বুদ্ধিমান এক পাখি ('র তিনটি উপদেশ) ছোট গল্প
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৬ মে, ২০১৪, ১১:৩০:৪৫ সকাল
বাগদাদের খতিব ইমাম হাফেজ আবু বকর দাউদ ইবনে আবুল হিন্দ’র সনদে বর্ণনা করেন যে, এক ব্যক্তি একটি (চুন্ডল) সুরেলা পাখি ধরল। পাখিটি লোকটিকে ল্য করে বলল, তুমি আমাকে কি করবে? লোকটি বলল, তোমাকে জবাই করে খাব। পাখি আবার বলল, আল্লাহর কসম আমাকে খেয়ে তোমার শরীরে কোন শক্তি সৃষ্টি হবে না, আর তোমার পেটও ভরবে না। আর যদি আমাকে ছেড়ে দাও, তবে আমি তোমাকে এমন তিনটি অতি মূল্যবান কথা বলে দিব, যা আমাকে খাওয়া থেকেও তোমার অনেক বেশী উপকার হবে।
এবার লোকটি বলল, ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিব, তবে মূল্যবান কথাগুলো আমাকে বল।
পাখিটি বলল, তবে আমার তিনটি শর্ত আছে। প্রথম শর্ত ফর্মূলাটি তখন বলব যখন আমি তোমার বন্দীত্ব থেকে মুক্ত হয়ে তোমার হাতে বসব। দ্বিতীয় ফর্মূলাটি তখন বলব, যখন আমি কোন বৃরে উপর গিয়ে বসব। আর তৃতীয় ফর্মূলাটি আমি যখন কোন পাহাড়ের সুউচ্চে গিয়ে পৌঁছাবো, তখন বলব। সুতরাং পাখির মুখে এরূপ কথা শুনে লোকটি পাখিটিকে হাতে বসালো।
পাখিটি যখন দেখল যে, লোকটি তাকে হাতে বসিয়েছে, তখন সে লোকটিকে বলল, প্রথম উপদেশ হল, যে বস্তু তোমার হাত থেকে চলে যায় তার জন্য অনুশোচনা করবে না। একথা বলে সে লোকটির হাত থেকে উড়ে একটি গাছের ডালে গিয়ে বসল। সেখান থেকে দ্বিতীয় উপদেশটি বলল, যদি কেউ কোন অসম্ভব বস্তুকে সম্ভব বলে, তা বিশ্বাস করো না। অতঃপর পাখিটি উড়ে গিয়ে একটি পাহাড়ের উপর বসল। এবার পাহাড় থেকে বলতে লাগল, ওহে দুর্ভাগা! তুমি কিন্তু একটি ধোঁকা খেলে। কেননা তুমি যদি আমাকে ছেড়ে না দিয়ে জবাই করতে তবে আমার পাকস্থলিতে ২০ মিসকাল ওজনের একটি মারওয়ারিদ পাথর পেয়ে যেতে। পাখির মুখে এরূপ কথা শুনে লোকটি খুবই অনুশোচনা করতে লাগল। সেই সাথে পাখিটিকে ল্য করে বলল, যা হবার তাতো হয়েই গেছে। কিন্তু তুমি চার নম্বরের উপদেশটি বলে দিয়ে যাও। পাখি বলল, আমার বলা তিনটি উপদেশই তো ভুলে গেলে। এখন চতুর্থটি শুনে লাভ কি? লোকটি বলল, কীভাবে ভুলে গেলাম। পাখি বলল, আমি কি তোমাকে বলিনি যে, যে বস্তু হাত থেকে চলে যায়, তার জন্য কোন অনুশোচনা করতে নেই, কিন্তু তুমি আমাকে হাত ছাড়া করে সেই অনুশোচনায় ভুগছো। দ্বিতীয়তঃ আমি বলেছিলাম অসম্ভবকে কেউ সম্ভব বললে, তা বিশ্বাস করবে না। কিন্তু এর প্রতিও তুমি কোন আমল করলে না। কেননা আমি তো তোমার হাতেই বসা ছিলাম। তুমি কি তখন আমার ওজন অনুমান করতে পারনি। তুমি কীভাবে ভাবলে যে, আমার মত নগণ্য ও দূর্বল পাখি এ ভারী পাথর কিভাবে পেটে রাখতে পারে। যাও নিজের কাজ কর।
[তথ্য-হায়াতুল হায়াওয়ান]
লোকটি নিজে নিজেই লজ্জিত হল এবং নিজের বাড়ীতে ফিরে গেল।
বিষয়: বিবিধ
৪৪৪১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাখি যদি চার নম্বর উপদেশ দিত সেটা আমার মতে- "ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয় না"।
আই আ্যাম সরি টু সে দ্যাট
Fantastic ভাইয়া @
তবে আপনার সাথে ঝগড়া আছে আপনি যা করেছেন, সেটা ক্ষমাযোগ্য নয়
আপনার ঝগড়ার কারন কিছুটা আঁচ করতে পারছি. তবে আমি স্যরি, খুবই ব্যস্ততার কারণে ব্লগে তখন বসতে পারিনি. আশা করি ক্ষমা পাব
মন্তব্য করতে লগইন করুন