আল্লাহ'র রহমতে বেঁচে গেলাম ছিনতাইকারীর কবল থেকে.....
লিখেছেন লিখেছেন বিন হারুন ০২ নভেম্বর, ২০১৪, ১০:২৮:১৭ সকাল
ইউ.এ.ই প্রবসীদের জন্য সতর্কমূলক পোষ্ট.
আমরা যারা আমিরাতকে নিরাপদ স্হান মনে করে মনের স্বাধে ঘুরে-বেড়াই তারা যেন একটু সাবধান থাকি.
সেদিন ছিল শুক্রবার. আমি আমিরাতের মুসাফফায় গিয়েছিলাম একজন থেকে কিছু টাকা পাব তা আনতে. দিনটি শুক্রবার হওয়ায় বাসগুলোতে ভিড় ছিল. রিজার্ভ টেক্সিতে ভাড়া বেশি আসে তাই. লোকাল কারে উঠলাম. কারটিতে দু'জন যাত্রী ছিল তারা ছিল আফ্রিকান. ড্রাইবারও ছিল আফ্রিকান. অর্ধেক পথ আসার পর এক আফ্রিকান বলল আমি সামনে নেমে যাব ভাড়া নাও বলে ড্রাইভারকে দশ টাকার নোট দিল. ড্রাইভার বলল আমার কাছে ভাংতি নেই. আফ্রিকান লোকটি আমাকে বলল আপনার কাছে ভাংতি আছে? আমি বললাম নেই কারন তাদের চাহনি হাবভাব আমাকে সন্দেহ প্রবন করে তোলেছে. ও আবার আমাকে বলল দেখুন না ব্যাগ চেক করে. আমি বললাম চেক করতে হবে না. আমি একটু চালাকি করে বললাম আমার বেশ তৃষ্ঞা পেয়েছে সামনের গ্রোসারীতে একটু দাঁড়াও পানি নেব. গাড়ি থামল আমি নেমে পানি নিলাম. পানি নিয়ে আসার সময় গাড়ির নাম্বারটি দেখলাম.
কিছুদূর আসার পর যেখানে দোকান-পাট নেই সেখানে একজন আফ্রিকান নামলেন. সীটে পাঁচশত টাকার একটি নোট রেখে চলে যাচ্ছেন. অন্যজন আফ্রিকান তা পকেটে নিয়ে নিলেন. আমি লোকটি ডেকে বললাম আপনার টাকা. লোকটি শুনেও না শুনার ভান করে দু'এক কদম সামনে দিয়ে পেছনে আবার আসলেন. বললেন আমার টাকা হারিয়ে গেছে. আমি বললাম টাকাটা ও নিয়েছে. লোকটি টাকাটা বের করে দিলেন. যার টাকা সে বলল আমার আরো পাঁচ হাজার দিরহাম ছিল. সবাই ব্যাগ বের করুন চেক করব. সাথে সাথে ড্রাইবার আর অপর আফ্রিকান তাদের ব্যাগখুলে দেখাতে লাগল. আমি বললাম টাকা হারিয়ে গেছে পুলিশকে ফোন কর. পুলিশ আসলে পুলিশ চেক করবে. ইতোমধ্যে ড্রাইবার দরজা সামনে থেকে লক করে রেখেছে. আমার সন্দেহ আরো প্রবল হল আমি ছিনতাইকারীর কবলে পড়েছি. ওরা আমাকে পুলিশকে কল করতে দিচ্ছে না, তারাও করছে না. আমার ব্যাগ নিয়ে টানা-টানি শুরু করে দিল.
তারপর আমি বললাম. দেখে তোদের গাড়ির নাম্বার আমি গ্রোসারীর মালিককে দিয়ে এসেছি. আমার কিছু হলে কেউ রেহাই পাবি না. সাথে সাথে তারা কথা ঘুরিয়ে নিল. বলল: বন্ধু আমরা তোমার সাথে মজা করেছি. বাঙ্গালী খুব ভাল, বুদ্ধিমান. তুই ভাল মানুষ ও হারামী ওকে পুলিশ দেব. এ কথা বলে গাড়ির লক খুলে দিল. আমি মাঝ পথে নেমে গেলাম.
অন্য গাড়ি করে গন্তব্যে ফিরে এলাম.
আল্লাহ'র অশেষ রহমতে বেঁচে গেলাম. ইদানিং বাসেও আফ্রিকানরা যথেষ্ট পকেটমারা শুরু করেছে. তাই আমাদের উচিত নিজে সাবধান হওয়া অন্য ভাইদেরকেও সাবধান করা. সময় একটু বেশি গেলেও বাসে কিংবা টেক্সিতে যাতায়াত নিরাপদ. কিছুতেই এসব অবৈধ লোকাল কারে চড়া উচিত নয়.
আল্লাহ আমাদের হেফাজত করুন.
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতর্কতা মুলক সুন্দর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খারাপ সব খানেই আছে সেটা আমিরাত হোক আর মক্কা মদিনা হোক। আমি বর্তমানে মদিনায় অবস্থান করছি। আর এখানে ও এই চক্র খুব সক্রিয়। আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
৯৯.৯% এশিয়ান তথা বাঙ্গালী, পাঠান আর ইন্ডিয়ান ড্রাইভার থাকতে আপনি ওদের গাড়ীতে চড়তে গেলেন কেন?
আপননি মোসাফ্ফাহ কত নম্বর থেকে কোথায় যেতেছিলেন?
আফ্রিকার মানুষ গুলো সব জায়গাই বিভিন্ন ধরনের অপরাধ করছে ।
আফ্রিকার মানুষ গুলো সব জায়গাই বিভিন্ন ধরনের অপরাধ করছে
মন্তব্য করতে লগইন করুন