মনের ভেতর বিরাজ করে হারানোর ভয়
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৮ মার্চ, ২০১৪, ০২:৪৭:১৪ দুপুর
এস.বি তে লিখতাম নাম ছিল চাটগাঁইয়া. ব্লগিং শুরু সোনার বাংলাদেশ দিয়ে. কাজেই এসবি ছিল প্রথম ভালবাসা, যা কখনো ভুলবার নয়. জানি এস.বি বন্ধ তবু অফিসে আসলে ওয়েবটিতে এক-দু বার ঢু না মারলে ভাল লাগত না. তারপর বিভিন্ন ব্লগে ঘুরি ফিরি, এসবির মতো কাউকে আপন করতে ইচ্ছে করে না. দুয়েক মাস আগে ফেসবুকে এক বন্ধুর লিংকে ক্লিক করে সোজা টুড়ে ব্লগে এসে পড়লাম. ঘুরে ফিরে দেখলাম নীতিমালা এবং ব্লগারদের নাম গুলো. এসবির পুরোনোদের দেখে মনে হল পুকুরে ডুব দিয়ে স্বর্গে চলে এসেছি. কি যে আনন্দ পেয়েছি তা লিখে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়.
তারপর অনেকের ব্লগ খুলে দেখি আট-নয় মাস হয়ে গেল একটি মাত্র পোষ্ট দিয়েছে অনেকে একটিও না. এসব দেখে মর্মাহত হলাম. আবার অনেকের নিয়মিত পোষ্ট দেখে উত্সাহিত হয়ে নিজেকেও টুড়ের সাথে জড়ানোর আশায় রেজিষ্ট্রশন করতে চেষ্টা করি. আমার আইড়ি লিখলে বলে ব্যবহৃত অনেক দু:খ পেলাম. ব্যবহৃত হবে কেন? এস.বির সেই পুরনো নাম "চাটগাঁইয়া" লিখেও চেষ্টা করলাম রেজিষ্ট্রেশন হয় না. অবশেষে এক বন্ধুর আইড়ি লিখে টুড়ে ব্লগে রেজিষ্ট্রেশন করলাম.
দুই দিনে চারটি পোষ্ট দিলাম তাড়াতাড়ি প্রথম পাতার অনুমোদনের জন্য. তৃতীয়দিন দেখি মড়ু আমাকে প্রথম পাতায় লেখার এবং মন্তব্য করার সুযোগ দেয় অনেক ভাল লাগল.
কিন্তু এস.বিতে যেমন মন খুলে লিখতাম টুড়েব্লগে তেমন মন খুলে লিখতে পারি না. ভয় হয় এতো কষ্ট করে লিখব, সবাইকে আপন বানাব, এসবির মতো যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার ব্যথা পাব, ব্যথার ভয়ে ভালবাসার বন্ধনে নিজেকে জড়াতে আনন্দ পাই না. কথায় আছে "যার বাবাকে কুমিরে খায়, সে ঢেঁকি দেখলে ভয় পায়" আমারো সে অবস্থা.
আমার মরণের আগে যেন টুড়ে ব্লগের মরণ না হয়. এই প্রার্থনাই করি মহান রবের কাছে.
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারের বিরাগ ভাজন না হলে সামুর মত চলতে পারবে ।
তবে সরকারের বুঝা উচিত জামাত, বিএনপি সরকারের যতটুকু ক্ষতি করতে পারেনি, তারচেয়ে বেশী ক্ষতি করেছে ইন, মতিয়া এবং জাতীয় পার্টি. সরকার ভিন্নমত শোনার শক্তি অর্জন করুক এই কামনা করছি
হাতুড়ি মার্কা ধন্যবাদ
এসবির লেখা কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন।
আপনার অনুভূতিকে ধন্যবাদ।
আমার জীবনের প্রথম ব্লগ প্রীতি ও কিন্তু টুডে ব্লগই।
আপনাকে তো আমি চিনতাম! কেমন আছেন? বিষয়টি জেনে কিভাবে দু:খ প্রকাশ করব ভাবতে পারছিনা একদম।
আসলে এসবি বন্ধ হওয়ায় আমার ব্লগিং বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। যাক আপনাদের মত পুরানা ব্লগার পেয়ে মনে অনেক সাহস পেলাম। আপনি তো অনেক জনপ্রিয় ব্লগার ছিলেন যদ্দুর মনে পরে। নস্টালজিয়া!!!!!!!!!!!!
লিখে যান, এগিয়ে চলুন!
মন্তব্য করতে লগইন করুন