অদ্ভুত সুন্দর গুহা
লিখেছেন লিখেছেন পবিত্র ২৭ জানুয়ারি, ২০১৪, ০১:০৪:৩৪ দুপুর
মেলিসসানি গুহা
অদ্ভুত সুন্দর এই গুহাটি গড়ে উঠেছে মেলিসসানি হ্রদকে ঘিরে। গ্রিসের কেফালোনিয়া দ্বীপে এই হ্রদের অবস্থান।
একপাশে পাহাড়, অন্যপাশে বন। আর তাই পাহাড় আর বনের সঙ্গে আকাশের নীলের মিশেলে এক অনবদ্য সৌন্দর্য সৃষ্টি হয়েছে এই গুহায়।
আর এই বন-পাহাড়ে মোড়া গুহাতে যাতে সবাই সহজে যেতে পারে, তাই এর এক পাশে বানানো হয়েছে রাস্তা। সঙ্গে গাড়ি রাখার জায়গাও আছে। আছে গুহার বুকে নৌকায় করে ভেসে বেড়ানোর ব্যবস্থাও।
গ্লেসিয়ার (বরফের) গুহা
এমনি গুহাও আছে। তবে সেটা আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে নয়, একদম হিম ঠাণ্ডার দেশ আইসল্যান্ডে। নাম গ্লেসিয়ার গুহা।
তবে এর উচ্চতা অবশ্য সবসময় এক রকম থাকে না। ১৯৮০ সালে এর উচ্চতা সর্বোচ্চ হয়েছিল। তখন এর উচ্চতা পৌঁছেছিল ২.৮ কিলোমিটার পর্যন্ত।
পানির গুহা
গুহাটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে। মিসৌরি উদ্যানে গেলেই গুহাটির দেখা পাওয়া যাবে। অপূর্ব সৌন্দর্যের এই গুহাটি তৈরি মূলত স্ট্যালেগমাইট দিয়ে। আর পানির উৎস জোয়ার-ভাটা।
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি খুবি দুঃখিত আপু।
আপনাকে পেয়ে খুবি খুশী হলাম আপু।
অনেক অন্নেক ধন্যবাদ।
অনেক অন্নেক ধন্যবাদ।
এখানেও মিলন মেলা হয়!! তাতো জানা ছিল না।?
আর এটাতো প্যানেল সদস্যরা সিদ্ধান্ত নেবেন,তাই না। ?
পোষ্ট চমৎকার হয়েছে। তবে জবাবে আমাকে ফুল দিলে নিব না। রসমালাই দেয়া লাগবি। মনে থাকে যেন।
প্রশংসার জন্য অনেক অন্নেক ধন্যবাদ।
এভাবে রসমালাই জন্য বায়না ধরলেন, সবাইকে দিয়ে তো বাসী হয়ে গেল এখন কিযে করি??
না না কান্না করতে হবে না!!
আমি এক্ষুনি নিয়ে আসছি!! ]
আপনাকে পেয়ে খুবি খুশী হলাম
অনেক অন্নেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন