তাঁরা কত আপন ছিল কিন্তু.............

লিখেছেন লিখেছেন বিন হারুন ১৯ এপ্রিল, ২০১৬, ১২:১৬:০৯ দুপুর

তাদের কথা বলছি যাদেরকে দেশের কেউ চিনতো না, কিন্তু সরকারের আর বিদেশী এনজিও মিডিয়া যাদের রাতারাতি হিরো বানিয়ে দিল. এসব হিরোরা খুব ভাব নিয়ে ছিল. তারা যুদ্ধপরাধীদের বিচার না চেয়ে কিছু ইসলামী মনা মানুষের বিচার চাইতে শুরু করল, আদালতে রায় দেওয়ার পূর্ব থেকে নির্দিষ্ট কিছু মানুষকে যুদ্ধপরাধী, রাজাকার সাব্যস্থ করছিল.

আমিও খুব খুশি হয়েছিলাম যুদ্ধের সময় যারা লুটতরাজ করে রাতা-রাতি ধনী হয়েছিল. পাকিস্তানী হানাদার বাহিনীকে নিরিহ মানুষ মারতে সহায়তা করেছিল তাদের বিচার হবে.

কিন্তু খেলা যখন শুরু হল দেখলাম ২০/২৫জন নামাযী, ইসলামীমনা মানুষ গুলোকেই কেবল জেলে পুরলো. মনে অনেক প্রশ্ন উদয় হল যুদ্ধের পর থেকে এসব মানুষের নামে কেউ মামলা করে নি কেন? তাদের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিল কেন? তাহলে জনগণের কাছে কি এসবের গ্রহণ যোগ্যতা পায় নি?

তাদের উদ্দেশ্য পূরণ হল. আর রাতারাতি যারা নেতা হয়েছিল, হিরো বনে ছিল তারা টয়লেট টিস্যুর মতো ডাস্টবিনে নিক্ষেপ হতে লাগল.

আরো কিছু উদ্দেশ্য আছে ওসব পূরণ হলে আরো কিছু টয়লেট পেপার ডাস্টবিনে যাবে.

আর আমাদের ব্যবহার করে অন্য কেউ ক্ষমতার বদল করবে, তারাও দেশ নিয়ে ভাবার সময় পাবে না, তারাও প্রতিশোধ নিতে ব্যস্ত থাকবে.

আর আমাদের সন্তানগুলো অনিরাপদ দেশের নাগরিক হবে.

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366253
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সবাই যদি আপনার মতো উপলব্ধি করতো। হয়তো এখন সবাই বুঝছে কিন্তু সবার হাত পা বাধা। কিছু করার নেই। আল্লাহ সহায় হোন।
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:১০
303861
বিন হারুন লিখেছেন : দেশে শান্তি ফিরে আসুক, আল্লাহ্ সহায় হোন. আ-মীন.
366255
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৬
আবু জান্নাত লিখেছেন : সত্যি বলেছেন, উপলদ্ধি করার মত বিষয়।
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:১০
303862
বিন হারুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আবু জান্নাত ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File