মড়ারেট বন্ধু যা বলেন

লিখেছেন লিখেছেন বিন হারুন ০৩ এপ্রিল, ২০১৬, ১১:৫৬:৪৭ রাত

বাধাহীন লেখার অঙ্গীকার নিয়ে টুডে ব্লগের যাত্রা শুরু। টুডে ব্লগ ধর্ম-বর্ণ-লিঙ্গ-রাষ্ট্র নির্বিশেষে সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ব্লগ। এটি সকল মত,পথ, চিন্তা ধারন করতে চায়। আমরা চাই না কারো লেখাকে নিয়ন্ত্রন করতে। আমরা চাই নুন্যতম মডারেশান, নুন্যতম হস্তক্ষেপ। লেখক, পাঠক নিজেই নিজের মডারেটর। দ্বায়িত্বশীলতার ছাড়া স্বাধীনতা অর্থহীন। সংঘাত সংঘর্ষ ছাড়াই সকল মতকে ধারন করাই আমাদের লক্ষ্য।

যেসব বিষয় মডারেশানের আওতায় আনা হতে পারে--

১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।

২। স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট ব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন ।

৩। যে কোন ধরণের কোড, এক্সটার্নাল বা এইচটিএমএল কোডিং , লেখা বা নিক রঙ্গীন অথবা ছোটবড় করা , ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা, এসব চেষ্টা টুডে মডারেটর কোন ঘোষনা ছাড়াই মুছে দিতে পারেন।

৪। যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে ।

৫। যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে তাহলে মডারেশানের আওতায় আনা হবে।

৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

৭। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন প্রচারনা, ভৌগলিক অখন্ডতা বিরোধী যে কোন পোষ্ট কঠোর হস্তে নিয়ন্ত্রন করা হবে।

৮। যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, তিনি ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করেন , ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে ।

৯। একই বিষয়ে একের অধিক পোষ্ট করা হলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। তাই প্রথম পাতায় একই বিষয়ে পোষ্ট থাকলে নতুন কোন পোষ্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।

১০। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।

১১। যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে প্রথম পাতা থেকে সরানো হবে।

১২। সঞ্চালক মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্যহীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে

১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক বা উস্কানীমূলক যে কোনো ধরনের লেখা সরাসরি মুছে দেওয়া হবে।

১৪। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।

১৫। একাধিক নাম বা ছদ্মনাম ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তাঁরা করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

১৬। ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালিপূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।

১৭। কোব ব্লগার অব্যহত ভাবে বিজ্ঞাপনমুলক প্রচারনা করলে তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364593
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৭:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা সবাই জানে, যারা কিনা ব্লগিং করে. এ ব্যাপারে আপনার মতামত কি, সেটাই তুলে ধরুন।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৫
302714
বিন হারুন লিখেছেন : আসলে লেখাগুলো পড়েছিলাম ব্লগিং এর শুরুতে, এরপর আর একবারও পড়া হয়নি. আমার উদ্দেশ্য ছিল উপদেশগুলো পুরনো ব্লগারদের নজরে দ্বিতীয়বার দেওয়া.
364605
০৪ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার নিজের মতাময় তুলে ধরেন।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৫
302715
বিন হারুন লিখেছেন : আসলে লেখাগুলো পড়েছিলাম ব্লগিং এর শুরুতে, এরপর আর একবারও পড়া হয়নি. আমার উদ্দেশ্য ছিল উপদেশগুলো পুরনো ব্লগারদের নজরে দ্বিতীয়বার দেওয়া.
364608
০৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৫
কুয়েত থেকে লিখেছেন : মতামত জানালে খুশী হতাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৫
302716
বিন হারুন লিখেছেন : আসলে লেখাগুলো পড়েছিলাম ব্লগিং এর শুরুতে, এরপর আর একবারও পড়া হয়নি. আমার উদ্দেশ্য ছিল উপদেশগুলো পুরনো ব্লগারদের নজরে দ্বিতীয়বার দেওয়া.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File