দূরন্ত পাখি......
লিখেছেন লিখেছেন বিন হারুন ২০ মার্চ, ২০১৫, ১০:০৭:২১ রাত
দূরন্ত পাখি......
যখন বয়স সাত কিংবা আটে
ঘাস ফডিঙের পিছু নিতাম
তাকে ছুব বলে,
লাফিয়ে বেড়াতাম ফডিঙের সাথে
ধানের ক্ষেত আর সবুজ মাঠে.
কখনো বা নিজেকে পাখি ভেবে
উড়ে বেড়ার স্বপ্ন দেখতাম
মেঘ-মালার সাথে,
কখনো বা নিজেকে ভাবতাম জলপরি,
তাইতো গ্রীষ্মের দূপুরে
পানি খেলায় মত্ত হয়ে
শুনতে হতো মায়ের বকুনি.
নদীর ঢেউ দেখে মনে হতো
মিতালিতে মাতি নদীর সাথে,
ইচ্ছে থাকলেও পারি না
কারন এখন আমি পনেরোতে.
এখন আর পারি না
গাছের মগডালে চড়তে,
পারি না ভর দূপুরে
পাখির বাসা ভাঙতে.
এখন একটু দৌড়ে হাঁপিয়ে উঠি
নেই আগের মতো বল,
পারিনা করতে কোলাহল;
বাইরে আমার জন্য উতপেঁতে থাকে
দুষ্ট মানবের দল.
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছেন। ধন্যবাদ কবি।
আপনার ভালোলাগা আমাকে আনন্দিত করল. অসংখ্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন