জীবনের সর্ব শেষ চিকিত্সা
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৫:৩০ রাত
আবু সালেহ সেদিন চায়ের দোকানে বসে দোকানি থেকে একটি চা চেয়ে চেয়ারে বসলেন. মুখ ভর্তি খোঁচা দাঁড়ি বেশ সুন্দর লাগছে তাঁকে. দোকানের বালক তাঁকে চা দিলেন. চা পানকরে দোকানিকে টাকা দিতে গেলে হঠাৎ তিনি পড়ে যান. ভালভাবে আওয়াজ করতে পারছেন না. আশ-পাশের লোকজন ধরা-ধরি করে পাশের ডাক্তারের কাছে নিয়ে গেলেন. ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে জানালেন রুগির ডায়াবেটিক চরম পর্যায়ে! ডাক্তার তাঁকে জিজ্ঞেস করলেন আপনার ডায়েবেটিক কত বছর থেকে?
তিনি কাঁপা কন্ঠে (তখনো ভালকরে আওয়াজ করতে পারছিলেন না.) জানালেন অনেক বছর থেকে.
ডাক্তার: তো আর চিকিত্সা করান নি?
আবূ সালেহ: পাঁচ মাস আগে আমাদের এলাকায় এক কবিরাজ এসেছিলেন. তিনি দুই হাজার টাকা নিয়ে আমাকে কিছু হালুয়া খেতে দিয়ে ছিলেন. এবং বলেছিলেন এটি জীবনের শেষ চিকিত্সা, এবং বলেছিলেন ছয়মাস পর্যন্ত ডায়াবেটিক চেক না করাতে, আর গোস্ত, ভাত ইত্যাদি সব খাবার খেতে পারব বলেছিলেন, তাই গত পাঁচ মাস ডায়াবেটিকের জন্য আমি কোন ডাক্তারের কাছে যাই নি.
ডাক্তার: তো আপনার কবিরাজ এখন কোথায়?
আবূ সালেহ লজ্জিত হয়ে বললেন আমি তাঁকে চিনি না.
ডাক্তার মুচকি হেসে বললেন ছয়মাস পরে হলে হয়তো আপনাকে কোন ডাক্তারের কাছেই যেতে হত না, আর কোন ৗষধও খেতে হত না. আবূ সালেহ বললেন দু:খিত বুঝতে পারিনি ডাক্তার সাহেব. ডাক্তার সাহেব বললেন যদি ছয়মাস চিকিত্সা না করে মরে যেতেন তাহলে কবিরাজের কথা সত্যি হত. কোন পথ্য গ্রহণ করতে হত না. সব খেতে পারতেন যদি ভাল কাজের জন্য বেহেস্ত পেতেন.
আমরা চেষ্টা করি প্রতারনার ফাঁদে না পড়ার জন্য, কিন্তু আমার প্রতারণায় কার কতটুকু ক্ষতি হবে তা ভেবে দেখি না.
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোগীঃ খাবার আগে না পড়ে?
মন্তব্য করতে লগইন করুন