মার্কেটে বা বাজারে গেলে একটি দুআ পড়ার ফযীলত
লিখেছেন লিখেছেন পবিত্র ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৪:৫৮ দুপুর
আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বাজারে প্রবেশ করে এই যিকির বলবে:
لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ ، لاَشَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، يُحْيِ وَيُمِيْتُ ، وَهُوَ حَيٌّ لاَ يَمُوْتُ ، ِبيَدِهِ الْخَيْرُ ، وَهُوَ عَلَي كُلِّ شَيْئٍ قَدِيْر.
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়হ্দাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ী ওয়া য়ুমীতু ওয়া হুওয়া হাইয়্যুল্লা ইয়ামূতু, বিয়াদিহিল খায়রু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদীর" । সে দশ লক্ষ ছওয়াব পাবে, তার দশ লক্ষ গুনাহ ক্ষমা হবে, দশ লক্ষ উচ্চ মর্যাদা লাভ করবে এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করা হবে। {সহীহ তিরমিযী}
দুআর অর্থ: আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্বও তাঁর এবং প্রশংসাও তাঁরই জন্য। তিনি জীবন দান করেন এবং মৃত্যুও। তাঁর হাতেই সব কল্যাণ। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইবনু উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা) বলেছেন: মুমিন ঐ ব্যাক্তি যে মানুষের সাথে মিশে এবং তাদের দেয়া কস্টে ধৈয্য ধারন করে। ইনি ঐ ব্যাক্তির চাইতে উত্তম যে মানুষের সাথে মিশে না এবং তাদের দেয়া কস্টে ধৈয্য ধরে না।
(হাদীস হাসান: ইবনু মাজাহ হা/৪০৩২, -হাদীসের শব্দাবলী তার, তাহক্কীক্ব আলবানী: সহীহ। তিরমিযি হা/২৫০৭, সিলসিলাহী সহিহহা হা/৯৩৯)
দুঃখিত! খেয়াল করিনি তাই লেট হলো জবাব দিতে!
মন্তব্য করতে লগইন করুন