
বিন হারুন লিখেছেন : একজন-টা কে ভাই? Happy
366869
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:০৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ঐসব গর্দভগুলোরে জিগাইতে মনে চায় সিগারেটের দাম বাড়লো কেন? কেন তেল-পিয়াজের দাম বাড়ে। পরিবহনের দাম কদিন পর পর বাড়ে কেন?
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৬
304442
বিন হারুন লিখেছেন : ঐসব জিনিষের দাম বাড়ে আমরা ভুলকরে ভুল মানুষটিকে আমাদের নেতা নির্বচন করি বলে.Happy
366883
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৪৮
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি
কথা সত্য, সমালোচনা করাই তাদের কাজ,

আসলে মুসলিম হওয়া অনেক সহজ।
বাপ দাদারা থাকলে ই হলো।

অথচ বাপ ডাক্তার হলে ছেলে যদি মেডিকেলে না পড়ে, সে কি ডাক্তার বলতে পারে নিজেকে??
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫১
304431
হতভাগা লিখেছেন :
অথচ বাপ ডাক্তার হলে ছেলে যদি মেডিকেলে না পড়ে, সে কি ডাক্তার বলতে পারে নিজেকে??


০ বাংলাদেশে এরকম নেহায়েৎ কম নয়,বিশেষ করে গ্রামে । বাবা ডাক্তার ছিল , ছেলেও বংশানুক্রমিকভাবে ডাক্তার ।

আর সিকদারের একজন নিউরোলজিস্ট নাকি ডাক্তারী না পড়েই কনসালটেন্সী করে যাচ্ছিল !
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫১
304443
বিন হারুন লিখেছেন : ডাক্তারের ছেলে যদি ডাক্তারী না পড়েই চিকিত্সা শুরু করে দেয়, তাহলে রুগি মারা যেতে পারে. তেমনি ইসলাম চর্চা না করে ইসলামের বিধান না মেনে মুসলিম দাবী করলেও ঈমান মারা যাবে. ধন্যবাদ দু'জনকেই Happy
366893
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি আমার মত করে ন্যায়ের পথে চলব। কে কি ভাবল, তা হিসেবে নিতে আমার বয়ে গেল! একজন হুজুর লোকের রুচি অনুযায়ী চলার জন্য লম্বা পাঞ্জাবি থেকে থেকে খাটো, গোল থেকে কাটা, নকশাবিহীন থেকে নকশা করা, দাড়ি থেকে দাড়িহীন, টুপি থেকে টুপি ছাড়া, অল্প খাওয়ার অভ্যাস থেকে বেশি খাওয়ার অভ্যাস, আবার লোকে বেশি খেলে পেটুক বলবে তাই কম খাওয়া ইত্যাদিও কিন্তু দায়ী নয় উক্ত কথাগুলো শোনার জন্য।
হুজুরেরা তাদের নিজস্বতা বজায় রেখে চলবে, এটাইতো প্রত্যাশিত।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫২
304445
বিন হারুন লিখেছেন : হুজুরেরা তাদের নিজস্বতা বজায় রেখে চলবে, এটাইতো প্রত্যাশিত। Applause
366896
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : ধর্মীয় গুরুদের নিয়ে সমালোচনা মানুষ খুব আয়েশের সাথে করে , নেতাদের নিয়ে করলে উল্টো পথে পায়েস বের হয়ে আসবে ।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৭
304446
বিন হারুন লিখেছেন : আমরা কারো সমালোচনা না করে যদি নিজের দোষগুলো খুঁজে সংশোধন করে নিতাম তাহলে হয়তো পৃথিবীটা খুব সুন্দর হয়ে যেত.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ.Happy
366918
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২১
আবু জান্নাত লিখেছেন :
হতভাগা লিখেছেন : ধর্মীয় গুরুদের নিয়ে সমালোচনা মানুষ খুব আয়েশের সাথে করে, নেতাদের নিয়ে করলে উল্টো পথে পায়েস বের হয়ে আসবে।


সম্পূর্ণ একমত।

অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৫
304451
বিন হারুন লিখেছেন : আমিও একমত. আপনাকে অনেক অনেক ধন্যবাদ. জাযাকাল্লাহ্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File