কিছু প্রশ্নোত্তর
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৪ মার্চ, ২০১৬, ০২:৩৬:০৯ দুপুর
প্রশ্ন. বিয়ের আগের অবৈধ-অপবিত্র সম্পর্ককে কিছু মানুষ কবে থেকে পবিত্র মনে করা শুরু করল?
উত্তর: সালমান শাহ্ যেদিন ছায়াছবিতে বিয়ের আগে অবৈধ প্রেম করতে যায়, আর প্রেমিকার বাবার আঘাতে রক্তাক্ত হয়ে বলেছেন: "চৌ. সাহেব আমি ওকে ভালবাসি আপনি আমাদের পবিত্র প্রেমে বাঁধা দিয়ে ঠেকাতে পারবেন না, আমি মরেযাব তবুও আমাদের পবিত্র প্রেমকে মরতে দেব না" প্রকৃত সত্য হচ্ছে বিয়ের আগে পর নারীর সাথে সম্পর্ক ইসলামে বৈধ নয়.
প্রশ্ন. সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান স্বস্থ্যের জন্য ক্ষতিকর" তবু কিছু মানুুষ তা স্বাচ্ছন্দে পান করে কেন?
উত্তর: দেশের কিছু অমানুষ ভালমানুষের রুপ ধরে ধোঁকা দিয়ে এসব মানুষকে বোকা বানিয়ে ফেলেছে. তাই এসব বোকারা ভাবে, সব খারাপ মানুষ নিজেকে ভাল, সত্ বলে ঢোল পেটায়, সত্য কথা বলে শুধু বিডি-সিগারেট. এই সত্য কথায় মুগ্ধ হয়ে তারা বিড়ি-সিগারেট পান করেন.
প্রশ্ন. দেবরকে ভাই বলে ঢোল পেঠানো হয় কেন?
উত্তর. হাত ধরা অবস্থায় শশুর-শাশুডি দেখে ফেললে পার পাওয়ার জন্য. রাসূল (স.) দেবরকে জম বলেছেন. সুতরাং দেবর কখনো ভাই হয় না. তেমনিভাবে শালী, চাচাতো, মামাতো, ফুফাতোবোন কখনো বোন হয় না. পুরুষদের ধর্মীয় মা, বোন মেয়েদের জন্য ধর্মীয় বাবা, ভাই এসব নিছক ভন্ডামী.
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন