একটি পঁচা কথার গল্প
লিখেছেন লিখেছেন বিন হারুন ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৫:০৭ সন্ধ্যা
আমাদের বাড়িটা অনেক বড়, ২০/২২ টা পরিবার নিয়েই আমাদের বাড়ি. তাই প্রতিদিন কারো না কারো ঘরে মেহমান থাকেই. সমবয়সি মেহমান পেলে একসাথে খেলতে অনেক ভাল লাগত. ছোট বেলায় খেলতে গিয়ে অনেক সময় খেলার সাথীদের সাথে ঝগড়াও হত, পরদিন বিদ্যালয় ছুটি হলে তাড়া-তাড়ি নাস্তা একটু খেয়ে না খেয়ে খাটের নীচ থেকে ব্যাট বল বের করে উঠোনে বের হলেই গত কালের ঝগড়া-ঝাটি আর মনে থাকতো না. সবাই আবার মিলে-মিশে দল বেঁধে খেলাতাম এভাবেই কেটে গেল ছোট বেলা.
একদিন খেলার মাঝে এক মেহমানের সাথে ঝগড়া হল. মেহমান আমাকে বিশ্রী একটা (গালি) কথা বলল. তা আমার সহ্য হয় নি. আমি সাথে সাথে ঘরে এসে আমার আম্মাকে অভিযোগ জানালাম. অভিযোগটি যেভাবে ছেলেটি গালি দিয়েছিল সেভাবেই বলে ছিলাম.
আমার আম্মা আমাকে বললেন দেখ তুমিও ছেলেটির মতো পঁচা.
আমি বললাম আমি কি ওর মতো গালি দিই?
মা বললেন ছেলেটি তোমাকে গালি দিল, আর তুমি তা আমার সামনে প্রকাশ করে আমাকে গালি দিলে. আরো বললেন তুমি যদি বলতে ছেলেটি তোমাকে পঁচা কথা বলেছে তাহলেও তো আমি বুঝতাম.
সেদিন থেকে আমি আর কারো পঁচা শব্দ, হুবহু নকল করে অন্যের সামনে তুলে ধরি না.
তাই আসুন অন্যের অশ্লীল পোষ্টের প্রতিবাদ জানাতে গিয়ে যেন সেই অশ্লীল কথাগুলো নিজে পোষ্ট না করি.
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর শিক্ষা।
আসুন, আমরা সবাই তা মেনে চলি।
সুন্দর শিক্ষার জন্য, সুন্দর ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন