আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
লিখেছেন লিখেছেন পবিত্র ২২ জানুয়ারি, ২০১৪, ০৮:০৮:৪৭ রাত
সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম আমার টুডে ব্লগের ব্লগীং। অনেক দিন থেকে চিন্তা করছি এই ব্লগে নিক বানাবো, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে উঠেনি।
নিক না থাকলেও মাঝে মাঝে ঘুরে যেতাম। সোনার বাংলা ব্লগারদের দেখে খুব ভালো লাগত।
তিন দিন আগে বানিয়ে নিলাম নিজের নিকটি। বানানোর পর দেখি আমার নামটি প্রবিত্র দেখাচ্ছে।
মডারেটরদের মেইল করে জানালাম। আজ দেখি আমার নামটি ঠিক করে দিয়েছে, সাথে ব্লগীং সুবিধাও দিয়েছে। তাই ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
ব্লগের সবাইকে আমার ব্লগে জানাই স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
২৫৬৯ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কামনায় করি।
আপনি এভাবে মিষ্টি ক্রয় করে, দাম বাড়িয়ে দিবেন এ তো হতে পারে না।
আপনাকেও আমার ব্লগে স্বাগতম।
আচ্ছা আপনি আপু নাকি ভাইয়া?
আমাকে প্রিয়তে রেখেছেন জেনে খুশী হলাম।
তবে ২য় হয়েছেন তাই ডিজিটাল ফুল দিলাম
আপনি কি এ ব্লগেও নিয়মিত লেখা দেন?
এই যে আপনি...
উপরে আমার কাজিন হারিকেনের কাছ থেকে হাতুড়ি শিখেছি।
মাঝে মাঝে হাতুড়ি দিয়ে যাবো
উপরে আমার কাজিন হারিকেনের কাছ থেকে হাতুড়ি শিখেছি।
মাঝে মাঝে হাতুড়ি দিয়ে যাবো
দেরীতে জবাব দেয়ার জন্য খুবি দুঃখিত!!!
মন্তব্য করতে লগইন করুন