সাইয়িদুল ইস্তিগফার এর ফযীলত
লিখেছেন লিখেছেন পবিত্র ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৪:০৬ রাত
শাদ্দাদ ইবনু আউস (রাঃ) বলেনঃ রাসূল (সাঃ) বলেছেনঃ সাইয়িদুল ইস্তিগফার হ’ল - "আল্লাহুম্মা আন্তা রাব্বী লা-ইলাহা ইল্লা আন্তা, খালাক্বতানী ওয়া আনা আব্দুকা, ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বাতু, আউযু বিকা মিন শাররি মা সানা-তু, আবুউ লাকা বিনি-মাতিকা আ-লাইয়া, ওয়া আবুউ বি যানবী ফাগফিরলী, ইন্নাহু লা ইয়াগ্ফিরুয যুনুবা ইল্লা আন্তা"। যে ব্যক্তি সন্ধ্যায় এই দুআ পড়বে এবং রাত্রে মারা যাবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সকালে পড়বে এবং দিনে মারা যাবে, সেও জান্নাতে যাবে। (বুখারী)
তিরমিযীতে বর্ণিত আছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
দুআর অর্থ: হে আল্লাহ! তুমি আমার প্রভূ তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছভ। আর আমি হচ্ছি তোমার বান্দা। আর আমি সাধ্য মত তোমার ওয়াদার উপর আছি। যা আমি করেছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার অনুগ্রহের স্বীকার করছি। আর নিজের গুনাহের কথাও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা কর, কারণ তুমি ব্যতীত অন্য কেউ গুনাহ ক্ষমা করবেনা।
বিষয়: বিবিধ
২২৩২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসবির পুরনো ব্লগারদের দেখলে ভালোই লাগে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন