একজন মীর কাসেম আলী ও মানব সেবা
লিখেছেন লিখেছেন হাসান জামিল ১৭ আগস্ট, ২০১৬, ০৬:০১:৪২ সকাল
কাকে তোমরা মারতে চাচ্ছো
তার সম্পর্কে কী জানো?
যিনি শুধু কোনো একটা সংগঠনের প্রতিনিধিত্ব করেনি,
তিনি অনেক এতিমের অভিভাবক
অনেক বিধবার কর্মসংস্থানকারী
তিনি গরীব ও মেধাবীদের অভিভাবক
তিনি অসহায় রোগীর বিল প্রদানকারী
তিনি লেখক ও সৃজনশীল লোকদের পৃষ্ঠপোষকতাকারী
তিনি সকল সেবাখাতে অসামান্য অবদানকারী
তিনি আর কেউ নন
তিনি হলেন মীর কাসেম আলী
তাকে শেষ করার পরিকল্পনা নিয়েও ক্ষান্ত হননিি
তার পরিবারকেও শূণ্য করার পরিকল্পনা
............................
আল্লাহ মহাপরিকল্পনাকারী
ইতিহাস কাউকে ক্ষমা করেনি আর করবেও না
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ মহাপরিকল্পনাকারী
ইতিহাস কাউকে ক্ষমা করেনি আর করবেও না
অনেক বিধবার কর্মসংস্থানকারী
তিনি গরীব ও মেধাবীদের অভিভাবক
তিনি অসহায় রোগীর বিল প্রদানকারী। এই মহান ব্যক্তিকে আল্লাহ হিফাজত করুন। আমিন..! অবৈধ সরকারের বৈধ চোর ডাকাতরা আর কতযে নাঠক করবে..?মহান প্রভূ আল্লাহ সর্বউত্তমস প্রতিদান কারি। ধন্যবাদ আপনাকে
যথার্থ বলেছেন, সহমত
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন