কেন খুকি হয়ে থাকলি না আর ক'টি বছর?
লিখেছেন লিখেছেন বিন হারুন ১৫ মে, ২০১৪, ০৮:৪৯:৪৪ রাত
চুড়ি, ফিতার আবদার কেউ আর করবে না,
আমার অপেক্ষায় থাকতে থাকতে
তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে
আর কেউ ঘুমাবে না.
আমাকে না দেখে সে রাত কাটাবে না বলে
আমি আসার আগে আমার বিছানায় ঘুমোবে না.
রাত্রে জাগানোর আগে জেগে যাওয়া বোনের আকুতি
ভাইজান এসেছো, এতোরাত করেছো কেন?
কেউ আর বলবে না.
চোখ লাল করে, মুখে ভেঙছি কেটে আর বলবে না
মেহেন্দি সব শেষ হয়ে গেছে জান না?
- কই তুমি বল নি তো!
- বলতে হবে কেন? তুমি জান না কেন?
-আচ্ছা কাল এনে দেব এখন ঘুমাও.
-কাল না আনলে আঁড়ি দেব, কথা আর বলব না.
_____________________________
সেই তুই কেন বড় হয়ে গেলি?
আর ক'টি বছর সেই খুকি হয়ে থাকতিস যদি.
আরো কিছু আদুরে কন্ঠে বকুনি আর আঁড়ি খেতে পারতাম,
কিছুদিন আগে মা আমাকে বলেছে
তুই নাকি বড় হয়ে গেছিস তাই তোর বিয়ে দেবে.
ভেবেছিলাম তুই বিরক্ত করিস বলে ভয় দেখিয়েছে.
সত্যিই তোকে আজ অন্যের ঘরে পাঠাতে হচ্ছে
এটিই সমাজের নিয়ম বলে.
তোর কান্নার নোনা জল মানুষের কাছে অশ্রু ফোঁটা
কিন্তু আমার কাছেতো এ মহা সাগর!
বোন! তুই খুকি হয়ে থাকলি না আর ক'টি বছর?
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ছোটবোনকে অভিনন্দন!
মন্তব্য করতে লগইন করুন