নবকণ্ঠের বর্ষপূর্তি অনুষ্ঠানে দফায় দফায় উত্তেজনা
লিখেছেন লিখেছেন হাসান জামিল ২৭ মার্চ, ২০১৪, ০৩:৫৫:৪৫ রাত
নবকণ্ঠের বর্ষপূর্তি অনুষ্ঠানে দফায় দফায় উত্তেজনা সাংবাদিকদের বর্জন ১৬ মার্চ, ২০১৪ প্যারিস, ফ্রান্স ফ্রান্সের প্যারিসে মেরি দো ওভারভিলা একটি হল রুমে ঢাকা থেকে প্রকাশিত নিবন্ধনহীন একটি সাময়িকি মাসিক নবকণ্ঠ-এর বর্ষপূর্তি অনুষ্ঠান একটি বিতর্কিত বক্তব্যের কারনে অনুষ্ঠানটি সাংবাদিকরা বর্জন করেছে । এ ছাড়া অনুষ্ঠানে নানা ভাবে নিয়ম শৃংখলা লংঘন করায় কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামকে এ ধরনের অনুমোদনহীন ম্যাগাজিনে (যা প্রচার করা হচ্ছে পত্রিকা বলে) অনুষ্ঠানে তিনি কীভাবে উপস্থিত হলেন? প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তিনি নো কমেন্টস ও কমিউিনিটির বিষয় বলে দ্রুত গাড়িতে উঠে পরেন। কথিত আছে বঙ্গবন্ধু হত্যার আসামী কর্নেল অব. রশিদের সংগঠন বাংলাদেশ ফ্রিডম পার্টির একজন বিতর্কিত কমিউনিটি নেতা জনাব সালেহ আহমদ চৌধুরী ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুবিধার্থে সাংবাদিকদের নিজস্ব প্রক্রিয়াধীন সংগঠন ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতির (যা এখনো প্রক্রিয়াধীন) নাম ঘোষণা করেন। বিষয়টি উপস্থিত সকল সাংবাদিকরা প্রতিবাদ করলেও অনুষ্ঠান সঞ্চালক আবু তাহির এড়িয়ে যেতে চান। পরবর্তীতে সাংবাদিকরা প্রতিবাদ করলে তিনি এটা সাংবাদিকদের প্রোগ্রাম নয়, এটা নবকণ্ঠের প্রোগ্রাম বলে স্ববিরোধী অবস্থান নিলে বিষয়টি নিয়ে সকল সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকরা তাদের ক্যামেরা গুটিয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে বেড়িয়ে আসেন। শেষ পর্যায়ে জড়াজীর্ন ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন