দু'ফোটা অশ্রু ঢাল
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৫:২৯ সন্ধ্যা
মন আমার!
তুমি যদি সুখ খোঁজ
ধনির অট্টালিকায়,
পাবে সেথা ঘোর শুধু
সুখ নেই সেথায়.
তুমি যদি সুখ খোঁজ
নেতাদের ক্ষমতায়,
খোঁজ নিয়ে দেখ, তাদের
নির্ঘুম রাত যায়.
সুখ যদি মনে করো
নদীর ওপারে,
সেথা গিয়ে দেখবে
ঠাঁই নেই কিনারে.
সুখ যদি মনে করো
প্রতিবেশীর কুটিরে,
কান্নার আওয়াজ পাবে
কান দাও তিমিরে.
--------------
ক্ষমা প্রর্থনা করে
দু'ফোটা অশ্রু ঢাল
রবের দরবারে,
শান্ত, শীতল হবে
দাবানল নিভে.
বিষয়: বিবিধ
২৪০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার তরে অশ্রু ভেজা চোখে পেয়েছি আমি প্রভু।
তাওবা করো তুমি বারেবার
খোলা পাবে মোর রবের দুয়ার।
(আজ আমার ভাগ্য ভাল হাঁতুড়ি দেখান নি বলে)
বেশ ভালো লাগলো। ধন্যবাদ
১৩৫০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন