বদলে দাও হৃদয় আমার
লিখেছেন লিখেছেন পবিত্র ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৪:৫৯ রাত
আমার হৃদয় বদলে দাও
অবহেলায় ডুবে থাকা হৃদয়টি আমার
বদলে দাও।
হে মহা মহিম দয়াবান
তোমার দয়া ও করুণায় আমার
হৃদয়টি বদলে দাও।
বদলে দাও আমার এ হৃদয়ের দুনিয়াটাই
পাপের মধ্যে দিন কাটাবো আর কতকাল।
বদলে দাও আমার হৃয়ের রাস্তাটাই
যেন আমি হৃদয়ের গভীর থেকে
তোমার নাম শুনতে পাই।
সরিয়ে নেবো দুনিয়াবী চিন্তা থেকে আমার অন্তরকে
শুধু তোমার জন্য বেঁচে থাকবো
এমন করে বদলে দাও আমার হৃদয়টাকে।
উৎসর্গ করবো আমার সবি সুখ, খুশী, আনন্দ
তোমারই তরে
অবহেলায় ডুবে থাকা হৃদয়টি আমার
দাও বদলে।
তোমার হয়ে যাবো শুধু
এতোটুকুই আশা
শুধু এতোটুকুই আকাঙ্ক্ষা
বদলে দাও হৃদয়টি আমার।
আমার ফরিয়াদ শুনো হে মওলা
বানিয়ে নাও আমায় তোমারই প্রিয় বান্দা।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বদলে দাও হৃদয়টি আমার।
আমার ফরিয়াদ শুনো হে মওলা
বানিয়ে নাও আমায় তোমারই প্রিয় বান্দা।
বেসম্ভব ভালো লাগলো।
খুব ভালো লাগ্লো...
আমি যে কেনো পারি নাহ্?
Beatiful!!!! Harry
মন্তব্য করতে লগইন করুন